নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্প্রীতির বাংলাদেশে প্রগতির বেনিয়ারা মেকি, আঁধারের চোখ দিয়ে তাই আজ আলো দেখি !!

ছোটমির্জা

মানুষের বন্ধুতাকে আমি অস্বীকার করি না।

ছোটমির্জা › বিস্তারিত পোস্টঃ

আলোচিত সেই জিপিএ৫ প্রাপ্তদের ভিডিওটির উত্তর গুলো দেখে নিইঃ

৩১ শে মে, ২০১৬ রাত ১:৪৩

ছোট্ট বন্ধুরা, চল মস্করা করা কমিয়ে 'Bangladeshi SSC passed GPA 5 Holders BD GPA 5 Report in Masranga TV News' ভিডিওটির ঠিক ঠিক উত্তর দেখে নিই (কবে আবার তোমার কাছে কে না কে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায় :P)

ভিডিওটিতে মোট ২২টির মত প্রশ্ন করা হয়েছিল। আমি চেষ্টা করলাম উত্তর দেবার।

1. GPA এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Grade Point Average
2. SSC এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Secondary School Certificate
3. আমি জিপিএ পাঁচ পেয়েছি এর ইংরেজিতে কি হবে?
উত্তরঃ I have achieved GPA 5।
4. শহীদ মিনার কোথায়?
উত্তরঃ ঢাকা মেডিকেল কলেজের পাশে (প্রশ্নটা ঠিক হয়নাই-শহীদ মিনার এখন সব স্কুলেই আছে। প্রশ্নটা হবে ‘জাতীয় শহীদ মিনার কোথায়?’
5. অপারেশন সার্চ লাইট কী?
উত্তরঃ ১৯৭১সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা।
6. শহীদ বুদ্ধিজীবি দিবস কবে?
উত্তরঃ ১৪ ডিসেম্বর
7. স্বাধীনতা দিবস কবে?
উত্তরঃ ২৬ মার্চ
8. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তরঃ ২১শে ফেব্রুয়ারী



9. স্বাধীণতা দিবস কত তারিখে?
উত্তরঃ ২৬ মার্চ
10. বিজয় দিবস কত তারিখে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর
11. জাতীয় সৃতিসৌধ কোথায়?
উত্তরঃ নবীনগর, সাভার, ঢাকা
12. রণ-সঙ্গীত কে রচনা করেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম (চল্‌ চল্‌ চল্‌ উর্ধ গগণে বাজে মাদল)
13. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
14. মাউন্ট এভারেস্ট কোথায়?
উত্তরঃ নেপাল। বিস্তারিত উত্তরঃ সোলুখুম্বু জেলা, সগরমাথা অঞ্চল, নেপাল এবং টিংরি বিভাগ, জিগাজে, তিব্বত স্বয়ংশাসিত অঞ্চল, চীন।
15. পিথাগোরাস কে?
উত্তরঃ পিথাগোরাস প্রধাণত গণিতবিদ ও বিজ্ঞানী
16. নিউটণ কোন তত্ত্বের জন্য বিখ্যাত?
উত্তরঃ মহাকর্ষ সূত্র ( গাছের উপর থেকে আপেল নিচের দিকে, নিউটনের মাথায়, পড়ার ঘটনা)। এছাড়াও ৩টি সুত্রের জন্য নিউটন বিখ্যাত যার মাঝে ৩য় সুত্র ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’ খুবই বিখ্যাত।
17. আইনস্টাইনের কোন তত্ত্ব কোনটি?
উত্তরঃ আইস্টাইনের বিখ্যাত তত্ত্ব E = mc2. E=Energy (শক্তি), M=Mass (ভর) C= Celeritas (Latin word), which means speedof light (Energy was equal to mass times the speed of light squared)
18. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ আব্দুল হামিদ খান (বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি)
19. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ১১টি সেক্টরে
20. নেপালের রাজধানী কোথায়?
উত্তরঃ কাঠমুন্ডু
21. হার্ডওয়্যার ও সফটওয়্যার এটার মানে?
উত্তরঃ একটি কম্পিউটার ব্যবস্থার বিভিন্ন অংশ বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। যেমন- মনিটর, কি বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার, জয় স্টিক ইত্যাদি।
আর সফটওয়্যার বলতে সব প্রোগ্রামকেই বোঝায়। বস্তুত, একেকটি সফটওয়্যার প্রোগ্রাম কম্পিউটারকে নির্দেশ দেয়, কী করতে হবে, কিভাবে করতে হবে। যেমন-মাইক্রোসফট অফিস, নরটন এন্টি-ভাইরাস, ভিএলসি প্লেয়ার ইত্যাদি।
22. রবীন্দ্রনাথের একটি গল্পের নাম বল?
উত্তরঃ ছুটি, সমাপ্তি, হৈমন্তি, ইচ্ছাপূরণ (গল্পগুচ্ছের সবইতো গল্প)

কারো কোন অবজার্ভেসন থাকলে অবশ্যি বলবেন। আর আমি এই শিক্ষা ব্যবস্থাকে খুব দোষ দেই। এই ফাঁসকরা প্রশ্ন দিয়ে দেশের গলায় ফাঁস দেওয়া হচ্ছে। আর ভিডিওটিতে শিক্ষার্থীদের মুখ ব্লার করে দিলে ভাল হত। এরা নিশ্চয় খুব হেনেস্থার মাঝে আছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ রাত ২:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: পিথাগোরাস প্রধাণত গণিতবিদ ও দার্শনিক ছিলেন। উনি বিজ্ঞানী ছিলেন না। :)

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৬

ছোটমির্জা বলেছেন: রক্তিম দিগন্ত ভাই, ধন্যবাদ। পিথাগোরাস বিজ্ঞানীর চেয়ে দার্শনিক হিসাবে বেশী পরিচিত।

২| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:০৫

বনসাই বলেছেন: 4. শহীদ মিনার কোথায়?
উত্তরঃ ঢাকা মেডিকেল কলেজের পাশে (প্রশ্নটা ঠিক হয়নাই-শহীদ মিনার এখন সব স্কুলেই আছে। প্রশ্নটা হবে ‘জাতীয় শহীদ মিনার কোথায়?’
সম্ভবত প্রশ্নটা হবে এমন, 'কেন্দ্রীয় শহীদ মিনার কোথায়?'

7. স্বাধীনতা দিবস কবে?
9. স্বাধীণতা দিবস কত তারিখে?
একই প্রশ্ন কি দু'বার করা হয়েছিল?

৩| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: হা হা হা

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

ছোটমির্জা বলেছেন: 7. স্বাধীনতা দিবস কবে?
9. স্বাধীণতা দিবস কত তারিখে?
হুম, এই প্রশ্নগুলোই ভিডিও থেকে নেওয়া।
আমি শুধু কপিগুলো লিখেছি

৪| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মেমননীয় বলেছেন: আমি জিপিএ পাঁচ পেয়েছি এর ইংরেজিতে কি হবে?
উত্তরঃ I have achieved GPA 5।

এটা কি হলো? GPA 5 নাকি?

Achieve - অর্জন করা।

Get - পাওয়া।

"আমি পেয়েছি" ইংরেজী কি?

I have Achieved or I have got?

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৫

ছোটমির্জা বলেছেন: মেমননীয় ভাই, Get মানে পাওয়া আর Achieve - অর্জন করা- আপনার কথা ঠিকাছে। রেজাল্ট কিন্তু অর্জন করতে হয়। টাকার মত বা কলমের মত পাওয়া যায়না। তাই I have Achieved বা I have obtained ঠিক উত্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.