নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

ঘুষ দুর্নীতির সমাধান কোথায়?

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:২৯



সরকারী অফিসের সাথে যাদের কাজ আছে তারা অনন্ত ঘুষ দুর্নীতি সম্পর্কে সাম্মক জ্ঞান আছে যে বিষয়টি এখন কোন পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি ফেরাতে তারা আওয়ামী নেতাদের সাথে ছবিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আবার বিএনপি জামাত চক্রান্ত বলেও নিজেদেরে দুর্নীতি ঢাকতে ওস্তাদ (সাহেদ, জিয়া যাস্ট উদাহরণ)। এভাবে প্রতিটি সেক্টরেই যারা অতি আওয়ামী লীগার সেজেছে তারা দুনীতির র্শীর্ষে। ঠিক তেমন এখন সরকারী দপ্তরগুলিতেও, তারা কোন কাজের আগে তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরতে চায়। এ চক্র থেকে বের হতে না পারলে প্রধানমন্ত্রীর এই অক্লান্ত পরিশ্রম বিথায় চলে যাচ্ছে বলে আমার মনে হয়।

সরকারী চাকরি পাওয়ার আগে, জমি বেচে পড়া লেখা করে ঘুষ দিয়ে এসে কয়েক বছরের মধ্যে তাদের পৈত্রিক সূত্রে আলাউদ্দিনের চেরাগ পেয়ে যায়। আর দরিদ্রঘরের বউ'ও তখন বাপের বাড়ি থেকে বাড়ি গাড়ি নিয়ে আসতে থাকে।

এসম্পর্কে লিখতেও ভয় হয় যদি আবার ফান্দে পরে যাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৩৬

সোনাগাজী বলেছেন:




আপনি যেই ধরণের লেখা লিখেছেন, ইহাতে সরকারের পতন ঘটতে পারে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় ৯৯ সেন্টের দোকানে চাকুরী নিতে বাধ্য হবেন।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৩৭

চোরাবালি- বলেছেন: যারাই অতি আওয়ামী লীগার সেজেছে বা তারাই বাটপার।

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



ঢাকা হচ্ছে বিশ্ব বাটপারদের রাজধানী।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:০০

চোরাবালি- বলেছেন: :) :) :) :) :) :)

৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা দূর্নীতি বন্ধ করতে পারবেন না।
দুই মেয়র ঢাকার ফুটপাত মুক্ত করতে পারবেন না।
দেশ থেকে মাদক কোনোদিন বন্ধ হবে না।
সরকারী হাসপাতাল দালাল মুক্ত হবে না।

ইত্যাদি বিষয় গুলো আপনাকে মেনে নিতে হয়।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪১

চোরাবালি- বলেছেন: কারো একার পক্ষে সম্ভব না, যদি না সংশ্লিষ্ট সকলের ইচ্ছা থাকে।
এ প্রজন্ম এভাবেই যাবে, খেলা জমবে আগামী প্রজন্মে, কেননা এখন যে প্রজন্ম সুবিধা পাচ্ছে তাদের পরবর্তী প্রজন্ম পাবে এমনটা না। অনেক অফিসারকে দেখি নিজেদের রিটায়রমেন্টের ফাইল নিয়ে ঘুরতে, ঠিক তাদেরই মত কেও তাদেরকে ঘুরাচ্ছে। বেশ মজাই লাগে।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:২১

শূন্য সারমর্ম বলেছেন:


নেক্সট পোস্ট ফান্দে পড়ার পর লিখবেন।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪২

চোরাবালি- বলেছেন: ফান্দে পরলে তো কান্দন ছাড়া উপায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.