নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

তুমি আমি গ্যালারীতে

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০




কখনো কখনো দীর্ঘশ্বাসের বাষ্পগুলো আর বৃষ্টি হয় না,
অভিমানের নুড়ি জমে থাকে দূর্গম কোন বালুচরে।
মায়ার প্রজাপতিরা আর ডানা ঝাপটায় না,
রঙ হারিয়ে চলে যায় স্বেচ্ছা নির্বাসন।

কখনো অশ্রু ঝর্ণা, আর নদী হয়ে নামে না,
হয়ে ওঠে পৃথিবীর নতুন দুর্জ্ঞেয় এক এভারেস্ট।

কখনো নিঃস্ব ভিখারি তুমি,
হয়ে যাও সম্পদশালী মহারাজা।
আর গুল্মলতার মত বলহীন আমি,
হয়ে উঠি সর্বংসহা বটবৃক্ষ।

বিভৎস দূরত্ব যখন মঞ্চে ওঠে,
তুমি আমি গ্যালারীতে মনোযোগী দর্শক!

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। ভাল লাগা রইল অনেক +

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও অনেক ভাল লাগল আপু! :)

২| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা।
শুভ কামনা রইল কবি

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৪

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকুন সবসময়।

৩| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২

মশিউর বেষ্ট বলেছেন: সুন্দর

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

সাহসী সন্তান বলেছেন: কবিতাটা ভাল লেগেছে, তবে এবারের শিরোণামটা মনে ধরলো না! তারপরেও কবিতায় ভাল লাগা!

শুভ কামনা জানবেন!

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:০১

ক্লে ডল বলেছেন: মনে ধরেনি?
শিরোনামে কেউ বিরক্ত না হলেই আমার চলে! :)

আমার প্রায় সব পোষ্টে আপনার আন্তরিক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানবেন সাহসী ভাই!

৫| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:০১

রিফাত বিন আনোয়ার বলেছেন: visit this link and earn the money
http://doneforpay.com/index.php?ref=86083

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

ক্লে ডল বলেছেন: অর্থই অনর্থের মূল! আমার মানি আর্নের দরকার নেই ভাই!! X(

এভাবে প্রসঙ্গহীন লিংক ছড়িয়ে বেড়ানো ব্লগীয় আইন বহির্ভূত। এরকম করতে থাকলে অচিরেই ব্যান খেতে পারেন!

৬| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি কি কবিতাটি কপি করতে পারবো?

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

ক্লে ডল বলেছেন: হ্যাঁ। সিউর!
আমার নামটা দিয়েন।

৭| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার নাম কি ?সেটাই তো জানিনা :( নামটা বলেন।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

ক্লে ডল বলেছেন: নাম ক্লে ডল দিলেই হবে। :)

ভাল থাকবেন। শুভকামনা রইল।

৮| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২০

নীলাঞ্জনানীলা বলেছেন: বাহ! কবিতায় মুগ্ধতা। খুবই ভালো লেগেছে। ++++++

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। :)

ভাল থাকবেন। শুভকামনা রইল।

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: কখনো নিঃস্ব ভিখারি তুমি,
হয়ে যাও সম্পদশালী মহারাজা।
আর গুল্মলতার মত বলহীন আমি,
হয়ে উঠি সর্বংসহা বটবৃক্ষ।

ভাল লাগল সুন্দর এ কবিতাখানি
শুভেচ্রছা ইল

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৭

ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল! :)

ভাল থাকবেন। শুভকামনা রইল।

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। +

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

ক্লে ডল বলেছেন: আপনার মত একজন কবির কাছ থেকে প্লাস পেয়ে ভাল লাগল।

১২| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: "কখনো নিঃস্ব ভিখারি তুমি,
হয়ে যাও সম্পদশালী মহারাজা।
আর গুল্মলতার মত বলহীন আমি,
হয়ে উঠি সর্বংসহা বটবৃক্ষ"
- এ চারটে পংক্তি বেশ ভাল লাগলো।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৮

ক্লে ডল বলেছেন: আমার পুরানো পোস্টগুলো আপনি পড়ছেন! অন্যরকম ভালো লাগে! অশেষ কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানবেন।

১৩| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: আমার পুরানো পোস্টগুলো আপনি পড়ছেন! অন্যরকম ভালো লাগে! - ওহ, সেটাতো আমারও লাগে, যদি কেউ আমার পুরনো কোন পোস্ট পড়ে একটা মন্তব্য রেখে যায়! :)

১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৫

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য পেয়েই এই পুরানো পোস্টে আসা হল। কিছুতেই বিশ্বাস হচ্ছে না চার চারটি বছর আগে এই পোস্ট দিয়েছি। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। সময় এভাবেই বয়ে যায়!

পোস্ট ঘিরে কিছু স্মৃতিও মনের কোণে উকি দিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.