নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

আশার গান,প্রভুর প্রতি ভরসায়!

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০২




শুনেছি, ঐ সুনীল সমুদ্রের গভীরে নাকি সুখপাথর আছে,
হাতে নিলেই সুখী হওয়া যায়।
তারি খোঁজে আমি দিয়েছি ডুব,
কি আশ্চর্য! বল?
দেখি মৃত ডুবুরীর তালিকায় আমার নাম!

অমাবস্যার রাতে বহুদূর হাটি, এক মুঠো জ্যোৎস্নার খোঁজে।
কিন্তু নিকষ আধারে পথের মাঝেই পথ হারিয়ে ফেলি।
আর সকাল হলে, দিনকানা পেচা হয়ে অন্ধকার ঝোপে মুখ গুঁজে থাকি।

তপ্ত বালুর বুকে পিপাসার্ত আমি যখন জলের নিশানা পেয়ে আনন্দে দিশাহারা!
জানো ত? সবটুকু জল ধু ধু বালির ঝর্ণা হয়ে পড়ে!
বাস্তবতার কাছে আহত স্বপ্নরা প্রশ্ন করে,
“কেন আমাদের খুন করা হয়?”

চাপা কথাগুলো যখন অশান্ত হয়ে ওঠে,
গ্যাস বেলুনে পুরে উড়িয়ে দেয় দূর আকাশে।
অথচ ওড়ে না।বেলুনগুলো পঙ্গু হয়ে আমার গায়েই লেপ্টে থাকে!

সুসময়ের অপেক্ষায় প্রহর গুনে ক্লান্ত হয়ে যখন ঘড়িতে চোখ রাখি,
দেখি তাতে একটাও কাটা নেই।

কিন্তু জানো?
যেই জীবনে একটা ভুলের মাশুল দিতে, পুরো জীবনটায় ব্যয় করতে হয়,
সেই জীবনকে দুমড়ে মুচড়ে একটা শস্যবীজ বানাই,
পুতে দেয় হৃদপিন্ডের আঙিনায়,
নতুন একটা জীবন হবে সেই আশায়,
হে প্রভু, তোমারই ভরসায়!!

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: মন্ত্রমুগ্ধ!!
মানুষ এত ভাল কবিতা কি করে লেখে আমার জানা নেই।

অসাম।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৪

ক্লে ডল বলেছেন: আপনার প্রসংশায় আমি ত আকাশে উঠে গেলাম! 8-|
ধন্যবাদ অশেষ। :)

বিজনদা, আপনাকে আর আগের মত ব্লগে দেখি না। :(

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭

উমায়ের আহমেদ বলেছেন: অনেক আপ্লুত হলাম

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১

ক্লে ডল বলেছেন: মন্তব্যে আমিও আপ্লুত হলাম।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২১

ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত কথামালা। খুব সুন্দর কবিতা প্লাস++

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম!

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৪

পথহারা মানব বলেছেন: অসাধারন কথামালায় অসম্ভব রকমের সুন্দর কবিতা!!!!

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৬

ক্লে ডল বলেছেন: আপনার অসাধারণ অনুপ্রেরণাদায়ক মন্তব্যে আমিও অসম্ভব অনুপ্রাণিত হলাম পথহারা মানব! :)

৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: আমাকে আগের মতো ব্লগে দেখতে না পাওয়ার কারণ মাত্র দুটো।

০১. এখন সময় পাই খুব কম।
০২. যাও একটু সময় পাই, তা সামু এত স্লো যে বিরক্তি লাগে। তাই বেশি কথা বলা হয় না। দুই-চারটি মন্তব্য করতেই ৩০ মিনিট অপেক্ষা করতে হয়, তারপর আর সময় থাকে না, চলে যেতে হয়।

এই জন্যই আমাকে কম দেখা যায়।
আমার আন্তরিকতার অভাব নেই।

ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩২

ক্লে ডল বলেছেন: আসলে যাকে ভালবাসা হয় তার ত্রুটি উপেক্ষা করা যায়। আমরাও সামুকে ভালবাসি তাই এসব ত্রুটি থাকলেও এখানে ফিরে আসি।

আপনার আন্তরিকতার অভাব নেই তা জানি বিজনদা।
ধন্যবাদ সময় স্বল্পতার কথা জানিয়ে যাওয়ার জন্য। :)

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সাহসী সন্তান বলেছেন: নিঃসন্দেহে ব্লগে আজ আমার পড়া সেরা কবিতা এটা! খুব ভাল লেগেছে!

শুভ কামনা জানবেন!

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৮

ক্লে ডল বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম অনেক।

শুভকামনা জানবেন সাহসী ভাই।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৮

রক্তিম দিগন্ত বলেছেন:
+++++++

চমৎকার। সিম্পলি অসাধারণ ভাব প্রকাশ।

আপনার বিরুদ্ধে অভিযোগ - পোস্টে চুপচাপ লাইক দিয়ে যাওয়া কিন্তু ঠিক না। মন্তব্যও করা লাগে মাঝে মধ্যে।

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

ক্লে ডল বলেছেন: কবিতা পাঠ এবং ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ!

আনিত অভিযোগ মাথা পাতিয়া গ্রহণ করিলাম। :|
দিগন্ত ভাই সমস্যা হচ্ছে গিয়ে, অনেক পোষ্ট আছে যেগুলো ভাল লাগে অথচ কিছু বলার খুঁজে পাই না। :((
অনেক সময় আমি যা বলব তা আগেই অনেকে বলে গেছেন। একই কথার রিপিট করতে ইচ্ছা হয়না! #:-S

যাই হোক, ইহা কিছুটা আমার বৈশিষ্ট্যের কারণে হইতে পারে।
ধন্যবাদ অভিযোগ জানিয়ে যাওয়ার জন্য। :)

৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



দোমড়ানো মোচড়ানো একটা শস্যবীজ থেকে কিন্তু একটি বিমর্ষ জীবনেরই অঙ্কুরোদ্গম হবে ।
তবুও প্রভুর উপরে ভরসা রেখেই মানুষ পথে পথে খোঁজে পরশপাথর । তাই তাকে গেয়ে যেতে হয় -----
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি ...

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৮

ক্লে ডল বলেছেন: পথ হারাব বলেই এবার পথে নেমেছি...
সোজা পথের ধাধাঁয় আমি অনেক ধেঁদেছি


মন্তব্যে মুগ্ধ হলাম!

শুভকামনা রইল।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৩

টমাটু খান বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১২

সায়েদা সোহেলী বলেছেন: যেই জীবনে একটা ভুলের মাশুল দিতে, পুরো জীবনটায় ব্যয় করতে ,
সেই জীবনকে দুমড়ে মুচড়ে একটা শস্যবীজ বানাই, 
পুতে দেয় হৃদপিন্ডের আঙিনায়, 
নতুন একটা জীবন হবে সেই আশায়,
হে প্রভু, তোমারই ভরসায়!![/sb

বাস্তবতা জীবনবোধ এ উদ্দিপ্ত লেখা,,, অনেক ভালো লিখেছেন।
আমরা সবাই কিন্তু একেক টা মাটির পুতুল বই আর কিছু নই

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য! আমার ব্লগে আপনাকে পেয়ে ভাল লাগছে!

আমরা সবাই কিন্তু একেক টা মাটির পুতুল বই আর কিছু নই।

ঠিক তাই। কিন্তু উপরে বসে একজন কলকাঠি নাড়েন, আর সেই ইশারায় আমরা নাচি,গাই, চরে বেড়াই!

১২| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৫

জুন বলেছেন:
ঘুটি তো কেউ কয়না কথা
নির্বিচারে নিরুপায়ে
খেলুড়েরই ইচ্ছে মত
ঘুরতে থাকে ডাইনে বায়ে
তোমায় নিয়ে খেলার ছলে
চাল ছেলেছেন আজকে যিনি
তোমার কথা সব জানা তার
সবার কথাই জানেন তিনি।

সায়েদা সোহেলীকে বলা মনতববে আমার ওমর খৈয়ামের উপরের রুবাইটা মনে ভেসে উঠলো মাটির পুতুল । অদভুত ভালোলাগায় মন ভরে গেল আপনার কবিতাখানি পড়ে ।
+

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ক্লে ডল বলেছেন: জুনাপু, খুব ভাল লাগছে এই জেনে যে কিছুটা ভাল লাগা দিতে পেরেছি।

ধন্যবাদ চমৎকার কথাগুলো শেয়ারের জন্য!

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। শুভকামনা অশেষ!

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনবদ্য। +

বাস্তবতার কাছে আহত স্বপ্নরা প্রশ্ন করে,
“কেন আমাদের খুন করা হয়?”

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ক্লে ডল বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। অনেক অনেক ধন্যবাদ।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



শুনেছি, ঐ সুনীল সমুদ্রের গভীরে নাকি সুখপাথর আছে,
হাতে নিলেই সুখী হওয়া যায়।
তারি খোঁজে আমি দিয়েছি ডুব,
কি আশ্চর্য! বল?
দেখি মৃত ডুবুরীর তালিকায় আমার নাম!


তালিকায় নামটি থাকার কথা শুনে হতাশ হয়েছিলাম

হতাশা গেল কেটে শেষ লাইনে এসে যেখানে আছে লিখা

নতুন একটা জীবন হবে সেই আশায়,
হে প্রভু, তোমারই ভরসায়!!


ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ক্লে ডল বলেছেন: হতশার আকূল পাথারে প্রভুর প্রতি ভরসা ই একমাত্র বেচে থাকার ডিঙি।

অনেক অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যে! :)

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর প্রতিমন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। মুল্যবান আশার বাণী শুনালেন, জীবনটাই যেতেছিল নিরাশায় ভরে ।
ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২২

ক্লে ডল বলেছেন: সামুতে বোধহয় একমাত্র আপনিই প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ জানাতে আসেন। বড় অমায়িক লোক আপনি! :)

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: মন্তব্যের প্রতিউত্তরে বিজ্ঞ লিখক সে লিখাটির বিষয়টাকে আরো সুন্দরভাবে তুলে ধরেন, যা থেকে লিখাটির মুল বিষয় সংক্ষেপে জানা হয়। , তাছাড়া ইতিমধ্যে অনেকেই লিখাটির উপরে আরো মুল্যবান মতামত রেখে যান , এ সুযোগে তাও দেখা হয় । যে লিখাটি ভাল লাগে সেটাই মুলত আগ্রহ নিয়ে পাঠ করা হয় । তাই সেই প্রিয় লিখাটির উপর অন্যেরা কি ভাবেন সেটাও দেখা হয়ে যায় এই ফাকে । দেখে একদিকে যেমন নতুন অনেক কিছু জানা যায় তেমনি ভালো ও লাগে । তা্‌ই বিনয় প্রকাশ করার চেয়ে কিছু জানা যা ব্লগে বিচরণ করার মুল লক্ষ্য তা পুরণ হয় , জানার সাথে অনেক লিখায় চমকপ্রদ মন্তব্যের ভাষায় হালকা বিনোদনও কিছু হয় ।
ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য ।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬

ক্লে ডল বলেছেন: অশেষ ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে আপনার কথাগুলো বলে যাওয়ার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা! :)

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.