নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

বাণী অমৃত (ব্লগারদের যে সমস্ত কথা আমার ভাল লেগেছে)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪


১)মানুষের অনেক সুপ্ত বাসনার একটা হল, "ইশশ!!! আবার যদি শৈশব টা ফিরে পেতাম।"এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

২)একটা দরজা ভেতর থেকে বন্ধ থাকার যে অর্থ, বাইরে থেকে বন্ধ থাকার অর্থ এক নয়।
নান্দনিক নন্দিনী!!

৩)পৃথিবীর সবচেয়ে কঠিনতম ডায়লগ কি জানেন ? 'তুমি ফুলের গন্ধ নিলে আমি ভাতের গন্ধ পাবো !'আবদুর রব শরীফ

৪)জীবন মানে মরে যাওয়ার পরও নামটাকে টিকিয়ে রাখা । মানুষের জন্য কিছু করে যাওয়া।শতদ্রু নীল

৫)মিথ্যের আনন্দ বড়ই দীর্ঘস্থায়ী হাহাকারের! নেয়ামুল নাহিদ

৬)মানুষের জীবন কখনো একইভাবে চলতে থাকে না। জীবনে চলার পথে অনেকগুলো বাঁক রয়েছে। প্রত্যেক বাকে রয়েছে সম্পুর্ন নতুন নতুন চমক। এই বাক গুলোতে পৌছে একটি মানুষ এক রকম মরে গিয়ে সম্পুর্ন নতুন রুপে জন্মগ্রহন করে।ইনজিনিয়ার নাঈমুল হক

৭)দশের উপকার করলে দেশের উপকার হয় আর দেশের উপকার হলে নিজের উপকার হয়। MuntasirTheSailor

৮) যে পৃথিবী অসহায় অবুঝের ক্রন্দন বুঝে না, সে পৃথিবী অশান্তই থাকবে ! গাজী ইলিয়াস

৯) আমরা আসলে জিততে চাই না। আমরা চাই অন্যকে হারিয়ে দিতে। যান্ত্রিক পাগল

১০) জীবন একটা চক্রের মত। সুস্থ চক্র চাইলে আপনাকে শারীরিক, সামাজিক আর মানসিক- সকল সুস্থতার দিকেই সমান মনযোগ দিতে হবে।হালিমা সাদিয়া

১১) জীবনের সেরা সময় আসলে পুরো জীবনটাই। আসিফ বিন হোসেন

১২) A melancholic mind finds its own reflection in nature. খায়রুল আহসান

১৩)বেঁচে থাকা আসলেই দারুণ ব্যাপার। সুলতানা শিরীন সাজি
---------------
ভেবেছিলাম অনেকগুলো বাণী একজায়গায় করে পোষ্ট দেব। হল না! :( পোষ্টটা অনেকদিন থেকে ড্রাফটে ঝুলছে। কেন জানি না আর হল না! সবচেয়ে বদ স্বভাব আমার, কোন কাজ মহা আড়ম্বড়ে শুরু করা, তারপর ভুলে যাওয়া! :(

যায় হোক, এই পোষ্টটা আমি নিজের জন্যই আপডেট করতে থাকব কখনো কখনো, যতদিন সামুতে থাকব । ইনশাল্লাহ।

আর কারো যদি কোন ব্লগারের কথা ভাল লেগে থাকে। লিংক সহ দিয়ে যেতে পারেন।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষাই সম্পদহীনদের সম্পদ, চাঁদগাজী

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি নাগরিককে ফ্রি শিক্ষা দেয়ার মত সম্পদ প্রতিটি জাতির আছে, চাঁদগাজী

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

ক্লে ডল বলেছেন: আপনার প্রোপিক দেখিয়াই আমি ভীত হইয়া পড়িয়াছিলাম! :| যে নাজানি অন্যদের পোষ্টের মত, আপনার মহামূল্যবান মন্তব্য আবার আমার মন খারাপের কারণ না হইয়া বসে!

কিন্তু না। অবশেষে আমার ভূল ভাঙ্গিল। তা ঘটে নাই।

যায় হোক আপনার বাণী অসাধারণ!!

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর পোস্ট।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেকের লিখাতেই অনেক মুল্যবান কথা থাকে যে সব নিয়ে বলতে গেলে মেগা পোস্ট হয়ে যাবে । মুল্যবান কথার লিংক দিয়ে শেষ করা যাবেনা । তবে "বা্ইরে দেখায় মুল্যহীন কিন্তু ভিতরে অমুল্য রতন'' এমন কোন বচন মুল্যবান কথামালার ভুবনে কোন দিন স্থান পাবে কিনা জানিনা ।
ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

ক্লে ডল বলেছেন: হ্যাঁ!! কথা ভুল বলেননি ! মেগা পোষ্ট হয়ে যাবে।

আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

পুলহ বলেছেন: ২ ৩ আর ৭ আলাদা করে ভালো লেগেছে।
ব্যতিক্রমী এবং সাধুবাদ পাবার মতন একটি উদ্যোগ।
চালিয়ে যান। অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইলো আপনার জন্য

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১

ক্লে ডল বলেছেন: ভাল লাগা গুলো আলাদাভাবে জানানোর জন্য ধন্যবাদ।

আপনার উৎসাহমূলক মন্তব্যে সত্যিই দারুণ অনুপ্রাণিত হলাম! :)

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন পোষ্ট !

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


"যে নাজানি অন্যদের পোষ্টের মত, আপনার মহামূল্যবান মন্তব্য আবার আমার মন খারাপের কারণ না হইয়া বসে! "

-আসলে, আমার কমেন্টে কারো মন খারাপ হয়েেছে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ক্লে ডল বলেছেন: হয় বৈ কি! কেউ মন খারাপ করে কেউ রেগে যায়। :)
আপনার মন্তব্যের সমালোচনা করে যত পোষ্ট সামুতে সৃষ্টি হয়েছে অন্য করো জন্য হয়ত হয়নি।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩

রক্তিম দিগন্ত বলেছেন:
বাহ! উদ্যোগ তো বেশ। লেগে থাকেন। পোস্ট পড়েন।

উক্তিগুলো সাধারণত কেউ উক্তি হিসেবে দেয় না। কথা বা লেখার ফাঁকে ফাঁকে চলে আসে।

পোস্ট পড়তে থাকুন। অনেক অনেক উক্তি পাবেন অনেকের লেখা থাকে। এমনকী যার থেকে ভাবেনও না, তার থেকেও পাবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

ক্লে ডল বলেছেন: হ্যাঁ উক্তিগুলো কেউ উক্তি হিসাবে দেয় না। এজন্যই পুরো পোষ্ট পড়া প্রয়োজন।
কমেন্টেও অনেকে সুন্দর কথা বলেন।

উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩২

এ কে এম রেজাউল করিম বলেছেন:

"ক্লে ডল"-এর কাছে অনুরোধ নীচের মন্তব্যটি সংযুক্ত করার জন্য .।.।.।
ইমরান আল হাদী বলেছেন: সেরাদের কাজটি হওয়া উচিত শ্রেষ্ট কিন্তু সেখানেই গলদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

ক্লে ডল বলেছেন: এ কে এম রেজাউ করিম ভাই, অত্যন্ত বিনয় এবং দুঃখের সাথে বলছি আপাতত আপনার দেওয়া উক্তিটি এড করছি না।

কারণ এটি আমার ভাল লাগেনি। :( আর আপনি যদি লিংক দিতেন তবে অনেক বেশি ভাল হত। আমি পুরো পোষ্টটি পড়লে হয়ত ভাল লাগত।
আমি চেয়েছি উক্তির সাথে পোষ্টও পড়তে এবং অন্যকে পড়াতে।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: সবাইকে এক সাথে করার সুন্দর প্রয়াস ভালো লেগেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

ক্লে ডল বলেছেন: এ প্রয়াস অনেকটা নিজের জন্য আপু! :)

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫২

এ কে এম রেজাউল করিম বলেছেন:

৯) আমরা আসলে জিততে চাই না। আমরা চাই অন্যকে হারিয়ে দিতে। যান্ত্রিক পাগল
-এর মন্তব্য আমার খুব ভাল লেগেছে।
খুলনার এক পোলা আমার ৳৫০,০০০ (পঞ্চাশ হাজার (ইউ, এস,) ডলারের ব্যাবসা চুরি করে নিয়া ভেগেছে। তাকে আমি ৩২ বছর আগে থেকে চিনিতাম বন্ধু মানুষ ছিল। ২০ বছর পর হঠাৎ তাঁর সাথে দেখা হলে আমিই তাকে আমাদের কম্পানিতে সংযুক্তিকরনে প্রধান ভূমিকা রেখে ছিলাম।
আঁ ! ! ! আসার এক সপ্তার মধ্যে আমার ৫০ হাজার ডলারের ব্যাবসা চুরি করে ধরা পরার পরে কম্পানি থেকে বরখাস্ত হয়েছে।
অথচাসে এখানে থাকলে হাজার হাজার ডলার ব্যাবসা করতে পারতো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

ক্লে ডল বলেছেন: আসলেই তাই আমরা অন্যদের হারাতে বেশি পছন্দ করি যতটা না নিজে জিততে করি।

আপনি যে ঘটনা বললেন তা ত ভয়ানক রকমের প্রভাব ফেলত আপনার ব্যবসায় যদি চোর(বন্ধু) ধরা না পড়ত!
আসলে এরকম বন্ধুরূপী কালসাপ গুলোকে চেনা বড় দায়!

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার আইডিয়া।চালিয়ে যান :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। :)
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

জাহাজী বলেছেন: পুলকিত হলাম!
আপনার এই অসাধারণ উদ্যোগের সুবাদে আরও ১২টি চমৎকার ব্লগ পড়ার সুযোগ হলো।

আজ একটি লেখা পোস্ট করেছি পড়ে আসার অনুরোধ রইল।
ধন্যবাদ...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

ক্লে ডল বলেছেন: ইংরেজি অক্ষরের নিকের ব্লগে যেতে আগ্রহ পাই না। আপনি না যেতে বললে সুন্দর একটা পোষ্ট পড়া মিস হয়ে যেত!!

আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

সাহসী সন্তান বলেছেন: অত্যন্ত ক্রিয়েটিভি ভাবনা! আপনার ব্লগ শিরোনামটাও কিন্তু চমৎকার! ঐটাও এড করে দিতে পারেন! ;)

শুভ কামনা রইলো!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

ক্লে ডল বলেছেন: হা হা হা!! মন্দ বলেন নাই!! :)

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধারাবাহিকভাবে চালিয়ে যান।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

ক্লে ডল বলেছেন: দেখি চেষ্টা করব।

উৎসাহমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

জনৈক অচম ভুত বলেছেন: ব্যাতিক্রমী পোস্ট।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ক্লে ডল বলেছেন: হতে পারে। ধন্যবাদ।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাণীগুলো কেউ আলাদাভাবে প্রকাশ করে না।হয়ত কোন পোষ্টের কোন কথার পরিপ্রেক্ষিতেই বাণীগুলো চলে আসে।
আপনাকে ধন্যবাদ জানাই,এমন একটা উদ্যোগের জন্য।চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।কারণ,হয়ত অনেক নগণ্য ব্লগার কোন পোষ্টে একটি বাণী রেখে গেছেন,যা আপনার নজর এড়িয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ উৎসাহ প্রদানের জন্য।

চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।কারণ,হয়ত অনেক নগণ্য ব্লগার কোন পোষ্টে একটি বাণী রেখে গেছেন,যা আপনার নজর এড়িয়েছে।
একমত।
সময় পেলেই পোষ্ট পড়ার চেষ্টা করি। সব ত আর পড়া হয় না, চোখ এড়িয়ে যাওয়ায় স্বাভাবিক। যেটা চোখের সামনে আসে এবং ভাল লাগে সেটা ত যুক্ত করব। পোষ্টেই বলেছি। :)

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৬

জাহাজী বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ

না বুঝে ইংরেজি অক্ষরে নিক দিয়েছিলাম। এখন নিজেকেই দেখতে খারাপ লাগে :-( সামু কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি পরিবর্তনের জন্য। দেখি কতদূর কি হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ পুনরায় মন্তব্যের জন্য।

সামুতে এখন বেশি ইংরেজি অক্ষরের নিক দেখি। আপনার সমস্যার দ্রুত সমাধান কামনা করছি।

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর । শেয়ার করার জন্য ধন্যবাদ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়ে যাক সামু বাণী পিডিয়া ;) :)

বেশ ভেবেছেনতো :) ভাল লাগল

+++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ক্লে ডল বলেছেন: বাণী পিডিয়া! কিন্তু আমি যে আইলস্যা! ;)

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।:)

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৬

নতুন বিচারক বলেছেন: মানুষের সহায়তায় বাঁচতে হবে মানুষকে।
লেখা পাগলা আমার কাছে ভালো লেগেছে হয়ত আপনার কাছে নাও লাগতে পারে তবু একবার দেখে আসতে পারেন ব্লগটি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

ক্লে ডল বলেছেন: প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই লিংকটি দেওয়ার জন্য। পড়েছি। দারুন তথ্যবহুল পোষ্ট করেছেন লেখা পাগলা।

উক্তিটি ভাল লাগেনি বলছি না। কেন জানি মনে প্রশ্ন জাগছে নির্বাসনে গিয়েও মানুষ ত বাঁচে। অনেকে এনজয় করে। হয়ত সভ্যতার ছোঁয়া পায় না।
তবে ওনার পোষ্টের সাথে কথাটি দারুন ভাবে প্রাসঙ্গিক।

আবারো ধন্যবাদ আন্তরিক মন্তব্যের জন্য।

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর প্রচেষ্টা । অব্যাহত থাকুক ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

ক্লে ডল বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিনা!!!
কী বলি...... কী বলি.......

ভীষণ ভালো উদ্যোগ, আশা করি দারুন কিছু হতে চলেছে .......
অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমিও আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না!!! :)

উৎসাহ পেলাম অনেক। ধন্যবাদ।

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট । ধন্যবাদ

মানুষের কথা মনে ধরে রাখা খুব কঠিন ব্যাপার
যা আপনি পেরেছেন :)
সাধারণ মানুষের অসাধারণ কথা সব

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ক্লে ডল বলেছেন: যথার্থ বলেছেন আপু!! সাধারণ মানুষের অসাধারণ কথা সব

অসাধারণ কথা গুলো ভাল লাগে,তাই ধরে রাখার চেষ্টা করেছি।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর সংকলন। এখানে আমার একটা কথাও (ইংরেজীতে হলেও) ঠাঁই পেয়েছে দেখে ভীষণ আনন্দিত হ'লাম।
তবে এটা চালিয়ে যাওয়া হবে ধৈর্যের একটা পরীক্ষা। পাঠকের সহযোগিতা একান্ত কাম্য।
সাধুবাদ এমন একটা স্বচ্ছ এবং ইতিবাচক চিন্তার জন্য।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ক্লে ডল বলেছেন: তবে এটা চালিয়ে যাওয়া হবে ধৈর্যের একটা পরীক্ষা। পাঠকের সহযোগিতা একান্ত কাম্য।
সাধুবাদ এমন একটা স্বচ্ছ এবং ইতিবাচক চিন্তার জন্য।


সঠিক বিষয়টি ধরতে পেরেছেন আপনি।

অন্যের পোষ্টে আপনার মন্তব্য দেখতে এবং নিজের পোষ্টে পেতে, উভয়ই ভাল লাগে। দারুণ গুছিয়ে বলতে পারেন আপনি।
শুভকামনা জানবেন।

২৭| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৬

লিযেন বলেছেন: বানী দেখে যায় চেনা

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৭

ক্লে ডল বলেছেন: কাকে চিনলেন ঠিক বুঝলাম না! :(

২৮| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: এই পোস্টটাকে আপনি একটু সময় করে, একটু একটু করে হলেও হালনাগাদ করতে থাকুন। আপনার শ্রমের বদলৌতে আমরাও, অর্থাৎ পাঠকেরাও মাঝে মাঝে কিছু অমৃত বাণী পাঠ করে ধন্য হই!

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৫৩

ক্লে ডল বলেছেন: আগের মত সামুতে সময়ও দিতে পারি না। বাণীও জমে না! :(
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তাগিদ দেওয়ার জন্য।

নতুন একটি পোস্ট দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.