নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

ফুলে এখন আমার বড্ড অরুচি, একটা উলকা চাই হাতে!!

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫



শান্ত পদ্মদীঘীটা আর ভাল লাগেনা,আমি সাইক্লোন ভালবাসি!
কারণ, কল্পণায় নয় এখন বাস্তবতায় ভাসি।

নীল আকশে আগ্রহ নেই আমার,কারখানার কালো ধোয়ায় নজর রাখি;
কারণ, শুধু নিয়তিতে নয়, এখন কর্মেও বিশ্বাস রাখি।

ফুলে আমার বড্ড অরুচি, একটা উলকা চাই হাতে!
আর অদক্ষ নেই যে, সক্ষম লালাযুক্ত জিহ্বাগুলো পুড়িয়ে দিতে।

বাসন্তী হাওয়া অসহ্য লাগে আমার,গ্রীষ্মের খর রোদ গায়ে মাখি;
অবিচারের দূর্গ ভাঙতে,যুদ্ধেরও স্বাদ চাখি।

নকশী কাথার মাঠে এখন আর হাত চলে না;কাগজ,কলম,তরবারি হাতে রাখি!
আঘাত হজম করা নয়, প্রতিঘাতেরও শক্তি রাখি।

আমার পূর্বসূরি যারা, নিরুপায়ে দিয়ে গেছে প্রাণ সপে;
এখন প্রাণের বদলে প্রাণ নেব সব গুণে, মেপে।
আমি (সুদূর?) ভবিষ্যতের বাঙালী নারী;
এসিড,কাচি,শিন্ন,চাপাতি, এক লাথিতেই গুড়িয়ে দিতে পারি!!

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:

মাইরা সাফ করেন, কচুকাটা করে পিস পিস কইরা দেন। আর ভাল লাগে না।


কবিতা খুব ভাল লেগেছে ক্লে ডল। প্লাস ++

০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫

ক্লে ডল বলেছেন: হিংস্রতাকে কোনদিন কোমলতা বা নীতিকথা দিয়ে দমানো যায় না, চাই কঠোতা!!

বিবেকবানদের কারোরই ভাল লাগার কথা নয় ডানা ভাই।

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২২

কানিজ রিনা বলেছেন: ঘরের শুয়ামী আগে ঠেকান,

০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৪

ক্লে ডল বলেছেন: ভবিষ্যৎ বাঙালি নারীর স্বামীর যদি ঠেকানোর পরিস্থিতি হয় তবে সে বজ্র হয়ে স্বামীর মাথায় পতিত হবে আর নিশ্চল করে দেবে আজীবনের জন্য!

তবে আপা, আমার স্বামীর সাথে এখনো দেখা হয়নি কোনদিন আমার।

আপনার মন্তব্য অসম্পূর্ণ লাগল আমার কাছে।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩

মেহেরুন বলেছেন: কবিতা ভালো লাগলো। ++++

০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভেতরটায় পচন ধরেছে। অগস্ত্যযাত্রা। আবার পশু হচ্ছি। এভাবে শেষটা শুরুর সাথে মিলে যাবে।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৮

ক্লে ডল বলেছেন: হয়ত শেষটা শুরুর সাথে মিলে যাবে অথবা মিলে যাওয়াকে কেউ লাগাম টেনে ধরবে। হতে পারে তারা আমাদেরই উত্তরসূরি!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সাহসী সন্তান বলেছেন: শিরোনাম দেখেই আন্দাজ করছিলাম, সম্ভাবত কবিতাটা আপনার হবে! কবিতার মধ্যে কেবল পুষে রাখা তীব্রো ঘৃনাকেই উগরে দিতে দেখলাম, তাও এতটা ভয়ংকর ভাবে? ভালবাসা নামক শব্দটা বোধ হয় আজ আতংকেরই একটা বিবর্তিত রুপ হয়ে দাঁড়িয়েছে! :(

কেন জানি না আজ পার্মানেন্ট প্রেমিকারও (স্ত্রী) হাত ধরতে লজ্জা লাগে! 'তোমরা সবাই এক একটা নরপশু, জানোয়ারের মত তোমাদের স্বভাব' বলে ঝাড়ি মেরে যদি সে হাত ছাড়িয়ে নেয়!

কবিতা ভাল হইছে মাটির পুতুল! শুভ কামনা!

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৮

ক্লে ডল বলেছেন: ঘৃণা উগরাতে চেষ্টা করেছি। কিন্তু ভেতর থেকে তা কম হয়নি এক বিন্দুও!

হিংস্রতা জাত মেনে হয়না, তা সব মেয়েই বোঝে। হাতেগোনা কিছু কীট হিংস্র হলে তার জন্য পুরুষ জাতিই হিংস্রে হয়ে যেতে পারে না।

আপনার জন্যও শুভকামনা!

৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২

ডঃ এম এ আলী বলেছেন:




ছবিটা মারাত্বক সুন্দর চেয়ে দেখলাম অনেকক্ষন ।
কবিতাও অসাধারণ নিয়ে গেলাম প্রিয়তে । ভ্রমরের ডানার
মত বলতে চাই মাইরা সাফ করেন, কচুকাটা করে পিস পিস কইরা দেন।
মহাকাশ হতে ধরে এনে আরেকটা পাঠালাম এর সাথে
দানবেরা কোন মতেই যেন পালাতে না পারে ।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭

ক্লে ডল বলেছেন: ছবিটা যে আপনি খেয়াল করেছেন এবং আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি লাগছে! কারণ পোষ্ট লিখতে যে সময় ব্যয় করেছি তার চেয়ে বেশি করেছি ছবি নির্বাচনে।

হ্যাঁ! দানবেরা পালাতে পারবেনা। তা ঘটবে আজ,কাল, পরশু, অদূর অথবা সুদূর ভবিষ্যতে!

ছবিটি শেয়ার এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




তেজস্বী কবিতা ।
আসছে শারদীয়া উৎসবের "মহিষাসুরমর্দিনী"র মতো হয়ে উঠুক আমাদের নারীরা ।

ভ্রমরের ডানা র মত তারা যেন মাইরা সাফ করেন, কচুকাটা করে পিস পিস কইরা দেন সব অসুরদের ।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৯

ক্লে ডল বলেছেন: "মহিষাসুরমর্দিনী"র মতো হয়ে উঠুক আমাদের নারীরা।

সেই কামনাই করেছি কবিতায়। কোন একদিন হয়ত তাইই হবে! অশুভদের বিরুদ্ধে আর বিচার চাইতে হবে না, নারী নিজেই দমন করে দিতে পারবে!

মন্তব্যের জন্য দধন্যবাদ, শুভকামনা জানবেন।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
শুভেচ্ছা রইল

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৪

ক্লে ডল বলেছেন: ওয়েলকাম। :)

৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদ্রোহ চারিদিকে ।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬

ক্লে ডল বলেছেন: বিদ্রোহ ছাড়া কি অন্যায় নিঃশেষ করা যায় সাধু!

১০| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৪

পথহারা মানব বলেছেন: কবিতায় ভালো লাগা।
কিন্তু একটু সাবধানে লাথি চালায়েন কারন অনেক সময় কোন দানবের অপরাধের কারনে ভাল মানবদেরও অনেক যন্ত্রনা সহ্য করতে হয়।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯

ক্লে ডল বলেছেন: আচ্ছা।

৫ নম্বর প্রতিউত্তর দেখতে পারেন।

ধন্যবাদ।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০০

ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য থ্যাংকস।

১২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: এত্ত এত্ত ভাল কবিতা কেমনে আসে আপনার মাথায়। ভাল থাকুন সব সময় আর আরও সব ভাল কবিতা আমাদের উপহার দিতে থাকুন

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৮

ক্লে ডল বলেছেন: অন্য কোথাও মন্তব্য করতে গিয়ে এখানে করে বসেননি ত?! 8-|

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আমি (সুদূর?) ভবিষ্যতের বাঙালী নারী;
এসিড,কাচি,শিন্ন,চাপাতি, এক লাথিতেই গুড়িয়ে দিতে পারি!! :)

কবিতায় +

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

শুভকামনা রইল।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৭

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভালো!

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল লাগা জানানোর জন্য।

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬

জুন বলেছেন: ক্লে ডল অনেক কিছুই বলার ইচ্ছে হচ্ছে কিন্ত জীবনের নিরাপত্তার ভয় আমাদের তাড়িয়ে বেড়ায়, কণ্ঠরোধ করে তোলে। আপনার লেখার মতই হতে চাই দশভুজা। মহীশুরের বিখ্যাত চামুন্ডা হিলস যার শীর্ষে হিন্দু পুরান মতে দেবী দুর্গা বধ করেছিল অসুরকে। সেখানে দাড়িয়ে একটা ছবি তুলেছি কিন্ত দুর্গার মত দশ হাতে দশ অস্ত্র নিয়ে অসীম সাহসিনী হতে পারিনি । তার বদলে হাতে নিয়েছি মোবাইল, যাতে নিজের ছবি তোলা যায়।

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ক্লে ডল বলেছেন: মৃত্যু পথযাত্রীরকে পাশে নিয়েও আমরা সেলফি তুলতে পারি। কি মজার তাই না!! :(

চামুণ্ডা হিলসের ছবি পাবো আশা করি আপনার কোন পোষ্টে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.