নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্প্রীতির বাংলাদেশে প্রগতির বেনিয়ারা মেকি, আঁধারের চোখ দিয়ে তাই আজ আলো দেখি !!

ছোটমির্জা

মানুষের বন্ধুতাকে আমি অস্বীকার করি না।

ছোটমির্জা › বিস্তারিত পোস্টঃ

ব্র্যান্ড নিয়ে বাংলা সংকলন: লেখা দিন

২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

লেখক খুঁজছি।

আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশের বানিজ্যক্ষেত্রের বিভিন্নঘটনা ও উদাহরণ নিয়ে ব্র্যান্ডের উপর বাংলা ভাষায় একটি সংকলন প্রকাশিত হতে যাচ্ছে আগামী ২০১৭ সালের বইমেলায়। এই সংকলনে ব্র্যান্ড ব্যবস্থাপনার বিভিন্ন উপদান ও কৌশল অত্যান্ত সাবলীল ভাষায় সুলিখিত থাকবে। আমরা আশাকরি ব্র্যান্ডের মত অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার মাতৃভাষায় প্রকাশিত হলে তার ব্যাপ্তি, পরিধি ও চর্চা আরো শক্তিশালী হবে।

এই সংকলনের তত্ত্বীয় অংশে ব্র্যান্ড ব্যবস্থাপনার মৌলিক উপাদানসমূহের সকল বিষয়ই রাখা হয়েছে, যা নিন্মরুপঃ
ব্র্যান্ড এবং ব্র্যান্ড ব্যবস্থাপনা, ব্র্যান্ড কৌশল গড়ে তোলা, ব্র্যান্ড ইকুইটি, ক্রেতা-নির্ভরশীল ব্র্যান্ড ইকুইটি, ব্র্যান্ডের অবস্থান নির্ধারণ, ব্র্যান্ড অনুরণন এবং ব্র্যান্ড মূল্য চেইন, ব্র্যান্ড বাজারজাতকরণ নকশা এবং বাস্তবায়ন, ব্র্যান্ড উপাদান নির্বাচন, ব্র্যান্ড ইকুইটি তৈরি, ব্র্যান্ড ইকুইটি তৈরি করার বাজারজাত কার্যক্রম, ব্র্যান্ড ইকুইটি তৈরিতে সমন্বিত বাজারজাতকরণ কৌশল, ব্র্যান্ড ইকুইটি তৈরিতে মাধ্যমিক ব্র্যান্ড এসোসিয়েশন, ব্র্যান্ডের কর্মক্ষমতা ব্যাখ্যা ও পরিমাপ, ব্র্যান্ড ইকুইটি নির্ণয় এবং ব্যবস্থাপনা তৈরী, ব্র্যান্ড ইকুইটির উৎস নির্ধারণ সুত্র: ভোক্তাদের মানসিকতা আয়ত্ত্বীকরণ, ব্র্যান্ড ইকুইটির ফলাফল পরিমাপ: বাজার দক্ষতা আয়ত্ত্বীকরণ, ব্র্যান্ড ইকুইটি উন্নয়ন ও ক্রমবর্ধণ, ব্র্যান্ডিং স্থাপত্য কৌশল তৈরী ও বাস্তবায়ন, নতুন পণ্য আনয়ণ ও তাদের নামকরণ, সময়ের সাথে ব্র্যান্ড ব্যবস্থাপনা, ভৌগলিক অবস্থান ও বাজারভেদে ব্র্যান্ড ব্যবস্থাপনা, বাংলাদেশের ব্র্যান্ড ও ব্র্যান্ডিং সংস্কৃতি, দেশে ব্র্যান্ড চর্চার বর্তমান অবস্থা, দেশের ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতাসহ ব্র্যান্ড ঘটনাবলী ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য: লেখক সন্মানী পাবেন।
লেখা পাঠানোর ইমেল: [email protected]

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: সুন্দর পদক্ষেপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.