নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

একজোড়া রূপোর নূপুর বিক্রির পূর্বমুহূর্ত!

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৫



খুব ইচ্ছে করে সার্টিফিকেটের ফাইল নিয়ে আবার ছুটি,
বাবার স্বপ্ন, করে নিয়ে মুঠি!

এই! বেলাল, শিমুল, পার্থ!
দোস্তো, তোরা কেমন আছিস বলত?
খুব ইচ্ছে করে আবার যাই,
সেই খেলার মাঠে, যেখানে আজও মাতিস তোরা আনন্দ আড্ডায়!
মাগো, ওমা! তুমি দু'চোখ ভরা আশা নিয়ে
আজো কি থাকো আমার পথের পানে চেয়ে?

রাসু! মনা আমার! ভাইয়ের জন্য তোর কি মন কাঁদে ?
এখনো কি শালিক ধরিস ফাঁদে?

জানো মায়া? আমার এখনো স্বাদ হয়,
তোমায় নিয়ে মুক্তেশ্বরীর বুকে নৌকো বাই,
তোমার সেই নথ নড়া লাজুক কথার মধু!
আহা! তার পিপাসা আজো আছে, কমেনি একটুকু!

আমার কি দোষ বল?
চাকরীর পরীক্ষাটা দিয়েছিলাম ভাল।
ভাইভা বোর্ডে আটকে দিলেন স্যার
চুপিসারে বললেন, “পারবে কি টাকা দিতে লাখ তিন চার?”

হলনা আমার চাকরী,
আমার চেয়ে কম মার্কস পেয়ে চাকরীটা পেল বারী!
বেশি মার্কস পেয়ে এভাবেই হল না চাকরী কত!
তারাই পেল যাদের মামা,খালু আর ব্যাংক ব্যালেন্স আছে শত,
এ এক নষ্ট শহর! এর প্রতিটি শিরায় কালকূট প্রবাহিত!
বুঝবে না গো তুমি অত!

এখন আমি টিউশানি করে যা দু'পয়সা কামাই,
গাজা, আর ইয়াবাতেই সব চলে যায়।
ওতে না পোষালে দু'একটা করি ছিনতাই।

মায়া,
খুব ইচ্ছে ছিল, এক রাতে থাকবে যখন বউ সেজে,
তোমার আলতা রাঙা পায়ে শিকল দেব,
তাই নূপুর জোড়া কিনেছিলাম খুব বেছে!
হল নাহ! আজকে তাও দিচ্ছি বেচে!

তুমি শুধু রাসুকে বোলো ও যেন আর স্কুল না যায়,
আলো নিয়ে লাভ কি বল? তা যদি আধার না তাড়ায়!

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

আহা রে!! নষ্টনীড়!

কবিতায় ভাল লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানিয়ে অনুপ্রেরণা দানের জন্য! :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৩

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



আলো নিয়ে লাভ কি বল? তা যদি আধার না তাড়ায়!
এই একটি লাইনই ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনবোধ থেকে উঠে আসা একটি মহাকাব্য ।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬

ক্লে ডল বলেছেন: পাঠ এবং মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা জানবেন। :)

৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বর্তমান অবস্থাকে কয়েক লাইনে বন্দী করার কৌশল বিমোহিত করেছে।
সর্বশেষ লাইনটা দিয়ে একটা মহাকাব্য লিখে ফেলাও হয়ত কঠিন কিছু হবে না।
পোষ্টে +

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দ্যা ফয়েজ ভাই, ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য। :)

৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রতুল এক সমস্যাবোধ যা অধিকাংশকেই ঘিরে থাকে। খুব প্রিয় কিছুও অপ্রিয় হতে সময়য় নেয় না। আর ক্ষমতাহীন তো সেই আদিকাল থেকেই অকেজো প্রতিভার ভারে নুয়ে পড়া জেষ্ঠতম বেকুব।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩

ক্লে ডল বলেছেন: পৃথিবীটা চলে যাবে নষ্টদের দখলে আর ঐ প্রতিভার ভারে নুয়ে পড়া মাথাগুলো ঠুকে ঠুকেই মরবে অন্যায়ের প্রস্তরে।

অনেক অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র! :)

৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭

রক্তিম দিগন্ত বলেছেন:
আলো নিয়ে লাভ কি বল? তা যদি আধার না তাড়ায়!


ক্ষোভটা এই বাক্যেই স্পষ্ট।
আমাদের সমাজের আঁধার দূর হবে কিনা জানিনা, তবে অচিরেই যে মানুষ আলোকে আর নিতে চাইবে না - সেটা অনেকটাই নিশ্চিত।

চমৎকার এক গল্পের কাব্য রূপ। ++

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২১

ক্লে ডল বলেছেন: ঐ বাক্যে প্রকাশ হতে পারে ক্ষোভ আবার দীর্ঘশ্বাসও!

অচিরেই যে মানুষ আলোকে আর নিতে চাইবে না - সেটা অনেকটাই নিশ্চিত।
বড়ই হতাশার বিষয়!

ধন্যবাদ অশেষ। শুভকামনা রইল।

৬| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল , ভাল থাকবেন

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল।

৭| ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: বেশ আপন আপন লাগলো কবিতাটি।

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ক্লে ডল বলেছেন: রাসুর ভাইয়ের পরিণতি একটি পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে! :(

অনেক অনেক ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য!

৮| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

পুলহ বলেছেন: গাথাকবিতা। কবিতায় যে গল্পটা বলতে চেয়েছেন- সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে।
শেষ লাইনদু'টা খুবই চমৎকার

মামা,খালু আর ব্যাংক ব্যালেন্স আসে শত... আসে -< আছে??
তার পিপাসা আজো আছে, কমেনি একটুকু!... এখানে প্রথমে মনে করেছিলাম একটুকু-< এতোটুকু হবে, পরে আবার মনে হলো লেখক বোধহয় ইন্টেনশনালি একটুকু শব্দটাই ব্যবহার করেছেন।
শুভকামনা !

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ক্লে ডল বলেছেন: পুলহ,
খুব ভাল লাগে ভুলগুলো ধরিয়ে দেন বলে। আপনি মনোযোগ দিয়ে পোষ্ট পড়েন বোঝা যায়। যা একজন লেখক খুব কামনা করে।

অনেক ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য! :)

৯| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

সাহসী সন্তান বলেছেন: এখন তো মানুষ লেখা-পড়া করে জ্ঞানার্জনের আশায় নয়, বরং সার্টিফিকেট পাওয়ার আশায়! কিন্তু তারপরেও কি নিজের জীবনকে একটু সুন্দরভাবে সাঁজাতে সেই সার্টিফিকেটের আদৌ কোন মূল্য আছে? মনে তো হয় না!

এখন চাকরির ক্ষেত্রে সব থেকে বড় সার্টিফিকেট হল মামু-খালু! আর এটাই বাস্তবতা!

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ক্লে ডল বলেছেন: এখন চাকরির ক্ষেত্রে সব থেকে বড় সার্টিফিকেট হল মামু-খালু!

যথার্থ বলেছেন!

অনেক অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যে! শুভকামনা জানবেন সাহসী ভাই। :)

১০| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় ভাল লাগা!:)

শুভ কামনা!:)

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩২

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সবসময়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.