নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্প্রীতির বাংলাদেশে প্রগতির বেনিয়ারা মেকি, আঁধারের চোখ দিয়ে তাই আজ আলো দেখি !!

ছোটমির্জা

মানুষের বন্ধুতাকে আমি অস্বীকার করি না।

ছোটমির্জা › বিস্তারিত পোস্টঃ

কেউ কি জানেন এখনো কেন শাহবাগ?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯



আমি জানি না।

দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায় হয়েছে//

কাদের মোল্লার জন্য নতুন আপিল হয়েছে//



--নতুন রায় আসতে কতদিন বাকী?

আর কতদিন শাহবাগ প্রজন্ম চত্বর ?

কিঊরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ইট---

সিরিয়াস পোস্ট//

না জেনে তেনা প্যাচাবেন না প্লিজ

আলুপোড়া ও ভাল পাইনা ইদানীং//

মন্তব্য ১৭ টি রেটিং +২/-১

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

ছোটমির্জা বলেছেন:
জানি যে শাহবাগ এখন শুধু যুদ্ধঅপরাধের বিচার নয়- বাংলার প্রগতিশীলতার মুল আশা-ভরসার আশ্রয় হয়ে উঠেছে// তবু, এটা নিয়ে কে কি ভাবছেন, কে কি জানেন শেয়ার করতে পারেন।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

নায়করাজ বলেছেন: আপনার কি মনে হয় গণজাগরণ মঞ্চ বাংলাদেশে এখন দরকার আছে ?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

ছোটমির্জা বলেছেন:
আমার নিজের মনে হয় - এই বেলা খ্যান্তি দিলে ভাল হয়/
নিজেদের মাঝে কামড়া-কামড়ি আমরা কয়েক বছর পিছিয়ে যাচ্ছি//
দরকার হলে আবার হাজির হওয়া যাবে//
আমাদের অর্থনীতি কিন্ত মারাত্মক হুমকির মুখে//
দেশপ্রেম সেদিকেও দেখাতে হবে//

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

দখিনা বাতাস বলেছেন: আমি নিজে সাইদি রায় হওয়ার পর থেকে শাহবাগ যাওয়া বাদ দিয়েচি। ামার সাথে যারা ছিল তারাও। মোট ৮ জনের কথা আমি বলতে পারি এমন। এই ৮জনই আমরা চাকরি বাকরি করি।

আমাদের কথা ছিল, সরকার আপিলের আইন শংশোধন করেছে, সাইদির রায়ও দিয়েছে, আমরা যেমন আশা করেছিলাম তেমনই। কাজেই এখন আপাতত মনে হচ্ছে শাহবাগ যাওয়া তত জররী না। তাই আর যাইনি।

তবে আবার যদি বিচারে কোন উল্টা পাল্টা হয়, তবে এতটুকু বলতে পারি, ঐ ৮জন আবার যাবো যেখানেই যেতে হয় বিচার পাওয়ার জন্য।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

ছোটমির্জা বলেছেন:
সেঈম কেস হেয়ার, তবে আমি থাবা বাবাকে অপমান করার পর থেকে নিয়মিত যাইনা/
আর আমার ধারণা, থাবা বাবার জানাযা শাহবাগকে অনেক ক্ষতি করেছে//

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

দীপ্তপন বলেছেন: আমার মনে হয় নির্বাচন পর্যন্ত ।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

ছোটমির্জা বলেছেন: ভাব-ভংগিতো সিরামি মনে হচ্ছে-
আমার মনে হয়, ১লা বৈশাখের পর কোন ঘোষনা আসতে পারে।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা ইনশাল্লাহ আওয়ামী লীগের ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত চলবে... সংগত কারণেই... ;) ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

ছোটমির্জা বলেছেন: আজকে শাহবাগে কিছু লোক হইচে,
আমি সিঊর কাল হবেনা।
এমনভাবেই চলতে থাকবে?

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

হাঁড় = ঘাঁড় বলেছেন: আলুপোড়া ভাল পান না তাইলে আলুপোড়ার পুষ্ট দিছেন ক্যালা?
শাবাগ জামাতি খেদাইব, ভালা পাইছেন?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

ছোটমির্জা বলেছেন: আরি বাপ্স, চেতেন ক্যানু?
আমি নিজেই জানি না, দেখলাম কেউ জানে নাকি?
ওক্কে, তাইলে ঠিক্কাছে, জামাতিগো খেদানোর দরকার আছে/

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা ইনশাল্লাহ আওয়ামী লীগের ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত চলবে... সংগত কারণেই..


কপি কর্তে যায়া দেখি ইমো গুলান আসেনা, ধুর X((

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০০

ছোটমির্জা বলেছেন: ততদিন থাকলে স্পিরিট ধরে রাখা টাফ, ভাইয়া।
ভাল থাকবেন।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

প্যারাসিটামল বলেছেন: শাহবাগীরা এক বিশেষ শ্রেণীর. দালাল. এ পরিণত. হয়েছে। ইমরান কোনদিন. ব্লগে কিছু লিখছে। হে কবে ব্লগার. হইলো

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২

ছোটমির্জা বলেছেন:

এইভাবে বলেন কেন?
প্রথমে শাহবাগ ঠিক-ই ভাল ছিল।
এখন নাই আর ইমরান ভাইকে আমি আগে চিনতাম না।
শুনেছি উনি, প্রজন্ম ব্লগে লিখেন।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২

ছোটমির্জা বলেছেন: চেষ্টা করব পড়ে আসতে ভাইয়া।
কথাগুলি সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.