নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য কিছু বইয়ের পিডিএফ লিংক

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

ব্লগে একটি তথ্যবহুল লেখা পেলাম ব্লগার নূর মোহাম্মদ নূরু এর, সৈয়দ শামসুল হককে নিয়ে। তাঁর সংক্ষিপ্ত জীবনী এখান থেকে জানা যাবে - পঞ্চাশের দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হকের ৭৯তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা

বইগুলোর পিডিএফ লিংকঃ
(১) উপন্যাস সমগ্র ০১

(২) উপন্যাস সমগ্র ০২

(৩) উপন্যাস সমগ্র ০৩

(৪) উপন্যাস সমগ্র ০৪

(৫) মার্জিনে মন্তব্য

(৬) নূরলদীনের সারাজীবন

(৭) নিষিদ্ধ লোবান

(৮) পায়ের আওয়াজ পাওয়া যায়

(৯) কবিতা সংকলন এই সাইটে গেলে দশটি কবিতা পাবেন। পিডিএফ ফাইল লোড করা যাবে না।

(১০) খেলারাম খেলে যা

(১১)সৈয়দ শামসুল হক এখানে লেখকের যাবতীয় গল্প উপন্যাসের নাম এবং বেশ কিছু কবিতা রয়েছে।

(১২) এক যুবকের ছায়াপথ

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

তানভীর আকন্দ বলেছেন: ভাল একটা কাজ করছেন সবগুলো একসাথে, অবশ্য যদিও আমার বই এর লিংকই সব। বাঙলা পিডিএফ সাইটেও কিছু থাকার কথা...

http://banglapdf.net/

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
নতুন কিছু যদি আপনার দেওয়া লিংকে থাকে, তবে এড করে দেব।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

তানভীর আকন্দ বলেছেন: ওটাতে সম্ভবত একাউন্ট করতে হয়, তবে ফ্রি। দুটি বই আছে দেখলাম- এক যুবকের ছায়পথ আর দুধের গেলাসে নীল মাছি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

ক্লে ডল বলেছেন: হ্যাঁ। একাউন্ট করতে হবে।

একটা পেলাম। এড করেছি।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আয়োজন । প্রিয়তে নিলাম । সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হক বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ।তার লেখা অত্যন্ত আনন্দ নিয়ে এই লিংক থেকে পড়া যাবে ।তার কিছু লেখা পড়েছি কিছু পড়েনি । আপনাকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়াতে ।+++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

ক্লে ডল বলেছেন: আপনার উচ্ছসিত মন্তব্য পেয়ে আমারও আনন্দ হচ্ছে।

ভাবছি আমারও কয়েকটা বই পড়তে হবে।

শুভকামনা জানবেন।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

সাহসী সন্তান বলেছেন: মোবাইলের ৩২ জিবি মেমরীর প্রায় ৮ জিবিই বিভিন্ন লেখকের পিডিএফ বই দিয়ে সাঁজানো। কিন্তু পড়ার যে সময় পাইতেছি না! তাছাড়া থ্রিলার, ডিটেক্টিভ আর সায়েন্স ফিকশন ছাড়া আর কিছু পড়তেও ইচ্ছা হয় না! :(

তবে আপনাকে অবশ্যই ধন্যবাদ এমন একজন লেখকের বিভিন্ন পিডিএফ বইয়ের লিংক সহকারে পোস্টটা সাজানোর জন্য! যদি কখনো পড়তে ইচ্ছা হয়, তখন না হয় এখান থেকেই ডাউনলোড করে নেবো! তবে উনার রচিত কয়েকটা গান আমার খুবই প্রিয়!

শুভ কামনা ক্লে ডল!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

ক্লে ডল বলেছেন: থ্রিলার, ডিটেক্টিভ আর সায়েন্স ফিকশন ছাড়া আর কিছু পড়তেও ইচ্ছা হয় না! :(

সাহসী সন্তান এর মুখে ত এমন কথা মানায় না। :) সংগ্রহে যেহেতু রয়েছে, সেহেতু সব পড়ে ফেলুন ধীরে ধীরে।

আপনার জন্যও শুভকামনা সাহসী ভাই।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

এডওয়ার্ড মায়া বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
ওয়ারড্রবে নিয়ে রাখলাম :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ওয়ারড্রবে রাখার জন্য। :)

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার পোস্ট

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ জানবেন।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভালো কাজ করেছেন । এরকম একটা পোস্ট খুঁজছিলাম ।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

ক্লে ডল বলেছেন: আপনি এরকম একটা পোষ্ট খুঁজছিলেন জেনে ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.