নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্প্রীতির বাংলাদেশে প্রগতির বেনিয়ারা মেকি, আঁধারের চোখ দিয়ে তাই আজ আলো দেখি !!

ছোটমির্জা

মানুষের বন্ধুতাকে আমি অস্বীকার করি না।

ছোটমির্জা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী ব্লগারদের জন্য ব্লগার সনদ, ব্লগারদের সুরক্ষায় ১২ দফা (Blogger Charter Bangladesh)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

গত ৩ জুলাই ২০১৫ তে ঢাকাস্থ ব্র্যাক ইন-এ ব্লগারদের জন্য ১২টি দফা বা প্রস্তাবনা নিয়ে বাংলা 'ব্লগার সনদ' (Blogger Charter Bangladesh) এর মোড়ক উন্মোচিত হয়েছে। ব্লগার সনদটি প্রস্তাব করেছেন বিশ্বব্যাপী মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান 'আর্টিকেল ১৯' এর বাংলাদেশ ও দক্ষিন এশিয়ার পরিচালক তাহমিনা রহমান। উক্ত অনুষ্ঠানে শতাধিক ব্লগারসহ নানা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্লগার সনদের পোস্টারের লেখাটি হুবহু তুলে দেয়া হলঃ

সভ্যতার অন্যান্য অনুষঙ্গের মত ইন্টারনেট আমাদের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অভুতপুর্ব পরিবর্তন সাধন করছে । বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিন্ডলে ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকার সমুন্নত ও সুরক্ষার জন্য রাষ্ট্র এবং নীতি নির্ধারকরা সচেষ্ট । একই সঙ্গে গনমাধ্যম সংক্রান্ত বিদ্যমান নীতি কাঠামোকে ব্লগার ও নাগরিক সাংবাদিকদের কার্জক্রমের ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক করে তোলা যায় সে বিষয়টিও সামনে এসেছে । মত প্রকাশের অধিকার চর্চার ক্ষেত্রে ব্লগাররা সাধারনত যে সব জটিলতার মুখোমুখি হয় সে সকল বিষয় বিবেচনায় নিয়ে “ স্পন্দমান ও শংকামুক্ত অনলাইন ক্ষেত্র চাই “ শিরোনামে বাংলাদেশের ব্লগারদের জন্য এই সনদ ।

১) অনলাইনে মত প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অনুসরন নিশ্চিত করতে হবে ।
২) অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার উপর যে কোন বিধি- নিষেধ আরোপের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদন্ড অনুসরন করতে হবে ।
৩) ব্লগে লেখালেখির কারনে ব্লগারদের বিরুদ্ধে প্রচলিত আইনের হয়রানি মুলক অপপ্রয়োগ বন্ধ করতে হবে ।
৪) ব্লগারদের উপর আক্রমন ও সহিংসতাকে মত প্রকাশের স্বাধীনতার উপর প্রত্যক্ষ আঘাত হিসেবে বিবেচনা করতে হবে ।
৫) বিদ্যমান আইনে পেশাদার সাংবাদিকরা যে ধরনের সুরক্ষা বা সুবিধা পেয়ে থাকেন , জনস্বার্থে তথ্য প্রকাশ ও প্রচারেরর কাজে নিয়োজিত ব্লগারদের জন্যও একই ধরনের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে হবে ।
৬) প্রবেশাধিকার সম্পর্কিত সরকারি স্বীকৃতিব্যবস্থা পেশাদার সাংবাদিকদের পাশাপাশি ব্লগারদের জন্যও উন্মুক্ত করতে হবে ।
৭) সাংবাদিকতাধর্মী কাজে নিয়োজিত ব্লগারদের পেশাদার সাংবাদিকদের মতই তথ্যসুত্রের সুরক্ষার অধিকার থাকতে হবে । তথ্যসুত্র প্রকাশ করার যে কোন অনুরোধ বা নির্দেশ শুধু মাত্র গুরুতর ঘটনার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে এবং এরুপ যে কোন অনুরোধ বা নির্দেশ স্বচ্ছ ও প্রকাশ্য শুনানির মাধ্যমে আদালত কতৃক অনুমোদিত হতে হবে ।
৮) ব্লগারদের কখনোই সরকার বা সরকারি সংস্থার কাছে নিবন্ধিত হতে বাধ্য করা যাবে না ।
৯) ব্লগে লেখালেখির জন্য ব্লগারদের কখনোই তাদের প্রকৃত নামে নিবন্ধিত হতে বাধ্য করা যাবে না ।
১০) প্রচলিত ধারার গনমাধ্যম কতৃক প্রনীত আচরনবিধি মেনে চলতে ব্লগারদের বাধ্য করা যাবে না । তবে , তারা চাইলে এরুপ মানদন্ড স্বেচ্ছাপ্রনোদিতভাবে মেনে চলতে পারে কিংবা নিজেরাই নিজেদের ব্লগের জন্য অনুসরনীয় আচরনবিধি প্রনয়ন করতে পারে ।
১১) কোন ব্লগারের জীবনের প্রতি প্রকৃত ও অত্যাসন্ন ঝুঁকির ক্ষেত্রে রাষ্ট্রিয় কতৃপক্ষকে উক্ত ব্লগারের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে ।
১২) ব্লগার এবং অনলাইন সাংবাদিকতায় যুক্ত কোন ব্যাক্তির বিরুদ্ধে সহিংস আক্রমন বা হুমকির ক্ষেত্রে রাষ্ট্রিয় কতৃপক্ষকে অবশ্যই দ্রুততার সঙ্গে স্বাধীন , গতিশীল ও কার্জকর তদন্ত পরিচালনা করে শাস্তি নিশ্চিত করতে হবে । ব্লগারদের বিরুদ্ধে অরাষ্ট্রীয় ব্যাক্তি/ সংগঠন দ্বারা সংঘটিত সহিংস আক্রমনের ক্ষেত্রে রাষ্ট্র অনুরুপ ব্যবস্থা গ্রহন করবে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:

ব্লগারদের ভাতা দিতে হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

ছোটমির্জা বলেছেন: :P

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

গেম চেঞ্জার বলেছেন: গাজী ভাই বিষয়টাকে ফান পর্যায়ে না নিলে খুশি হতাম ।

আমি আপনার বক্তব্যসমুহের সাথে একমত । তবে শতভাগ নয় ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪

ছোটমির্জা বলেছেন: গেম চেঞ্জার ভাই, আপনি কিসের কিসের সাথে একমত? ব্লগারেরা কেন ভাতা পাবে?

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:

@গেম চেঞ্জার ,

ব্লগারদের পক্ষে, একটি গ্রুপ মিনিস্ট্রি অব ইনফরমেশনে যোগাযোগ করা দরকার, যেন ৫৭ নাকি ৪৫৭ ধারাকে স্হগিত করা হয়; যারা ব্লগারদের নাস্তিক বলেছে, খালেদা জিয়া, মোল্লা শফি ও মাহমুদুর রহমান মিডিয়াতে বিবৃতি দিয়ে জাতির কাছে ক্ষমা চায়; আর যারা ব্লগার হত্যা করছে, তাদের সঠিকভাবে চিহ্নিত করে ব্যবস্হা নেয়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

ছোটমির্জা বলেছেন: ব্লগে সুস্থ্য পরিবেশ থাকা দরকার।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: নিজের পরি নিজের খাই
পররে নিয়া মাথা ঘামাই
আমরা ব্লগার ভাই

শান্তি অশান্তি সব খানে
আমরা মাথা ঘামাই
আমরা ব্লগার ভাই......

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

ছোটমির্জা বলেছেন: শান্তি অশান্তি সব খানে
আমরা মাথা ঘামাই
আমরা ব্লগার ভাই
-ভাল লেগেছে ভাই।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:

মাটির ভেতরে কারো ঘর হয় না; মানুষকে কবর দিলে, মানুষ মাটির সাথে মিশে যায়; ঘর করতে হয় মাটির উপরে; আপনি আবার ব্লগারদের ব্যাপারে লিখছেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

ছোটমির্জা বলেছেন: ঘর আসলে মাটির নিচেই চাঁদগাজী ভাই। আমাদের দাদা-দাদী আর তাদের বাবা মায়ের কথা চিন্তা করেই দেখুন।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

S.M. SHAIN ALAM বলেছেন: আসলেই ব্লগারদের একটা গ্রুপ দরকার।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৮

ছোটমির্জা বলেছেন: ব্লগারদের গ্রুপ আছে অনেক গুলো।
যেমন- বোয়ান, আমরা ব্লগার, সত্য ব্লগার

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪

গেম চেঞ্জার বলেছেন: আমি বলেছি লেখকের সনদসমুহের সাথে একমত । (২য় লাইনে)

১ম লাইনে প্রতিবাদ করেছি গাজী ভাইয়ের কমেন্টের কারনে । বুঝেছেন ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৭

ছোটমির্জা বলেছেন: হুম, ক্লিয়ার বুঝেছি গেম চেঞ্জার ভাই।
একমত হবার মতই প্রস্তাবন আছে এই ব্লগার সনদে।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৭

আমি মিন্টু বলেছেন: আরে এত কিছু করার ধরকার আছে ।
সব কিছু বাদ দিয়ে বাংলাদেশের যে কজন ব্লগার আছে সে কজনরে লিস্ট করে প্রতি মাসে সকল পক্ষ থেকে কিছু করে
পকেটে ঢুকিয়ে দিলেই হল ।
ব্যাস আমরাওতো ঘুষ খাওয়ার ওস্তাদত । যে পক্ষ বেশি সে পক্ষের সম্পর্কে আর কিছু লেখলাম না । বরং বিপক্ষে কম দিল কেন
সেটাকে ইসু করে তার সকল অপ কর্ম আর ভালো কর্ম মিলিয়ে ইচ্ছা মত তার বিরুদ্ধে লেখে পরে মিডিয়াকে গরম করে দিলেই
চুকে গেল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.