নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

আজকের আম চোর আগামী দিনের ডাকাত

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮



৪জনই কিশোর, তিনজনের বয়স বড়জোর ১২/১৩ অন্যজন ১৬/১৭ যিনি দলের কমান্ডর। ঘর গেট থেকে একটু ভিতরে আর সেই সুযোগে গাছে উঠে ব্যাগ ভর্তি করছে।

এদের এই কর্ম দেখে রাস্তার একজন বলল - এই তোমরা চুরি কর কেন? সঙ্গে সঙ্গে উত্তর দিল- ঐ--- তোর বাপের গাছ, একদম খাইয়া ফালামু।

যদি ধরা পড়ে বড়টা দৌড়ে পালাবে, তাদের মধ্যে থেকে ছোট বা দুর্বলটা ধরা পরবে। বাড়ীওয়ালা ভদ্র ও বিনয়ী হলেও রাগের বসে চড় থাপ্তর দেয়াটা অস্বাভাবিক নয়। আর যদি সহনশীল না হয় তা হলে তা হলে হয়তো বেধে রাখবে; চরথাপ্পরের মাত্র বাড়বে। সঙ্গে সঙ্গে ছুটে আসবে মিডিয়া (এদেশে কাক আসতে দেরি হলেও মিডিয়া আসতে দেরি হয় না); সমাজের বুদ্ধিজীবি মহল; জ্ঞানীগুনী ব্যাক্তি; শুরু হবে গাছের মালিকেকে খিস্তি খেউর; আর ভিডিও ভাইরাল করতে পারলে তো কথাই নাই। হতে পারি পত্রিকার খবরও (কদিন আগে একজনার তরমুজ চুরি করে খাওয়ার অপরাধে চুল নেড়া করে বড় বিপদে পরেছিল লোকটি)

কথায় আছে কাচা আমে জিভে জল আনে কিন্তু তারও একটা সীমাবন্ধতা আছে। নিতান্তই শখের বসে ২/৪টা চুরি করা আর ব্যাগ ভর্তি করে পারার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। যেটা আমরা আবেগের বশবর্তী হয়ে ভুলে যায়। এই আমগুলি তারা বাড়ীতে নিয়ে যাবে, যদি তার পরিবার ভালো হত তা হলে অন্যের শাসনের দরকার পরত না বাবা-মা এমন শাসন করত যে আর আম ঘরে আনার সুযোগ পেত না। এছেলে গুলি পারিবারিক মদদে এগুলি করে এতে কোন সন্দেহ নেই। অধিকাংশ ক্ষেত্রেই এই দলগুলিই ছিনতাই; বাসা বাড়ীর চুরি থেকে সকল অপরাধ করে ঘরে ফেরে এবং তারদের পরিবার তাদের আশ্রয় পশ্রয় দিয়ে বড় করে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: আজকের আম চোর আগামী দিনের ডাকাত ---


কথাটা ভুল। আমি কি ডাকাত???

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০

চোরাবালি- বলেছেন: আপনি যে অর্থে বলেছেন সে চোর আমিও।
আপনি কি বাড়ীতে ব্যাগ ভর্তি করে আম নিয়ে যাওয়ার সাহস পেয়েছেন?
আপনি কি পরিচিত কারো সামনে তো দুরে থাক অপরিচিতি কারো সামনেও কারো গাছে হাত দিয়ে সাহত পেয়েছেন?
আপনি কি ঐ স্টাইলে কাউকে কারো গালি দেয়ার সাহস পেয়েছেন?

২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

তারেক ফাহিম বলেছেন: এ বয়সে আমরাও কম-বেশ চুরি করেছি তাই বলে ব্যাগভর্তী :(

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

চোরাবালি- বলেছেন: এটা পারিবারিক ছত্রছায়ায় একটা পেশা। নগর জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে যখন এদের ধোলায় দেন তখন আমাদের মানবতা উপচে পরে।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ,ভাই এমন সুন্দর ব্যাখ্যা ধর্মী পোষ্টের জন্য।আসলে আমি আমার শৈশবে এমন কাজ বহুবার করেছি।এমনকি বন্ধুদের নিয়ে রাতের বেলা নিজেদের মুরগি চুরি, নারকেল চুরি বহুবার করেছি।পরের দিন, আমার মাকে পাড়ার ছেলেদেরকে প্রচন্ড বকাবকি করতে দেখতাম।একবারতো খেঁজুর রস খেয়ে (এক ট্রিপিক্যাল বুড়োর) আবার ভাড়ে হিস্যু করে এসেছিলাম।যে অপরাধ আজও আমার তাড়া করে।
তবে এদের মধ্যে হয়তো মেধা সম্পর্ণরা আপনার মূল্যায়ন ডাকাত হয় বৈকি। তবে আমি এরকম কিছু হয়নি,বা উপরওয়ালার কৃপায় আমার নামে কোনো পুলিশ কেস এখনো অব্দি হয়নি ।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

চোরাবালি- বলেছেন: এরকম ঘটনা সবারই আছে এমনকি আমারও আছে-
আপনার বাসায় কি কখনও চুরির মাল নিয়ে চেতে পারতেন? আপনি কি কখনও কখনও প্রকাশ্যে চুরি করতে পারতেন? অবশ্যই না।
আপনি বাচ্চাদের ব্যাগের দিকে তাকিয়ে দেখেন যেটা নিতান্তাই শখের বশে না- এটা পারিবারিক ছত্রছায়ায় চুরি।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯

এখওয়ানআখী বলেছেন: সহজভাবে সত্যকথা বলার জন্য ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছেলেগুলো বাড়াবাড়ি রকমের কাজ করেছে। যা রীতিমত অপরাধ। তবে শাসন নয়, তাদের বোঝানো দরকার।:(

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

চোরাবালি- বলেছেন: হিন্দু শাস্ত্রে একটা রীতি আছে- দেবতা বুঝে ফুল
কোন দেবতা পায় জবা, কেও পায় শিউলি, কেও পায় কদম

আশাকরি বুঝতে পেরেছেন

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সত্যি কথা বলতে কি কদম আমার পছন্দের ফুল। ফুলটা সিম্পল, কিন্তু আলাদা একটা আর্ট আছে। কি মোলায়েম.....

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

চোরাবালি- বলেছেন: কদম ফুল অবশ্যই সুন্দর। আমারও পচ্ছন্দের

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


গ্রামের ঘটনা, নাকি শহরতলির ঘটনা? গ্রামের হলে, ভয়ের কিছু নেই

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪

চোরাবালি- বলেছেন: এটা গ্রামের নয় শহরের; গ্রামের মানুষের আর কিছু থাক বা না থাক চক্ষু লজ্জা আছে।
ছবিটি ভালো করে খেয়াল করেন;

৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আম চোরদের সমস্যা থেকে আপনার ভাবনায় সমস্যা বেশী

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

চোরাবালি- বলেছেন: সেটা অবশ্য ঠিক-
কিশোরেরা এখনই বলছে- এক্কেবারে খায়া ফালামু, তোর বাপের গাছ নাকি- বড় হলে কি বলবে? কোন ভদ্রঘরের সন্তান অনন্ত কাউকে এভাবে গালি দিবে এটা কখনও আশা করা যায় না। সেটি দুরন্তপানায় হউক আর অন্য কোন ভাবেই হউক।
আপনার গাছ থেকে মনে করেন এরকম ব্যাগ ভর্তি আম পারছে কিছু কিশোর আপনি কি করবেন?

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কিশোর বয়সের দূরন্তপনাকে
নেতিবাচক ভাবা যায়না। এই
দূরন্ত কিশোররাই একদিন
এদেশের শাসন ক্ষমতা
সুরক্ষিত করবে।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

চোরাবালি- বলেছেন: এক সময়ের এই রকম দুরন্ত কিশোরেরা আজও শাসন করছে বলেই, চুদুরবুদুর, চুতমারানী, কবে কে কার কোলে বসেছে এসব শুনতে হয়।
রাস্তাঘাট ৬মাসও টিকে না; সরকারী ভবন ১০বছরে পরিত্যাক্ত হয়ে যায়।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

শহীদ আম্মার বলেছেন: @নূর মোহাম্মদ নূরু:
কিশোর বয়সের দুরন্তপনা কথাটা ঠিক আছে। তবে নৈতিক মূল্যবোধ নিয়ে বড় হতে না পারলে এরা একদিন শাসন ক্ষমতা সুুরক্ষিত(কুক্ষিগত) করে ব্যাংক এর টাকা, জনগনের টাকা ব্যাগ ভর্তি করে লন্ডন-সিঙ্গাপুর-সুইস ব্যাংকে নিয়ে যাবে।(একটু শক্ত বলে ফেললাম। মাফ করবেন শ্রদ্ধেয়)

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

চোরাবালি- বলেছেন: কাঁচাতে না নোয়ালে বাশ পাকলে করে ঠাস ঠাস
যারা কিশোর বয়সেই চুরিকে চুরি জ্ঞান করছে না তারা বয়স হলে সুধরাবে কিভাবে?

১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

শহীদ আম্মার বলেছেন: সহমত। এখন নৈতিক শিক্ষা অর্জনের পথগুলো সংকুচিত হয়ে আসছে।জানিনা এর থেকে মুক্তির পথ কি!

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

চোরাবালি- বলেছেন: শিরোনামে অনেকের চুলকাচ্ছে, এদের দৃষ্টিতে ডাকাত বলতে শুধু ছুরি ধরে ডাকাতি-
এদেশে রাস্তা করলে ১বছর যায় না; সরকারী ভবন ১০বছরে পরিত্যাক্ত; দেশের টাকা বিদেশে পাচার এগুলিও যে তার থেকে অনেক বড় ডাকাতি সেদিকে কারো দৃষ্টি নেই।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

ইমরান আল হাদী বলেছেন: এ রকম তো আমরাও করছি.......

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮

চোরাবালি- বলেছেন: আমরাও করেছি কিন্তু প্রকাশ্যে শুধু মালিকের অগচরে তো বটেই না বরং শুধুমাত্র যে কজন করেছি সে কজন ছাড়া সবার অগচরে; ভয় থাকত এতটাই যে যদি বাবা বা বাড়ীর কেও জানতে পারে তা হলে ভাত বন্ধ তো বটেই পিঠের চামড়া থাকবে না।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: আমিও ছোটবেলায় অনেক আম চুরি করে খেয়েছি :`>
তবে এখনো ডাকাত হইতে পারি নাই :(

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

চোরাবালি- বলেছেন: আপনি কি শিউর আপনি কাউকে বলেছেন- ঐ তোর বাপের গাছ, একদম খাইয়া ফালামু
আপনি কি সংঘবন্ধ ভাবে মানুষের গাছ ফাকা করেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.