নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

হেমলক হয়ে ফুটছ তুমি,আমার গভীর থেকে গভীরে

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০



সে এক ভীষণ বিভীষিকার দিন,
এক তীব্র অগ্নুৎপাতের দিন,
কিন্তু
সবাই আনন্দ, হাসি,আড্ডায় মেতে ছিল।

টিভি চ্যানেলের রিপোর্টাররাও আসেনি লাইভ দেখাতে,
আসেনি ফায়ার ব্রিগেডিয়ার বাহিনীও অগ্নুৎপাত কমাতে।
ওহ! সে দিন ছিল যে এক ঈদের দিন।
আর অগ্নুৎপাত ঘটেছিল আমার হৃদপিন্ডে।

চাপা অভিমানের লাভার ফুটন্ত উৎগীরণ নেমেছিল অক্ষিকোটর বেয়ে।
মেঘে টলমলা আকাশ হতে মায়া বৃষ্টি ঝরেছিল সান্ত্বনার সুরে।
ফিরিয়ে দিয়েছি ওদের,কারণ সান্ত্বনা বড় বিস্বাদ লাগে আমার!

স্বপ্নে দেখেছিলাম,
তোমার ঝুল বারান্দা থেকে এক ঝটকা মায়াবী শীতল বাতাস এসে সবকিছু পালটে দিয়ে যাবে।আর সেই শীতলতায় হৃদপিন্ডটা হবে দক্ষিণ মেরুর এক টুকরো বরফ খন্ড।

স্বপ্নভঙ্গের পর,
তুমি আমার কাছে বিষণ্ণতা,অভিমান আর অশ্রুজলের এক পেয়ালা হেমলক ছাড়া কিছু নও। যা কিনা অহর্নিশি ফুটছে আমার গভীর থেকে গভীরে।

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১০

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ক্লে ডল বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন সুমন দা।

২| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩

শরীফ আজাদ বলেছেন: চমৎকার!

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। :)

৩| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

বিজন রয় বলেছেন: হৃদয়ের আগুনটাই কে হেমলক?

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪

ক্লে ডল বলেছেন: স্যরি বিজন দা, আমি আপনার মন্তব্য ঠিক বুঝতে পারিনি।

৪| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৭

বিজন রয় বলেছেন: সে এক ভীষণ বিভিষিকার দিন, বিভিষীকা হবে।

হৃদয়ের আগুনটাই কে হেমলক? কে এর স্থলে কি হবে।

সম্ভবত এবার বুঝতে পারবেন।

ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ দাদা। বানান ঠিক করে দিয়েছি। :)

না। হৃদয়ের আগুনটা হেমলক না। হেমলক তাই, যা ওই আগুনের উৎপত্তি ঘটিয়েছে।

৫| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫০

বিজন রয় বলেছেন: ঠিক।
ফুল আর ফুলের সৌন্দর্য।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৪

ক্লে ডল বলেছেন: :)

৬| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বপ্নভঙ্গের পর,
তুমি আমার কাছে বিষণ্ণতা,অভিমান আর অশ্রুজলের এক পেয়ালা হেমলক ছাড়া কিছু নও। যা কিনা অহর্নিশি ফুটছে আমার গভীর থেকে গভীরে।

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

৭| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৯

কালনী নদী বলেছেন: বিষন্নতার কবিতা, মানবজাতী বিষণ্ণতার আধার . . .

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭

ক্লে ডল বলেছেন: মানবজাতী বিষণ্ণতার আধার .
মন্দ বলেননি।
ধন্যবাদ কালনী নদী।

৮| ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! চমৎকার কবিতা।

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ক্লে ডল বলেছেন: থ্যাঙ্কু। তামান্না আপু :)

৯| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৭

নাবিক সিনবাদ বলেছেন: সুন্দর, হৃদয় ছুঁয়া কবিতা, অনেক ভালো লাগলো।।

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

ক্লে ডল বলেছেন: হৃদয় ছুঁয়েছে জেনে আমার ও ভালো লাগল। :)

১০| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য কাব্য :)

মন ছূঁয়ে গেল। ++++++++++++++++

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ক্লে ডল বলেছেন: অনন্য!? হেমলকে যে প্রাণনাশ হয়:( ;)

ধন্যবাদ ভৃগু ভাই।:)

১১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কখনো কখনো প্রাণ নাশেই যে আবার প্রাণের অমরত্ব আসে... তাই ভয় কি ;)

আর হৃদয়ের অগ্নুৎপাতের হেমলকতো চির কাংখিত :)

আমিতো জেনে শুনে বিষ করেছি পান- এই বাংলারই আবেগ :)

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:১১

ক্লে ডল বলেছেন: ভয় না করতে বলছেন? আচ্ছা। এখন থেকে জেনে শুনে বিষ বেশি বেশি পান করব। :) ;) =p~

আবারো ধন্যবাদ জানবেন। :)

১২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৬

জুন বলেছেন: আপনার লেখায় এটাই বোধ হয় আমার প্রথম মন্তব্য ক্লে ডল। কবিতায় অনেক ভালোলাগা রইলো।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৩

ক্লে ডল বলেছেন: স্বাগতম জুন আপু।

অনেক অনেক ধন্যবাদ। :)

১৩| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতাটি আসলেই দারুণ হয়েছে। চালিয়ে যান।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। :)

১৪| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:) আমারো ভালো লেগেছে। তবে অতোটা না।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৪

ক্লে ডল বলেছেন: অতটা ভালো লাগেনি তা জানিয়েছেন আমাকে।এইটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। :)

১৫| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লেগেছে ।লিখতে থাকুন কবি শুভ কামনা রইল

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

ক্লে ডল বলেছেন: শুভ কামনা গ্রহণ করিলাম। কিন্তু আমি ভাই কবি টবি কিছু না। :)

১৬| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভাল লাগা রইল সাথে +

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আপু। :)

১৭| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো। দেখে হবে সময়ে সময়ে।

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

ক্লে ডল বলেছেন: :) :)

১৮| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




সম্ভবত এটা আপনার প্রথম কবিতা । উৎরে গেছে । বেশ লেগেছে ।

তবে বিভিষিকার দিন, বিভিষীকা হবে বলেছেন সহব্লগার বিজন রয়। এটাও ঠিক হয়নি মনে হয় । হওয়া উচিৎ বিভীষিকা

শুভেচ্ছান্তে ।

১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫০

ক্লে ডল বলেছেন:
আহমেদ জী এস,

আসলে এটা কবিতা কিনা জানিনা। আবেগের ভারটাকে কিবোর্ডে ঢেলে হালকা করেছি। উৎরে না গেলেও ক্ষতি ছিল না। :)

আর বানানের কথা কি যে বলি! :( উহাতে আমি বরাবরই কাঁচা। ঠিক করে নিচ্ছি।

১৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ২:৩২

জেন রসি বলেছেন: এমন একটা চাপা অভিমান যার খবর কেউ জানেনা। এই বোধটা বেশ স্পষ্ট ভাবেই কবিতায় ফুটে উঠেছে। কবিতা ভালো লেগেছে। :)

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ অনেক অনেক। :)

২০| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:

এক পেয়ালা হেমলক ছাড়া কিছু নও

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫২

ক্লে ডল বলেছেন: :)

২১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরু আর শেষটা দারুণ হয়েছে। + +

০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রেরণা হিসাবে নিলাম।
কৃতজ্ঞতা জানবেন।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.