নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

কি লিখি, কি লিখি ভেবে ভেবে অবশেষে ছবি ব্লগ

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৭


ভাল না থেকেও ভাল থাকার ভান!! এ এক প্রকার মিথ্যাচার! নিয়তির নির্মম পরিহাস, উপরওয়ালা আমাকে দিয়ে তাই ই করিয়ে নিচ্ছেন!!
মনটা বেশ বিক্ষিপ্ত!! কি করা যায়! কি করা যায় ভাবছি।
এমন সময় চোখ পড়ল টেবিলের উপর রাখা একটা চায়ের মগের উপর। মগটা হাতে নিলাম এবং ছেড়ে দিলাম মেঝেতে। মা ছুটে এসে জিজ্ঞেস করল, কি ভাঙ্গলোরে? অতল মনের গহীনে কি ভাঙ্গছি কি গড়ছি, আমার সরল মনের মা কি আর তাই বুঝতে পারে! মেঝেতে তাকিয়ে বুঝে নিল হাত ফসকে পড়ে গেছে। আমিও বাক্য বিনিময় ব্যতিরেকে ভাল থাকার ভান করিয়া নিজ কাজে মনোনিবেশ করিবার ভঙ্গী করিলাম।
যায় হোক, ভাবিলাম এভাবে মস্তিষ্ক স্থির হবে না। আমাকে কিছু লিখতে হবে।
কি লিখি! কি লিখি!
পেয়েছি! ব্লগ লিখি। কিছু মিছু, হাবি জাবি লিখে অনেক লেখার ভিড়ে গুঁজে দেব ব্লগ পাতায়। মস্তিষ্ক দেখি স্থির হয় কিনা। কিন্তু বিধি বাম! শব্দ ভাণ্ডার যেন একেবারে শূণ্য হইয়া গিয়াছে! X(
অবশেষে ছবি পোষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করিলাম।

আকাশ আর জল ভীষণ প্রিয় আমার! শুনেছি মেয়েরা নাকি জীবনের তিন ভাগের দুই ভাগ সময় আয়নায় মুখ দেখে কাটায়! অর্থাৎ আয়নার দিকে তাকিয়ে। কিন্তু আমি বুঝি আকাশের দিক তাকিয়েই জীবনের বেশি সময় অতিবাহিত করেছি। কখনো আকাশের রূপ দেখে! আবার কখনো সৃষ্টিকর্তার কাছে বিচার চাইতে বা প্রার্থনা পাঠাতে।
আর জল! স্নিগ্ধ শীতল জল দেখলেই বড় ইচ্ছা জাগে সাদা ধবধবে রাজহংসী হয়ে ভেসে বেড়াতে। (শীতের দিন ব্যাতীত :P )

এখন বক বক থামিয়ে ছবি পোষ্ট করি। সম্প্রতি তোলা।










মাঠঘাট, পানিতে থৈথৈ!




কালো মেঘ, ঝুম বৃষ্টির ঠিক পূর্বমুহূর্ত।


নগরীর সন্ধ্যার আকাশ।


পাতার ফাঁকে মেঘ অথবা চাঁদ দেখতে কিন্তু মন্দ না।








শেষ চারটা বন্যা প্লাবিত এলাকার ছবি ।
এলাকাবাসীর চোখে মুখে বেচে থাকার নেশা দেখেছিলাম। ওদের কষ্টের কাছে আমার এই ভাল থাকার ভান করার কষ্ট নিতান্তই বিলাসিতা!! অত কষ্টে থেকেও ওরা কেউ মুখ গোমরা করে নেই। ভীষণ কর্ম চঞ্চল। নিয়তিকে মেনে নিয়ে ভাল থাকার আকাংখাকে আকড়ে দিব্যি দিন কাটাচ্ছে।

যায় হোক, পোষ্টটা লেখা বেশ কাজ দিল মনে হয়। বিক্ষিপ্ত মন এখন শান্ত। ভাল ঘুমও হবে বোধ হয়। :)

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪১

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল ব্লগের ছবি গুলি । মনটা আমারো কিছুটা বিক্ষিপ্ত ছিল । ছবি দেখে মন ভাল হয়ে গেল ।খবরের কাগজে একটি ছবি দেখলাম বগুরার নিবৃত পল্লীতে কোটি টাকার শ্বেত পাথরের বাড়ী , আর দিকে চেয়ে দেখলাম তালের শাখায় বাবুই পাখীর নীড় । বগুরার দামী বাড়ীটিকে উঠিয়ে নিয়ে এসে তালগাছে বাধা বাবুই পাখীর বাসার সাথে ঠেসে সামুর পাতায় দিলাম পোস্টায়ে ।
শুভেচ্ছা রইল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮

ক্লে ডল বলেছেন: আপনার মন ভাল হয়েছে জেনে ভাল লাগল! :)

মানব মন বড়ই বিচিত্র! কিসে বিক্ষিপ্ত কিসে শান্ত, তার নিজের কাছেও বোধ হয় অজ্ঞাত!

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪০

রক্তিম দিগন্ত বলেছেন: আমারও একই অবস্থা। কী লিখবো ভেবে পাইনা। আমিও ভেবেছিলাম ছবি ব্লগ দিব। পরে ভাবলাম, আমার ধারা তো অন্যটা। যত যাই হোক ধারা তো আর বদলাব না। এটাতেই থাকব।

এখন শূন্য পুরাই।

যাই হোক - ছবি ব্লগ ভাল লাগলো। +

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

ক্লে ডল বলেছেন: আপনার কি ধারা আমি জানি না। তবে যদি ইচ্ছা হয় হয় ছবি ব্লগ দিতে আর তাতে ধারার যদি একটু পরিবর্তন হয় ক্ষতি কি? :) দিয়েই ফেলুন না! :)
মনের মর্জি মত কাজ করার মজাই আলাদা!

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৪

আমি মাধবীলতা বলেছেন: দারুণ সব ছবি তো !!! মনটা খুব বাজে ভাবে বিষন্ন...অনেকটাই ভালো হয়ে গেলো মুহূর্তেই !!!

পোস্টে ভালোলাগা !!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

ক্লে ডল বলেছেন: মাধবীলতা আমার প্রিয় একটি ফুল! :)

বিষন্নতাকে গ্যাস বেলুনে ভরে, উড়িয়ে দিন আকাশে!! মহাশূন্যে হারিয়ে যাক!!

পোষ্ট ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৭

মো:সাব্বির হোসাইন বলেছেন: অনেক ভালো লেগেছে ছবিগুলো। মনটা ও ভালো হয়ে গেল।

ধন্যবাদ আপনাকে।
শুভকামনা।


২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০

ক্লে ডল বলেছেন: মন ভাল হয়েছে জেনে আমারও ভাল লাগল!

আপনাকেও ধন্যবাদ। :)

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১

রঙিন মানব বলেছেন: খুব ভাল লাগল ব্লগের ছবি গুলি ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২১

ক্লে ডল বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল। :)

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সাহসী সন্তান বলেছেন: আজকের ব্লগ পাতা দেখি ছবি ব্লগে ভরপুর! ব্যাপারটা বুঝলাম না, তাহলে সবার মনই কি বিক্ষিপ্ত? সে যাহোক, ছবিগুলো সম্ভাবত মোবাইল দিয়ে উঠানো তাই না? তবে সব গুলোই সুন্দর! আমারও মন খারাপ থাকলে ছবি উঠাই, তবে সেগুলো ততটা ভাল না হওয়ায় পোস্ট দিতে কেমন জানি লাগে!

আমার মোবাইলে উঠানো গতকাল সন্ধ্যার একটা চিত্র-


শুভ কামনা ক্লেডল!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

ক্লে ডল বলেছেন: ওয়াও!!! অনেক সুন্দর ছবি সাহসী ভাই!!
এত সুন্দর ছবি যদি ততটা ভাল না হয় তাহলে ভালটা কি শুনি?

হুম ছবিগুলো আমার প্রিয় ট্যাবে তোলা।

অনেক অনেক শুভকামনা জানবেন। :)

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: পানিময় পোস্ট । চমৎকার সব ছবি ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

ক্লে ডল বলেছেন: আমার ব্লগ বাড়িতে বিশিষ্ট কবিকে পেয়ে উচ্ছসিত আমি! :)

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




মেঘে মেঘে ঢাকা আকাশ আর তার পরে দূর দিগন্তের মেঘের ফাঁকে চাঁদ।
ঠিক আপনার মনের ভাবনার সাথে মিলে গেছে চমৎকার ভাবে । বিক্ষিপ্ত মনের শেষে শান্ত হয়ে ওঠা একটি মনের মতোই ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

ক্লে ডল বলেছেন: ছবিতে চাঁদ নেই যে।
তবে আপনি মনে হয় বিষয়টা ধরতে পেরেছেন যে মনের বিক্ষিপ্ত অবস্থা স্থির করার জন্যই এ ছবিগুলো প্রকাশ হয়েছে। :)

অসংখ্য ধন্যবাদ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আপু! আমার ব্লগ বাড়িতে আপনাকে পেয়ে ভাল লাগছে খুব। :)

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

গেম চেঞ্জার বলেছেন: শরৎময়!! ভাল ছবি ব্লগ!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

ক্লে ডল বলেছেন: হুম শরৎময়। :)
ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

বিলিয়ার রহমান বলেছেন: কি মন্তব্য করি!! কি মন্তব্য করি!!
ধুর আজ কোন মন্তব্যই করমু না!!! :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

ক্লে ডল বলেছেন: হা হা হা!!! আপনি বেশ মজার মানুষ ত!!

অনেক অনেক ধন্যবাদ মন্তব্য না করার জন্য। :)

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

শামছুল ইসলাম বলেছেন: আপনার বকবকটা খুব ভাললেগেছে । আশা করি, মাঝে মাঝে এমন বকবকানি আমাদের শেয়ার করবেন ।

অদম্য জীবনী শক্তি বলে একটা কথা আছে । আপনার লেখায় তার প্রমাণ পেলামঃ

//শেষ চারটা বন্যা প্লাবিত এলাকার ছবি ।
এলাকাবাসীর চোখে মুখে বেচে থাকার নেশা দেখেছিলাম। ওদের কষ্টের কাছে আমার এই ভাল থাকার ভান করার কষ্ট নিতান্তই বিলাসিতা!! অত কষ্টে থেকেও ওরা কেউ মুখ গোমরা করে নেই। ভীষণ কর্ম চঞ্চল। নিয়তিকে মেনে নিয়ে ভাল থাকার আকাংখাকে আকড়ে দিব্যি দিন কাটাচ্ছে।//


ভাল থাকুন । সবসময় ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

ক্লে ডল বলেছেন: লেখার প্রসংশা করায় অনুপ্রাণিত হলাম!! সত্যিই কিন্তু ভাই অন্যের কষ্ট খেয়াল করলে নিজেরটা ভোলা যায়।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আকাশগুলো সুন্দর। আকাশের মতো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

ক্লে ডল বলেছেন: আকাশ দেখা বড়ই প্রিয় আমার! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.