নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

সামু তুমি আমার সাথে এমন করতে পার না X((

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৯



গত তিন ঘন্টায় একটা লাইক হয়েছে আমার পোষ্টে। ভাল কথা। কোন ব্যাপার না।কিন্তু গত তিন ঘন্টায় অন্য কোন পোষ্টে একের অধিক লাইক হয়নি এটা ব্লগের এই সুসময়ে প্রায় অগ্রহণযোগ্য কথা। তবু কেন আমার পোস্ট সর্বাধিক লাইকপ্রাপ্ততে ঝুলিয়ে রেখেছ!! X(

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৮

সাহসী সন্তান বলেছেন: তার জন্য আপনার তো খুশি হওয়ার কথা! তাহলে রাগের ইমো কেন? মাথা খুইট্টা মইরা গেলেও তো অনেকে আলোচিততে চান্স পায় না! এই জন্য বোধ হয় কয়, বাঙালিরে কখনো ভাল করতে নেই! ;)

আলোচিত পাতার উপ্রে যেটা ঝুলানো আছে সেটা নিয়া কি আপনার মনে কোন ধরনের সন্দেহ আছে বলে আপনি মনে করেন? জাতি জান্তে চায়! :P

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৩

ক্লে ডল বলেছেন: আলোচিত পাতার উপ্রে কি ঝুলানো আছে?

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।
এই ত?

মডারেশনের যে কোন ভূমিকা নেই এই নিয়া আমার সন্দেহ নাই ঝাতিকে বলিয়া দিলাম । তয় ওই স্বয়ংক্রিয় ব্যাটাকে নিয়ে সন্দেহ আছে!! X( ব্যাপারটা আগেও আমি খেয়াল করেছি বাট কিছু বলি নাই পোষ্টদাতা যদি আবার মাইন্ড খান।
আমার ক্ষেত্রে ঘটল বলেই বলতে পারলুম।

একে ভাল করা বলছেন? আমার কাছে ত অপমান ঠেকিল!!

২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:২২

ডঃ এম এ আলী বলেছেন: ক্লে ডল মনে হয় খুবই আঠালো মটি দিয়ে তৈরী , সহজে ছোটানো যায়না !!!!!!
ভাল লাগল পোস্টটি ।
শুভেচ্ছা জানবেন ।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫১

ক্লে ডল বলেছেন: আল্লাহ মাবুদ ই জানেন আঠালো, পলি,বেলে নাকি দোআঁশ মাটি দিয়ে তৈরি!!

তয় এই পোষ্ট আপনার কি দেখিয়া ভাল লাগিল বুঝিতে আমি অক্ষম!

জানলাম শুভেচ্ছা!

৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৯

শায়মা বলেছেন: আমার মনে হয় সামুর বয়স হয়েছে। রাতে ভালো দেখতে পায় না। চমশা এনে দিতে হবে যেন ঠিকঠাক দেখতে পায় রাতে।:(

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৬

ক্লে ডল বলেছেন: সামু চির যৌবনা!! ওর কম দেখার কথা না, তাই রাতে হোক আর দিনে। আইটি টিম নজর দিলে ঠিক হবে আশা করি।

৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪২

অশ্রুকারিগর বলেছেন: সম্ভবত এই আলোচিত ব্লগ প্রোগ্রামে ফল্ট আছে। আমার একটা পোস্ট আমি ফলো করেছিলাম। আলোচিত ব্লগ আপডেট হওয়ার নিদ্রিষ্ট টাইমফ্রেমে ঐ পোস্টে সবচেয়ে বেশী হিট হয়। কিন্তু আপডেট হওয়ার পরে দেখি সেটা আলোচিত ব্লগে যায়নি। ৩ ঘন্টা পরের আপডেটে আবার এটা সর্বাধিক পঠিত ব্লগে গেছে। আমি শিউর ছিলাম আমার পোস্ট দেওয়ার টাইমফ্রেমে আমারটাই সবচেয়ে বেশী পঠিত ছিল।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০০

ক্লে ডল বলেছেন: প্রোগ্রামে যে ফল্ট আছে সেটা তুলে ধরার জন্যই আমি পোষ্ট খানা দিয়েছি।

৫| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৫

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: সামু আর সামু নেই গো... মামু হয়ে গেছে।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৩

ক্লে ডল বলেছেন: সামু সামুই আছে!! স্বয়ংক্রিয় ব্যাটা মামু হয়ে গেছে!

৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যে বনে বাঘ নেই সেই বনে...
থাক কমুনা পরে মাইন্ড খাইবেন । পোস্টটা পড়ে বিশেষ করে শিরোনাম, খুব মজা পাইলাম! লুল!

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৭

ক্লে ডল বলেছেন: বলেন। মাইন্ড খাবো না।

শিরোনাম পড়ে হাসিতেছেন? দন্তগুলো নিশ্চয় দৃশ্যমান হইয়াছে? প্রথম মন্তব্যের উত্তর পড়ুন। কিছুটা অদৃশ্য হবে আশা করি।

৭| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

গেম চেঞ্জার বলেছেন: ;) ;) কেমন আছেন?

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৬

ক্লে ডল বলেছেন: আবার জিগায়!! X(

দেখতাছেন ত রাগ করিয়া আছি! :D :D

৮| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০২

সাহসী সন্তান বলেছেন: লগ আউট হইছিলাম, আপনার কারণে আবার লগইন হইতে হইলো! আপনার মত আমারও কিছুটা মনে হয় যে, আলোচিত পাতা নিয়া সামুর টেকনিক্যাল কিছু গন্ডগোল আছে! ঐটাতে মডারেশনের কোন হাত নাই, তবে টেকনিক্যাল যে হাত আছে সেটা বেশ অনুন্নত! ঐগুলা ঠিক করা উচিত, নইলে কর্তৃপক্ষ এটা নিয়ে পূর্বের ন্যায় আবারও বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হইবে!

তবে আমি ঐগুলা নিয়া ব্যক্তিগতভাবে খুব কমই ভাবি! পোস্ট করার পরে কে পড়লো না পড়লো, কে লাইক দিলো না দিল কিংবা কে মন্তব্য করলো না করলো সেইটা নিয়া ভাবনা করার টাইম নাই! ভাল লাগলে আসবে, না লাগলে আসবে না!

যাহোক ২ নং মন্তব্য এবং প্রতিউত্তরে বেশ মজা পাইলাম! এই রাত দুপুরে চরম বিনুদন প্রদানের জন্য দু'জনেই উত্তম ঝাঝা সহকারে পিলাচ প্রদান করা হইলো! ;)

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৫

ক্লে ডল বলেছেন: তবে আমি ঐগুলা নিয়া ব্যক্তিগতভাবে খুব কমই ভাবি! পোস্ট করার পরে কে পড়লো না পড়লো, কে লাইক দিলো না দিল কিংবা কে মন্তব্য করলো না করলো সেইটা নিয়া ভাবনা করার টাইম নাই! ভাল লাগলে আসবে, না লাগলে আসবে না!

অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি বোধ হয়। এ প্রসঙ্গে অন্য কোনদিন না হয় কথা হবে সাহসী ভাই।

আসলে এখানে কেন জানি আমারা আত্নসম্মানে লাগল ,কেমন যেন টিচারদের নম্বর গণনায় ভুলের কারণে এ + পেয়ে যাওয়ার মত।

যায় হোক, টেকনিক্যাল টিম বিষয়টা দেখবে আশা করি।

৯| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩০

শূণ্য মাত্রিক বলেছেন: হাসিন হায়দার !!!

নামটা আমি প্রথমে জানতাম না। আমি আমার এক সিনিয়রের রুমে গেছিলাম আমার ওয়েব প্রোজেক্টের ব্যাপারে একটু পরামর্শ নিতে... php না Database কোন একটা কথা প্রসংগে ওনার নামটা উঠে আসে। সিনিয়রের মুখেই শুনি উনি বাংলাদেশের সেরাদের সেরা একজন ওয়েব প্রোগ্রামার। আর তারও অনেক পরে আমি জানতে পারি আমাদের সামহ্যোয়ার ইন ব্লগ উনিই ডেভেলপ করেছেন। শ্রদ্ধাটা আরো বেড়ে যায়।

মাঝে মাঝে কিছু ফল্ট আমার সামনেও পড়ে, কিন্তু এড়িয়ে যায় কিছু জিনিস ভেবে। আমি যখন আমার সেমিস্টারের প্রোজেক্টের জন্য একটা ওয়েকসাইট বানাই তার পরিশ্রমের সাথে যখন এই বিশাল বিশাল বিশাল ব্লগটার কথা চিন্তা করি... এমনিতেই সহানুভূতি চলে আসে। আমি যখন আমার প্রোজেক্ট প্রেজেন্টেশান করি স্যাররাও যথেষ্ট ভুল ধরে ওপেনলি। সরি বলতে হয় নাহলে বলতে হয় স্যার রুমে গিয়ে আপডেট করে নিব :D

যাই হোক, এমন কিছু পেশাগত কারনে ত্রুটিগুলা আমার সয়ে গেছে। আর আমার মন্তব্যটা আপনার পোস্টের সাথে যুৎসই হল কিনা জানিনা, কিছু কথা মনে আসছিল। লিখে ফেললাম। ভালো থাকবেন।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

ক্লে ডল বলেছেন: জানতাম না হাসিন হায়দার সম্পর্কে!! আপনাকে অসংখ্য ধন্যবাদ!


বাংলাদেশের সেরাদের সেরা একজন ওয়েব প্রোগ্রামার সামুর ডেভালপার!! গর্ব হচ্ছে!!

পেশাগত করণে না হলেও আমিও এ ত্রুটি সয়ে নিতাম। পোষ্ট দেওয়ার মূল কারণ কি তা উপরে লিখেছি। :)


১০| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:১৮

অরুনি মায়া অনু বলেছেন: আমি নতুন বলিয়া সামু আমার সাথেও নিষ্ঠুর আচরণ করিল | ৪দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও প্রথম পাতায় আমার লেখা স্থান পাইলনা | এখন আমি কাঁদিয়া কাটিয়া কাহার নিকট নালিশ জানাইব তাহা আপনারাই বলিয়া দিন :((

২০ শে জুলাই, ২০১৬ রাত ২:০৭

ক্লে ডল বলেছেন: আপনি যদি নতুন হয়ে থাকেন তবে পুরানোদের অবস্থা কি ছিল এখানে কিছুটা জানতে পারবেন

অথবা, এই পোষ্টটিও পড়ে আসতে পারেন।
মডারেশন স্ট্যাটাস নতুন কোন ব্লগার রেজিস্ট্রেশন করার পর বলা হয়, এক সাপ্তাহ তাকে পর্যবেক্ষনে রাখা হবে। তারপর তাকে জেনারেল / সেফ করা হবে। কিন্তু এখন পর্যন্ত এক সাপ্তাহ এর মধ্যে কেউ জেনারেল / সেফ হয়েছেন কিনা জানা নেই। তাই আমি এই বিষয়েও একটা সুনির্দিষ্ট নীতিমালা চাই।

যায় হোক কাঁদিয়া কাটিয়া আর কাজ নাই। কষ্ট করিয়া আর ৩ টা দিন ধৈর্যধারণ করুন। :)

১১| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৩

অরুনি মায়া অনু বলেছেন: অভয় দিলেন যখন তখন আর কাঁদিলামনা =p~

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

ক্লে ডল বলেছেন: আপনার কান্না বন্ধ করিতে পারিয়া সুখবোধ করিতেছি! :D

তয় পুরান পাপীর গন্ধ পাইতেছি মনে কয়! ;)

১২| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৮

মিঃ অলিম্পিক বলেছেন: ভাই ভালো আচেন..
হে হে হে পড়ুটা কেন্তু সেইরাম.....

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৫

ক্লে ডল বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি।

১৩| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

কল্লোল পথিক বলেছেন:




পোস্টটা পড়ে খুব মজা পাইলাম!

২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

ক্লে ডল বলেছেন: সে ত ভাল কথা!

১৪| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু তুমি আমার সাথে এমন করতে পার না X((
লিখেছেন ক্লে ডল
সর্বাধিক মন্তব্য প্রাপ্ত :)

এইবার কি ঠিকাছে???????

আমি কিন্তু আরেকটা প্লাস দিসি;)

২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

ক্লে ডল বলেছেন: এইবার ও সম্ভবত ঠিক নেই। :(

১৫| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিটা কিন্তু সেই হইছে সাথে শিরোনাম। :)

২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

ক্লে ডল বলেছেন: পোষ্ট দেওয়ার সময় ছবির সাথে আমার অবস্থা কিন্তু ১০০% মিল ছিল! :)

১৬| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫০

বিসমিকা সরকার বলেছেন: আমিও সামুতে নতুন।
কমেন্ট গুলা মজার।
কিন্তু আমি বেপারটার কিছুই বুঝলাম না।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:০২

ক্লে ডল বলেছেন: ব্লগে স্বাগতম আপু!! !:#P

এখানে ব্লগের একটি টেকনিক্যাল ফল্ট আর আমার অভিমান তুলে ধরা হয়েছে।

ব্লগকে বেশি বেশি সময় দিন।আস্তে ধীরে সব বুঝে যাবেন। :)

১৭| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৮

অশ্রুকারিগর বলেছেন: হাহাহাহা।

ব্লগার অরুনি মায়া অনুর প্রথম কমেন্টের রিপ্লাই দেখে আমি সন্দেহ করতেছিলাম আপনি পুপা!

এখন দেখি আপনার ধারণা অরুনি মায়া অনুও পুপা!

সত্যি মজা পাইলাম অনেক।

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

ক্লে ডল বলেছেন: আপনি যে নিশ্চিত না হয়ে শুধু সন্দেহ করেছেন তা দেখে আমিও মজা পেলাম!!

১৮| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আমি তিন নম্বরটা দিলাম ।

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ক্লে ডল বলেছেন: কি বুঝিলেন, আর কি দেখিয়া লাইক দিলেন তাতো বলিলেন না! X(

১৯| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:১৯

খায়রুল আহসান বলেছেন: এতদিন পরে এই আমি এসে আরেকটা 'লাইক' দিয়ে সংখ্যাটা একটু বাড়িয়ে দিলাম! :) + +
তবে, 'লাইক' কম পড়লেও, মন্তব্যের সংখ্যাটা কিন্তু নেহায়েৎ কম নয়! :)
পোস্টের শিরোনাম এবং ছবিটা কিন্তু দারুণ হয়েছে!

২০| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৬

ক্লে ডল বলেছেন: হা হা হা!! :D

অসংখ্য ধন্যবাদ।

২১| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:



পোষ্টের ছবিটা খুবই পছন্দ হয়েছে
কিউটের ডিব্বা :)

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:২০

ক্লে ডল বলেছেন: অনেক কিউট! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.