নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

হিসাবের খাতায় শুধুই বাকীর আধিক্য

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১:১০


ভীষণ শীতের গভীর রাতে, গ্রামের রাস্তায় এক পুরুষ গলা ফাটিয়ে গান করতে করতে দ্রুত হেটে গিয়েছিল। সকালে বাবাকে জিজ্ঞেস করে, লোকটার গান করার হেতু জেনেছিলাম। বলেছিলেন” ওভাবে গান করে একাকিত্ব দূর করে, ভয় তাড়ায়।“
আমিও ওরকম এক গভীর রাতে ভেতরের একাকিত্ব গলায় ঢেলে ভাসিয়ে দিতে চেয়েছিলাম গান করে। হায়রে! তাই কি আর করা যায়? ভদ্র নগরে বাস করি যে!
সে রাতে আর গান করা হয়নি আমার। পরে হিসাব মিলাতে বসেছিলাম।
পাওনাদার পেলাম শুধু আজন্ম পরিচিত মা বাবা নামের দুই পার্টনারকে! স্নেহের মাণিক্যে বরাবরই ধনী করার চেষ্টা করেছে আমায়!
মানিয়ে নেওয়ার ছক আঁকতে গিয়ে কখন যে মেনে নেওয়ার ছক এঁকেছি! বুঝতেই পারিনি!! সে ছকে শুধুই দেনাদারের আনাগোনা। নিজের কষ্টের দামে অন্যকে সুখ দিয়েছি। অথচ একি! কেউ মূল্য পরিশোধ করেনি! অভিমানী আমি, তাগাদাও দেইনি কখনো আর।
হঠাৎ দুচোখ থেকে খরস্রোতা কর্ণফুলী নামে! দিশেহারা হয়ে কলম কামড়ে ভাবতে থাকি, এত খারাপ ছাত্রীতো আমি ছিলাম না, তবে হিসাবে কেন এত গড়মিল, ভারসাম্যহীনতা! আমি কি সত্যিই ভুল করেছি? নাকি “দেনাদার সম্পদ হিসাবে গণ্য” সেই সূত্রে সম্পদশালী হয়েছি? কিংকর্তব্যবিমূঢ় আমি মাথা চুলকে ছাদের দিকে তাকায়।

মনে পড়ে যায় সেই মহা হিসাবরক্ষকের কথা। সকলের দেনাপাওনার হিসাব যিনি ব্যালেন্স করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তার কথা।

এলার্ম ঘড়িটা ক্রিং ক্রিং সুরে বেজে ওঠে ভোর ৫টা বেজেছে জানান দিতে। মুনাজাতে, ব্যালেন্সের সুপারিশ পাঠিয়ে দেয় আমি, সেই হিসাবরক্ষকের কাছে।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩১

সাইফুল ইসলাম মাহিন বলেছেন: অসাধারন বলেছেন.. তবে শেষদিনের আগে হিসেব মিলালে সঠিক মান নাও আসতে পারে।।

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

ক্লে ডল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানবেন। :)

২| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে লেখাটা।আমরা যারা পরকালে বিশ্বাস করি তাদের সবকিছুতেই শেষ হিসাবের কথাটা মনে রাখা উচিত।

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

ক্লে ডল বলেছেন: একদম তাই! শেষ হিসাবের কথা ভুলে যায় বলেই আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ি।

৩| ১১ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৪

নাইক্যডিয়া বলেছেন: বাপ্রে বাপ,মন্তব্য কর্তে কত প্যারা?
মিনিমাম ১ঘন্টা লাগে। X( X((

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯

ক্লে ডল বলেছেন: কি আর করবেন! সামুর প্রতি ভালবাসা থাকলে একটু জালাতন সহ্য করতে হবে।

৪| ১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লিখেছেন।

১৩ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৪

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

ভাল থাকুন সব সময়। :)

৫| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সাহসী সন্তান বলেছেন: এই পোস্টটা প্রকাশের পরে আমি দুইবার চেষ্টা করেও মন্তব্য করতে পারি নাই, সামু স্লো থাকার কারণে! আর তখন যে কি বলতে চেয়েছিলাম, সেটা এখন ভুলে গেছি! :(

যাহোক অফটপিকে একটা কথা বলি! আপনার কবিতা গুলো আমার কাছে খুব ভাল লাগে। আশাকরি খুব শীঘ্রোই আপনার কাছ থেকে একটা নতুন সুন্দর কবিতা পাবো!

শুভ কামনা!

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

ক্লে ডল বলেছেন: দুইবার মন্তব্যের চেষ্টা করেছেন জেনে খুব ভাল লাগছে সাহসী ভাই!! কিন্তু কি বলতে চেয়েছিলেন ভুলে গেলেন! :(

আমার কবিতা!? B:-)
"একে ত নাচনার পা, আরো দিলেন বাজনার ঘা" :D
আচ্চা ঠিকাচে! আপনার সম্মানার্থে একখানা কবিতা জাতীয় কিছু পোষ্ট করার চেষ্টা করিব! :)

৬| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

জুন বলেছেন: আপনার লেখাটি পড়ে ওমর খৈয়ামের এই কবিতাটির কথা মনে পড়লো ক্লে ডল।
ঘুটি তো কেউ কয়না কথা
নির্বিচারে নিরুপায়ে
খেলুড়েরই ইচ্ছে মত
ঘুরতে থাকে ডাইনে বায়ে
তোমায় নিয়ে খেলার ছলে
চাল ছেলেছেন আজকে যিনি
তোমার কথা সব জানা তার
সবার কথাই জানেন তিনি।


অনেক ভালোলাগলো
+

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯

ক্লে ডল বলেছেন: মন্তব্যে একের অধিক প্লাস দেওয়া গেলে তাই দিতাম!
অসংখ্য ধন্যবাদ চরণগুলো শেয়ারের জন্য!
যদিও পুরোটুকু বুঝিনি। তবে শেষ লাইন দুটোই আমার এই লেখার এক কথায় প্রকাশ।

৭| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

গোফরান চ.বি বলেছেন: এনাদার নাইস পোস্ট :)

ইউ আর মাই ফেভারিট ব্লগার । আই কপিড সামথিং ফ্রম ইউ :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

ক্লে ডল বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৮| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: অতি চমৎকার! +++++
আপনি তো নির্ভয়ে ব্যালেন্সের সুপারিশ পাঠিয়ে দিয়েছেন সেই মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রকের কাছে। তার পরে নিশ্চয়ই খুব নির্ভার বোধ করেছিলেন।
আমি তো সেটাতেও ভয় পাই। নিজেকে পাওনাদার নয়, দেনাদারই বেশি মনে হয় যে!
জুন উদ্ধৃত ওমর খৈয়ামের কবিতার শেষ চারটে চরণ খুব ভাল লেগেছে। ++

১৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৭

ক্লে ডল বলেছেন: এই পোস্টটি আমার খুব প্রিয় একটি পোস্ট। কারণ । জুন উদ্ধৃত ওমর খৈয়ামের কবিতার চরণ আমারও খুব ভাল ল্গেগেছিল। এবং আমি মাঝে মাঝে নিজেই আওড়ায়।

কৃতজ্ঞতা জানবেন।

৯| ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় বাক্যে শুধু একটি শব্দ- 'কারণ'!
কারণটা কী?

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

ক্লে ডল বলেছেন: দুঃখিত! টাইপো ! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.