নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

ব্লগে মাইনাস বাটন চাই!!

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:২৯



ব্লগে মাইনাস বাটন চালু করার জোর দাবী জানাচ্ছি। প্লাস দিলে যেমন দেখা যায় কে প্লাস দিল, মাইনাস দিলেও তেমন দেখা যাবে কে মাইনাস দিল এমন একখান মাইনাস বাটন চাই। ব্লগিং খুব জমজমাট হবে বলে আমি মনে করি।

অনেক সময় দেখা যায় এমন এমন পোষ্ট আসে যা দেখে লেখককে মন্তব্য করতেও রুচিতে বাধে।আবার প্রতিবাদ করতেও ইচ্ছা হয়। তখনই মাইনাস বাটনের প্রয়োজন দেখা দেয়। আর তাছাড়া এখনো অনেক পুরানো ব্লগার মাইনাস বাটনকে মিস করেন,তাই দেখে আমরা নতুনরাও মিসাইতেছি। :(

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৩২

হাসান মাহবুব বলেছেন: আমি একমত।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪৬

ক্লে ডল বলেছেন: এইতো! আমার সাথে হামা ভাইও আছেন।

এক দফা, এক দাবী! বাটন চাই, বাটন চাই!

২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: হলে, মন্দ হয় না !

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫০

ক্লে ডল বলেছেন: সুমনদা ও সাথে আছেন!
মন্দ হয় না বললে হবে না! বলুন বেজায় ভাল হয়।

৩| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: হু ঠিক কইছেন ।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৫৬

ক্লে ডল বলেছেন: আর কার কার কাছে ঠিক মনে হয়? হাত তুলেন!

৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১:২১

আরণ্যক রাখাল বলেছেন: গুড। এটা দরকার

০২ রা জুলাই, ২০১৬ রাত ১:৪৭

ক্লে ডল বলেছেন: খুব দরকার।

আমার পোষ্ট কতজনের ভাল লাগিল তাহার পরিসংখ্যান থাকিতে পারে, কতজনের বিরক্তির উদ্রেক ঘটাইলো তাহার পরিসংখ্যান থাকিবে না কেন?


৫| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১:২৯

অশ্রুকারিগর বলেছেন: মাইনাস এর দরকার আছে। সহমত।

০২ রা জুলাই, ২০১৬ রাত ২:০২

ক্লে ডল বলেছেন: খুব দরকার আছে।

৬| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: মাইনাস দিতে দিতে নিজেই মাইনাস হয়ে যামু.......
---- -

০২ রা জুলাই, ২০১৬ রাত ২:২৬

ক্লে ডল বলেছেন: না না। মাইনাস হবেন না।
ব্লগে আমরা এখন অতি ভদ্র অমায়িকেরা বাস করি। তোষামোদ আর চাটুকারিতা ভীষণ পছন্দ আমাদের। নিশ্চয় মাইনাস কালে ভাদ্রে দুই এক বার প্রয়োগ করব আবার নাও করতে পারি। :)

৭| ০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি একমত। জোরদার দাবী জানাচ্ছি "মাইনাস" বাটনের জন্য। লিখার জন্য ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৫২

ক্লে ডল বলেছেন: ইফতেখার ভাইও সাথে আছেন!

একদফা একদাবী.......।!!!

৮| ০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৪৩

পাউডার বলেছেন: আগে মাইনাস ছিল। পোলাপাইনে দল বাইন্ধা রাজাকার, লল্পুরুষদের মাইনাস দিয়া আসত।
আরিলে বন্ধ কইরা দিছে।

০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৪৯

ক্লে ডল বলেছেন: এগুলোই ত ব্লগিংয়ের মজা! এসবের অভাবেই ব্লগ পানসা! :(

৯| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৩:৫৭

জনৈক অচম ভুত বলেছেন: আমিও হাত তুললাম। B-))

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:১৬

ক্লে ডল বলেছেন: ভূত বাবাজিও দেহি হাত তুইল্লালাইছেন! :-B

১০| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: নেগেটিভ মার্কিং এর মতো। পরপর ৩ টা পোস্টে ৩০ টার বেশি মাইনাস দিলে তার প্রোফাইল অটো ডিক্টিভেট হয়ে যাবে।আর কেউ মাইনাস বাটনের মিসইউজ করলে তার আই ডি ও ডিএক্টিভেট হয়ে যাবে।

এগ্রীড।

০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩১

ক্লে ডল বলেছেন: একাউন্ট ডিএক্টিভেট হবে না। মাইনাস জাস্ট পাঠকের প্রতিক্রিয়া জানানোর একটা মাধ্যম। ব্লগে আগে মাইনাস বাটন ছিল।
ধন্যবাদ।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মহা সমন্বয় বলেছেন: কমেন্টেও মাইনাস বাটন চাই। কোন কমেন্টে ১০ টি মাইনাস পড়লে তা অটো হাইড হয়ে যাবে এমন হলে ভাল হত। আবার ঝামেলাও আছে কিছু আসলে ঝামেলার শেষ নেই।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

ক্লে ডল বলেছেন: প্রস্তাবটা মন্দ রাখেননি। কমেন্টেও মাইনাস বাটন দরকার। তবে মাইনাসের জন্য কোন কিছু হাইড হয়ে যাওয়ার পক্ষে আমি নেই।
মাইনাসে কি ঝামেলা আছে বলুন তো? এটা ব্লগ থেকে উঠিয়ে নেওয়া হল কেন? আপনি জানেন কিছু?

১২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮

বিজন রয় বলেছেন: সহমত।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

ক্লে ডল বলেছেন: :)

১৩| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে কোন কোন লেখা পড়ে আমিও মাইনাস বাটনটা খুঁজতে থাকি। আপনার যৌক্তিক দাবী সমর্থন করছি, তবে আগে থাকা এ সুযোগটা কেন প্রত্যাহার করে নেয়া হলো, সেটাও আগে জানতে হবে। এ ব্যাপারে সঞ্চালকদের কোন অসুবিধে হবে কিনা সেটাও বিবেচনায় নেয়া প্রয়োজন।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০

ক্লে ডল বলেছেন: আমিও আসলে জানি না কেন বাটনটা উঠিয়ে নেওয়া হয়েছিল।

তবে পোষ্টের ভাল লাগা মন্দ লাগার পরিসংখ্যান অবশ্যই থাকা উচিৎ। পুরানো ব্লগাররা হয়ত জেনে থাকবেন কেন উঠিয়ে নেওয়া হয়েছিল।

আপনাকে ধন্যবাদ একমত পোষণের জন্য।:)

১৪| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৬

গেম চেঞ্জার বলেছেন: আমিও চাই!! এটার দরকার আছে!!!!!

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৯

ক্লে ডল বলেছেন: এই ত অনেকেই একমত হয়েছেন।

কিন্তু কেন উঠিয়ে নেওয়া হয়েছিল জানেন কিছু?

১৫| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৩

গেম চেঞ্জার বলেছেন: কারণ এটার অপব্যহার!! মোটামুটি এটাই জানি।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

১৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

সাধের মাইনাস (বুঝাইত)
ব্লগিংয়ের কি স্বাদ...
মাইনাসে মাইনাসে
ব্লগ ভাসাইতাম..

আগে কি সুন্দর মাইনাস দিতাম ;)

চিকন ভাইয়ের কথা মনে পড়ছে ! আরো কত কত ভাই বেরাদার.. সবাই কেন যেন নিজেরাই মাইনাস হয়ে গেলেন সামু থেকে

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৪

ক্লে ডল বলেছেন: আমরাও মাইনাসের স্বাদ পাইতে চাই! :( :((

যাদের কথা বললেন সব ভাই বেরাদার রা মাইনাস থেকে আবার প্লাস হবেন আশা করি।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৭

গোফরান চ.বি বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক ।

বিনুদনের জন্য হলেও মাইনাছ বাটন চাই :)

বৃষ্টি হচ্ছে আপনার ওখানে ?

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬

ক্লে ডল বলেছেন: অবশ্যই বিনোদনের জন্য মাইনাচ বাটন চাই না। তাহলে মিসইউজ হবে।

আমি বলতে চেয়েছিলাম একটা পোষ্ট ভাল লাগার পরিসংখ্যান যেমন আছে, খারাপ লাগার পরিসংখ্যানও থাকা উচিৎ।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১

রুদ্র জাহেদ বলেছেন: মাইনাস বাটন থাকলে ভালোই হইত মনে হয়।আগের এই সিস্টেমটা উঠিয়ে দিল কেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ক্লে ডল বলেছেন: নিশ্চয় কোন না কোন সমস্যা ছিল তাই উঠিয়ে দিয়েছে। কিন্তু সব সমস্যাকে সমাধান করে আমরা আবার ব্লগে মাইনাচ বাটন চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.