নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

থেমিস হওয়ার বাসনা আর নাই

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৩




মূল্যায়নের মূল্য যখন ব্যস্ত ট্রেনে,
তোষামোদের তেল বইতে বইতে আমি যখন তেলবাহী ক্লান্ত গাধা!!
হঠাৎ একদিন ইচ্ছে হল তরবারি হাতে চোখ বাধা থেমিস হবার।
যেমনি “পারবনা আমি আর তেল বইতে” এই বলে
সাইক্লোন ফুঁৎকারে ন্যায়ের মোড়কজাত অন্যায়ের খড়কুটো উড়িয়ে দিতে গিয়েছি,
ওমনি, ঘড়ঘড়ানি কাশি উঠল।
খক্কর খক্!!
গগন বিদারী চিৎকারে যখন দূষিত শাসানী রুখতে চেয়েছি,
তখন আওয়াজ বের হল তার ছেড়া বেহালার।
ঘটাং ঘটর!!
আমার ফুসফুস, কন্ঠ…. আমার সাথেই প্রতারণা করল! কি দুর্যোগ!
আওয়াজ পেয়ে,
মানুষ নামের দু'পেয়ে জন্তুগুলো, কিলবিল করে ধেয়ে এল আমার দিকে।
কেউবা বলল, মোলায়েম করে, “এমনটা ত আশা করিনি তোমার থেকে”,
কেউবা আবার অগ্নিরূপে, “দাঁড়াও! পুড়িয়ে করব ছাই..”
কেউবা কসাইরূপে, “আসছে কুরবানী ঈদে, দেব জবাই!”

বেফাঁস শব্দে আমি এখন কোন ঘাসে মুখ লুকাই!
থেমিস হওয়ার বাসনা আর নাই।
তেলবাহী গাধা আমি, তেল বয়ে বেড়াই !!

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার শব্দে সমাজের বেশিরভাগ মানুষের ভাবস্বভাব উঠে এসেছে।
সুন্দর হয়েছে।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২১

ক্লে ডল বলেছেন: এই ভাব স্বাভাব রক্তে মিশে গেছে!! তাইত ফুসফুস, কন্ঠও প্রতারণা করে।

আপনার মন্তব্যে আপ্লুত হলাম :)

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: বেফাঁস শব্দে আমি এখন কোন ঘাসে মুখ লুকাই!
থেমিস হওয়ার বাসনা আর নাই।
তেলবাহী গাধা আমি, তেল বয়ে বেড়াই !!

ধন্যবাদ সুন্দর কবিতার জন্য । দু:খ্যের কোন
কারণ নেই , এ জগতে অনেকেই
অতি সানন্দেই অন্যের মাখাতেল
গায়ে নিয়ে তেলবাহী হয়ে তেল
বয়ে বেড়াচ্ছেন ।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫২

ক্লে ডল বলেছেন: যথার্থ বলেছেন।

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। :)

৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:০২

যেরিফ বলেছেন: তেলবাহী গাধা আমি, তেল বয়ে বেড়াই !!

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩

ক্লে ডল বলেছেন: কিচ্ছু করার নেই!!

৪| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: থেমিস হবার বাসনা ছাড়লে চলবেনা ভাইয়া!!!!

কবিতা অনেক ভালো লেগেছে।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ক্লে ডল বলেছেন: জবেহ যে বড় ভীতিকর, তাই বাসনা ত্যাগ করেছি।

৫| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১১

সাহসী সন্তান বলেছেন: আপনার কবিতা গুলো কেন জানি দিনকে দিন পরিচিত গন্ডির লেখকদের কাতারে পড়ে যাচ্ছে! বেশ ইন্টারেস্টিং লাগছে!

যাহোক, কবিতা ভাল হইছে! শুভ কামনা জানবেন!

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪১

ক্লে ডল বলেছেন: অনুপ্রেরণা পেলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

কল্লোল পথিক বলেছেন:









চমৎকার কবিতা।
কবিতায়++++++++

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৭| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++

২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

ক্লে ডল বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়ে আমি উচ্ছসিত! :)

৮| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লাগা রেখে গেলাম :)

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০

ক্লে ডল বলেছেন: আপনার অনুপ্রেরণা আমিও তুলে রাখলাম আপু! :)

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: "বেফাঁস শব্দে আমি এখন কোন ঘাসে মুখ লুকাই!
থেমিস হওয়ার বাসনা আর নাই।
তেলবাহী গাধা আমি, তেল বয়ে বেড়াই !!"
- এখন আমাদের সবার অবস্থাই বোধকরি এরকমই।
কবিতার শেষ লাইনটি সেইরকম হয়েছে!
কবিতায় প্লাস + +

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০০

ক্লে ডল বলেছেন: আমরা এই সমাজে খুব স্বার্থান্ধ হয়ে গেছি কেমন! খুব চাই হয়ত অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু যতদিন নিজের সাথে অন্যায়টা হচ্ছে না ততদিন মুখ খুলছি না।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন এতদিনের পুরানো কবিতা পড়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.