নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

আরশীবতী

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১১



শান্ত স্রোতের এক নদী,রূপালী জল যেন আয়না।পাড়ের বুড়ো বটের নগ্ন শেকড়টা আমার ময়ূর সিংহাসন।সেদিন বসে ছিলাম প্রিয় জায়গাটায়।
নদীর জলে নিজের ছবি দেখে, এক পৃথিবী বিস্ময় আর গলার কাছে দলা পাকানো কান্না ভর করে!!এ ত পথের ধারে বসা বয়সের ভারে নুয়ে পড়া এক পা হারানো একটা থালার মালিকের থালাতে দশটা টাকা ছুড়ে ফেলতে না পেরে কেএফসি তে গিয়ে চিকেন ফ্রাইয়ে কামড় দেওয়া সেই লোকটা।

ছবি পাল্টায়।মৃদু মৃদু হাসি ভাসে আমার ঠোঁটে।এ ত বসের বিশ্রী, কালোমুখো কুকুর দেখে ভয়ে পাংশু বর্ণ সেই লোকটা।যে কিনা প্রমোশন ছোঁয়ার আশায়, লালা ফেলতে ফেলতে বলেছিল,হেব্বি কিউট এন্ড সুইট ডগ!
একের পর এক ছবি পাল্টাতে থাকে আর আমি নিজেকে চিনে ফেলার ভয়ে চিৎকার করি।আর বলি, না না না না এ আমি নই!!!

নদীর নাম আরশীবতী
যার জলে বিবেক দেখা যায়
প্রতিচ্ছবি দেখি আর কাঁদি
কেঁদে আমি অনুতাপের বৃষ্টি নামাই।

নদীর নাম আরশীবতী
যার জলে বিবেক দেখা যায়
প্রতিচ্ছবি দেখি আর উন্মাদ হাসি,
হেসে হেসে ঘৃণা ঝরাই!!

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: এক পৃথিবী বিশ্ময়............. বিস্ময় হবে।

প্রতিচ্ছবি দেখি আর উদ্মাদ হাসি,........... উন্মাদ হবে।

কবিতার নামকরণ সম্পূর্ণ স্বার্থক।
++++++

বিবেকের অবয়বে পঁচা সমাজের জ্যান্ত প্রতিচ্ছবি।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ বিজন দা ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




ভালো লেখা হয়েছে ।
আয়না তো নিজের প্রতিচ্ছবি দেখায় । উল্টো করে ।
তাই বাইরের মানুষটার উল্টো পিঠের আসল মানুষটাকেই মানুষ দেখতে পায় আয়নায় যা তারই আসল রূপ ।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩০

ক্লে ডল বলেছেন: অন্তরের কুৎসিত অংশগুলোর প্রতিচ্ছবি মাঝে মাঝে নিজের কাছেই ধরা দেয়। যা নিজেই দেখতে চাই না।

৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩১

ক্লে ডল বলেছেন: একে কবিতা বললে কবিদের অপমান হবে যে! :)

ধন্যবাদ।

৪| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০

তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারন :)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

ক্লে ডল বলেছেন: অসাধারণ নয় রে আপু! অতি সাধারণ বৈশিষ্ট্য আমাদের! যা প্রতিনিয়ত করে চলেছি, বিবেক থেকে নিজের চেহারা লুকিয়ে!

৫| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

সাহসী সন্তান বলেছেন: সত্যি বলতে আপনি গদ্য লিখলেন না পদ্য লিখলেন সেইটা আমি বুঝতে পারলাম না! তবে পড়তে ভাল লাগছে সেটা স্বীকার করতেই হয়! পোস্টে ভাল লাগা রইলো!

অফটপিকঃ কোন লাইন লিখে বিরতি চিহ্ন দেওয়ার পরে একটা স্পেস দিলে ভাল হয়! তাহলে লেখাটা দেখতেও ভাল লাগে আর পড়তেও ভাল লাগে!

শুভ কামনা রইলো!

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮

ক্লে ডল বলেছেন: আসলে সাহসী ভাই আমি গদ্য বা পদ্য কিছুই লিখতে চাইনি। শুধু মনের ভাব প্রকাশ করতে চেয়েছি। তাই এসব হয়ে গেছে। গদ্য পদ্য মিলে গলদ্য(গলদ) কিছু একটা হয়েছে। না? :(

পড়তে ভাল লাগছে জেনে ভাল লাগল।

অফটপিকে পরামর্শের জন্য ধন্যবাদ। এখন থেকে মাথায় রাখবো। আচ্ছা এই মন্তব্যে কি জিনিসটা ঠিক করতে পেরেছি?

৬| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

তারেক৭০৭ বলেছেন: আপনার হবে । চেষ্টা চালিয়ে যান ।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬

ক্লে ডল বলেছেন: আচ্ছা।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২

ইমরান আল হাদী বলেছেন: ভাল লিখেছেন, নিজের যত্নে নিজে বেড়ে উঠুন।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

৮| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪

সাহসী সন্তান বলেছেন: গদ্য/পদ্য মিলিয়ে যাই হোক না কেন, সেটা যদি সুখ পাঠ্য হয় তাহলে সেটাই যথেষ্ট! সেদিক থেকে আপনি পুরোপুরি সাক্সেসফুল! আপনার মনের ভাব প্রকাশ করার মাধ্যম এবং তৎসংশ্লিষ্ট উপস্থাপনাটা সব থেকে বেশি ভাল লেগেছে! সুতরাং আপনার পোস্টটা যে কোন মতেই গলদ্য কিংবা গলদ হয় নাই, সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন! ;)

অফটটিকের পরামর্শটা পোস্টের গুণগত মান ঠিক রাখার জন্য দিয়েছিলাম! ঐটা শুধুমাত্র আমার একটা পরামর্শ মাত্র, মানা বা না মানা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার!

ওহঃ আর একটা কথা, আপনার কবিতার একদম শেষ লাইনের শেষ শব্দটা 'ঝরায়' না দিয়ে "ঝরাই" দিলে বেশি ভাল হয়! ঝরায় মানে হইলো অন্যকেউ ঝরাইতেছে, আর ঝরাই মানে হলো আপনি নিজে ঝরাইতেছেন!

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৭

ক্লে ডল বলেছেন: আপনার পরামর্শটা আসলে প্রয়োগ করে বুঝে নিতে চেয়েছিলাম এই আর কি।

অসংখ্য কৃতজ্ঞতা জানবেন। :)

৯| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪১

অশ্রুত প্রহর বলেছেন: এক কথায় বলবো দারুণ । :)

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৬

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন। :)

১০| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১১

জুন বলেছেন: ক্লে ডল আপনি হয়তো সাচ্চা মানুষ বলে আরশীতে নিজের দোষ ত্রুটি বিবেক সব দেখতে পান। অনেকে শুধু নিজের ভালো ছাড়া আর কিছুই দেখতে পায় না।
অনেক ভালোলাগলো আপনার লেখাটি।
+

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৪

ক্লে ডল বলেছেন: আপু, আমার মনে হয় কোন না কোন একটা মুহূর্তে আমরা সবাই ই নিজের দোষ ত্রুটি দেখতে পাই।কিন্তু না দেখার ভান অথবা এড়িয়ে চলি। ঐ যে নিজেকে ভালো ভাবা আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য। যার কারণে সেই সত্যি দেখাটা কেও ভুল মনে হয়।

১১| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: চমৎকার লিখেছেন

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

১২| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬

আলম দীপ্র বলেছেন: গপদ্য ভাল লেগেছে!
ভেতরের অন্ধকার ফুটে উঠতে না পারুক!
শুভকামনা!

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ক্লে ডল বলেছেন: ভিতরের অন্ধকার আলো পাক।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

১৩| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগার কবিতা- অনেক শুভকামনা কবিকে...

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

ক্লে ডল বলেছেন: হা হা হা! আমাকে কবি বললেন? আসল কবিরা ক্ষেপে যেতে পারে আপনার উপর। :):)

১৪| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০০

SwornoLota বলেছেন: চিন্তা, লিখা এবং বর্ণনার কারুকার্যে যথার্থই মুগ্ধ!
অভিবাদন জানাই।

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্যে আমিও মুগ্ধ এবং আপ্লুত হলাম।:):)

১৫| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২

সিগনেচার নসিব বলেছেন: ভাল লাগা জানুন ++++

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৭

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন।

১৬| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১০

জেন রসি বলেছেন: যেখানে দেবতার বাস সেখানে নিশ্চিত করে বলা যায় ইভিলও থাকবে। মানে বৈপরীত্য থাকবেই, যেমনটা আছে আমাদের মাঝে! কবিতার থিমটা ভালো লেগেছে।

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৭

ক্লে ডল বলেছেন: হ্যা বৈপরীত্য। ভিতরের ভালমানুষ এবং খারাপ মানুষ। তাদের দুজনকে মুখোমুখি করেছি এখানে।

কিন্তু এর সাথে গড এবং ইভিলের মিলকরণ মানানসই নয়। :)

থিমটা ভাললেগেছে জেনে ভাল লাগল।

১৭| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩০

ক্লে ডল বলেছেন: :)

১৮| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০১

নীলাঞ্জনানীলা বলেছেন: গদ্য-পদ্যের মিশেলে খুবই সুন্দর পোষ্ট।
লেখাটি মন ছুঁয়ে গেলো।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

ক্লে ডল বলেছেন: আপনার মিষ্টি মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে। :)

১৯| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:৫০

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটি কবিতা লিখেছেন!
নদীর নাম আরশীবতী যার জলে বিবেক দেখা যায় - শুরুটাই কত সুন্দর!
নদীর জল আপন মনের আরশি, সেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায়।
কারুকার্যময় এ কাব্যিকতায় ষষ্ঠ প্লাস + + দিয়ে গেলাম।

০৩ রা জুলাই, ২০২০ রাত ১২:১৬

ক্লে ডল বলেছেন: আপনার আন্তরিকতা আমাকে বরাবরই মুগ্ধ করে!! কৃতজ্ঞতারও সীমা থাকে না।

অসংখ্য ধন্যবাদ জানবেন! :) আশা করি ভাল আছেন?

২০| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৫৪

ঈশ্বরকণা বলেছেন: আপনিসহ পৃথিবীর তাবৎ কবিদের অপমান করা দরকার হয়ে পড়লো (আপনার প্রতিমন্তব্য ৩ অনুসারে ) এই লেখা পড়ে ( প্রিয় গল্পকার তামান্না তাবাস্সুম আমার কথাটা পুরোই বলে দিয়েছেন যে লেখা সম্পর্কে !)!

কিন্তু আমার মন্তব্যের আগে আরেকটা কথা বলে নেই । স্কুলে থাকতে আমি বেগম শামস রাশিদের বিখ্যাত উপন্যাস "উপল উপকূলে" মুগ্ধ হয়ে পড়লাম । উপন্যাসের নাম আমার এটি ভালো লাগলো যে সেই একই নামে আমি একটা গল্পও লিখে ফেললাম সেই মুগ্ধতা মনে মেখে । আমার ভাই সেই গল্প পড়ে বললো, ওর মাথায়ই আসছে না একটা উপন্যাস পড়ে কারো এমন ভালো লাগতে পারে কেমন করে যে সেই নামে আবার একটা গল্পও লেখা যায় ! কবিদের অপমান করা আপনার এই কবিতার নামটা দেখে (পুরো লেখাটাও অবশ্যই পরে) স্কুল বেলার মতো 'আরশিবতী' নামে কেন যেন আমারও একটা গল্প লিখতে ইচ্ছে করছে ! লেখায় আমার উদাসী ভালো লাগা । খায়রুল ভাইয়ের মন্তব্য দেখে আরেকদিন লেখাটা পড়া হলো ।নইলে হয়তো হিরে জহরতের মতো সুন্দর আপনার এই লেখাটা কখনো পড়া হতো না । ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.