নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

আমার ভিতর দুইটা পোকা, একটা চালাক, একটা বোকা :D :|

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯



আমার ভিতরের পোকারা মাঝে মাঝে গুনগুন করে, আবার কখনো বনবন করে! কখনো ঝি ঝি আবার কখনো হি হি! প্যান প্যানও করে কখনো সখনো! সেই সব শব্দগুলোকে শিরোনাম দিয়ে ভাষায় প্রকাশ করেছি। :)

(১)অথর্ব
প্রেম ছিল কিন্তু ভালবাসিনি,
সুযোগ ছিল কিন্তু ঘৃণা করিনি,
অশ্রু ছিল তবু কাঁদিনি
ভাষা ছিল কিন্তু কথা বলিনি,
আবেগ ছিল তবু আকাঙ্ক্ষা করিনি,
শুধু যুক্তি ছিল না, তাই ভেঙ্গেও পড়িনি।

(২)বাস্তবতা
এই জীবনে দেখতে হল, কত শত বাস্তবতা!
মায়ের কোলে শিশু কাঁদে, তীব্র শীতেও নেই কাঁথা!
এসির ভিতর নগ্ন পিঠের মেম হাসে, তাকে বলে আধুনিকতা!

(৩) রাণী মা এর দেশ
রাণী মা এর বিরুদ্ধে গেলে,
ডান হাতে ভাত খাওয়ার অপরাধেও মামলা দু,তিনটা মেলে!
কথা যদি বল, হেসে খেলে,
মরবা পচে জেলে!

(৪) ভালবাসা
ভুল উত্তরেও পুরো নম্বর দিয়েছি,
“ভালোবাসো?” এর উত্তরে যেদিন বলেছিলে
“চোখের সীমানায় আজীবন তোমাকে খুঁজি"

(৫) জীবন্মৃত
যদি ডাক্তার আমাকে মৃত ঘোষণা করে,
তবে জেনো এক কোটিবার মৃত্যু আসার পরে
অবেশেষে সে স্বকৃতি পেল।

(৬) আপনি মানুষ নাকি রোবট?
ঐ ইট, কাঠ পাথরের ভবনগুলোতে মানুষ থাকার কথা,
কিন্তু রোবটেরা বসত করে,
মিথ্যে কথার মঞ্চে, মানুষ মানুষ অভিনয় করে!

(৭) বিবেক
নিজের ত্রুটি যায়না ধরা সহজে
তাইত আরশি দেখি মাঝে মাঝে।

(৮) কলঙ্ক কাকে বলে?
যুবতী গিয়েছিল একদিন কলঙ্কের কাছে,
যেদিন সমাজ বলেছিল, পুরুষ তোমাকে না,
তোমার সতীত্বকে চায়।

(৯) পৃথিবীর তীব্রতম মাদক
বেচে থাকার নেশা,
এক জটিল নেশা,
তাইতো জীবনের পেয়ালায়, স্বপ্ন পান করি চুমুকে চুমুকে!

(১০) পাগল
ছেলেটা একদিন খুব কেঁদেছিল, কিন্তু পৃথিবী দেখেনি,
তারপর থেকে হেসেই চলেছে আজো থামেনি।
খুব ইচ্ছে জাগে ওর গলা ফাটিয়ে কাঁদতে,
অশ্রু নেই যে আর, তাই পারে শুধু হাসতে!

(১১) সুন্দরবনের ক্ষোভ
সুন্দরবন হেটে চলে এসেছিল নগরে
বলেছিল, “ডিজিটাল বাংলাদেশের সাথে সেলফি নেব,
ফেসবুকে ঝুলাবো না, পশুরের জলে ভাসিয়ে দেব!”

(১২)রাতজাগা প্রহরের শাস্তি
কাল থেকে রাতজাগা প্রহরগুলো আর মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না
দুইপাতা ঘুমের ঔষধের কার্যকারিতা শুরু হয়েছে।

(১৩) পাপের বোঝা
দিন যায়, আমার বোঝা যায় বাড়ে,
সেই বোঝা কাধে নিয়ে
চরি আমি ভব নদীর পাড়ে!

( ১৪) স্বপ্নভঙ্গ
আশার প্রদীপ জ্বেলে তোমার কাছে গেলাম,
এক ফুঁ তে নিভিয়ে দিলে!
বৈরাগী হয়ে যখন পথে নামলাম,
একতারাটাও ভেঙ্গে দিলে!

(১৫) আত্নার মুক্তি
এ নগরীর ভাজে ভাজে স্বার্থপরতার ঝনঝনানি,
শাসকের চোখ রাঙ্গানি, আর সইতে পারেনি,
আমার আত্না গিয়েছিল গহীন অরণ্যে! ফিরে আসেনি,
নগরীর কালো ধোয়ায় সে বেচে থাকতে চায়নি।

(১৬) একাকিত্ব
একে দুঃখবিলাস বলে?নাকি স্বেচ্ছা বনবাস?
জানি না!
আমার পৃথিবীতে শুধু আমিই থাকি
আর কাউকে নেয় না!

বিঃ দ্রঃ শিরোনামটি ধার করা।

এই অখাদ্য পোষ্টখানার ড্রাফটে বসবাসের বয়স বাড়লে এ আর আলোর মুখ দেখত না। ডিলিট বাটন চেপে আমিই......

মন্তব্য ৬১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: পোস্টখানা মোটেও অখাদ্য নয়।

সকালের সুন্দর রূপখানি এই পোস্টের মাধ্যমেই দেখতে পেলাম।

অসাম!!

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০

ক্লে ডল বলেছেন: আমি যে ধন্য হয়ে গেলাম! :) কারণ সকাল এবং সকালের রূপ আমার কাছে অনেক অর্থ বহন করে!

শুভকামনা জানবেন।:)

২| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭

হাসান মাহবুব বলেছেন: বেশ বৈচিত্র আছে। কয়েকটা ভালো লাগলো।

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৮

ক্লে ডল বলেছেন: অনুপ্রেরণা পেলাম। :)

মানুষের ভাবনায় ত বিচিত্র। একটা মানুষ একদিনে কত প্রকার চিন্তা করে তা হয়ত সে নিজেও গুনে শেষ করতে পারবে না।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০০

রক্তিম দিগন্ত বলেছেন:
প্রচুর কবিতা। মানে পোকাদের জ্বালাতনের সংখ্যা। ছন্দের মেলা। মানে পোকাদের বিভিন্ন আওয়াজের মেলা।

বানান ভুল করেছেন বেশ কয়েকটা। যেমন - বনবন হবে ভনভন। এছাড়াও কঠিন শব্দ ছিল বেশ কয়েকটা। তবে, লেখার ছন্দের সাথে একদম মিশে গেছে সব।

১ - ছিল সবই, কিন্তু অথর্ব তো আমিই - থাকলেই বা তা দিয়ে কী করব?
২ - আধুনিকতা। এটা নিয়ে বে অফ বেঙ্গলের একটা গানও আছে।
৩ - হঠকারিতা। পরাধীনতা।
৪ - অপরিপক্ক আবেগী উত্তর। পরিপক্ক আবেগী মনের তা মেনে নেওয়া, কারণ তা নাহলে অপরিপক্ক আবেগ অন্য কিছুতে পরিণত হতে পারে।
৫ - মৃত্যু স্বীকৃতি পাবেই। একে দমাতে পারবে না কেউ ই।
৬ - সবাই ই মানুষ। কিন্তু আস্তে আস্তে কিছু মানুষ পরিণত হয় রোবটে।
৭ - যত বিবেকই থাকুক - নিজের ত্রুটি কে ধরতে চায়?
৮ - কলঙ্ক মানুষের দেহের সাথে না, কলঙ্ক জড়ায় মানুষের বিশেষত্ব্যের সাথে।
৯ - নেশাগ্রস্ত আমরা স্বপ্ন দেখি প্রতিনিয়ত, এবং নেশার ঘোর কাটতেই হয়ে যাই বিষণ্ণ।
১০ - পৃথিবীতে পাগল না হয়ে থাকলে কে বুঝবে আমি বেঁচে আছি? আমি বেঁচে আছি তা জানানোর জন্য পাগল হতেই হবে আমাকে।
১১ - ক্ষোভের উপহাস।
১২ - অনেক বিস্তৃত অর্থ এর। ঔষুধগুলো মৃত্যু যন্ত্রণাকে সত্যিও করে দিতে পারে বা তাতে স্বাভাবিক স্বত্তার মৃত্যুও ঘটতে পারে।
১৩ - আমরা খালি হাতে জন্মাই। মৃত্যুর আগ পর্যন্ত হাত খালিই থাকে। শুধু বোঝা বাড়তে থাকে আমাদের কাঁধে। ঐ বোঝাই মাটির নিচে নিয়ে চলে আমাদের।


অনেকগুলোর অর্থ বের করার চেষ্টা করলাম। বাকিগুলো আর পারলাম না। যদিও নিজের মত করে করেছি। কতগুলো আপনার সাথে মিলেছে জানিনা।

পোস্টে বিশাল প্লাস+++

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৭

ক্লে ডল বলেছেন: হ্যাঁ! পোকারা প্রচুর জ্বালাতন করে! :)

১- কিছু পারি আর না পারি, কিছু থাকুক আর না থাকুক ভেঙ্গে পড়া যুক্তিহীন।
৫- মানুষ বেচে থেকেও নিজের কাছে হাজার বার মরে, ইচ্ছাদের মৃত্যু মানে অন্তরাত্মার তিলে তিলে ক্ষয়।
৬- আমার মনে হয় সবাই ই রোবট। মাঝে মাঝে মানুষ মানুষ অভিনয় একেবারে নিখুঁতভাবে করি। তখন মানুষ ভেবে ভ্রম হয়।
৭- তিলক, দাগ, ফুসকুড়ি, ব্রণ সব একে একে খুঁজে বের করতে ইচ্ছা হয়। এবং তাতে স্পট আউট ক্রিমও লাগাতে স্বাদ জাগে।
২,৩,৮,৯,১০,১১,১২,১৩ যা ভেবেছেন কিছু বলছি না, পাঠকের চিন্তার স্বাধীনতা রইল।

৪এর অর্থ চমৎকার বের করেছেন।

বাকিগুলো ত কঠিন ছিলনা।

খুব আনন্দ হচ্ছে! আপনি পোকাদের ভনভনানির অর্থ বের করেছেন দেখে!
আপনার মন্তব্যে ভীষণ কৃতজ্ঞতা রইল। :)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬

পথহারা মানব বলেছেন: এই ঝিরি ঝিরি বৃষ্টিময় সকালে
ভালো লাগে একটু ভিন্নতার স্বাদ পেতে
জীবনের খন্ড খন্ড বাস্তব চিত্রগুলো
অন্যরকম ভাবে ফুটে উঠল

ভালো থাকুন মাটির পুতুল


২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫

ক্লে ডল বলেছেন: ভিন্নতার স্বাদ পেয়েছেন জেনে ভাল লাগল।

শুভকামনা জানবেন পথহারা মানব। দুয়া করি পথ পেয়ে যান! :P

৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭

সাহসী সন্তান বলেছেন: ধার করা হলেও কেবল মাত্র ঐ শিরোনামটার জন্যই পোস্টে লাইক দিলাম! আমার কাছে ৮ আর ১২ নাম্বারটাই বেস্ট বলে মনে হয়েছে, বাকি গুলো মোটামুটি! তবে একদম খারাপ হয় নাই! :D

শুভ কামন ক্লে ডল!

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৯

ক্লে ডল বলেছেন: এই শিরোনাম না দিলে ত সাহসী ভাইয়ের লাইক খানা কমিয়া যাইত! :( ধারদাতাকে লাইক পৌঁছায় দেওয়ার চেষ্টা করিব!

মোটামুটি! আবার খারাপ হয় নাই!? কি বুঝিব বুঝিতেছি না! B:-)

৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

জুন বলেছেন: বৈচিত্রময় লেখনীতে অনেক ভালোলাগা ক্লে ডল ।
+

২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

ক্লে ডল বলেছেন: অনেক অনেক অনুপ্রেরণা পেলাম জুনাপু।

শুভকামনা জানবেন। :)

৭| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০

সাহসী সন্তান বলেছেন: ধার করা থেকে মোটামুটি- পর্যন্ত হল, পোস্টের ব্যাপারে বলেছি! আর পরের খারাপ হয় নাই কথাটা বলেছি আপনাকে উৎসাহ প্রদানের জন্য! যাতে আমার মন্তব্য পেয়ে আপনার মন খারাপ না হয়ে যায়!

আর লাইক তো এমনিও দিতাম ওমনিও দিতাম! কারণ সাধারণত আমি কোন পোস্টে মন্তব্য করলে, প্রথমেই লাইক দেওয়ার চিন্তা-ভাবনা করি! তবে কথাটা এইজন্য বলেছিলাম, যাতে আপনি বুঝবেন পাঠকরা কোন ধরনের শিরোনামে আকৃষ্ট হয়ে পোস্ট পড়তে ভালবাসে!

এ বিউটিফুল নেম ইজ গ্রেটার দ্যান এ লট অফ ওয়েলথ্....:)

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ক্লে ডল বলেছেন: মন্তব্য পড়লাম, বুঝলাম এবং উৎসাহ পেলাম। তবে সমালোচনা আমি ইতিবাচক ভাবেই নেই সাহসী ভাই! :)

অনেক অনেক ধন্যবাদ পুনরায় মন্তব্যের জন্য। শুভকামনা রইল।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৪

কানিজ রিনা বলেছেন: আপনার প্রকাশ বোকা আর পোকায় মিলে
খুব ভালই হয়েছে। ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

ক্লে ডল বলেছেন: পাঠ এবং মন্তব্যে আপনাকেও ধন্যবাদ ভাই।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

পোকাদের বৈচিত্র্য নিজের ডানার মতই লাগল। খুব ভাল লেখেছেন। কবিতায় প্লাস +++

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

ক্লে ডল বলেছেন: আপনি প্রোফাইলে ত মৌমাছির ছবি দিয়ে রেখেছেন। ভ্রমর ত কালো হয়! :)

অনেক অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যে।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার দারুণ লেগেছে। বিশেষত নামটা। +

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি। শুভকামনা রইল।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: গুনগুন, বনবন, ঝিঁঝিঁ ...তে

দারুন সব সত্যের অব্যক্ত প্রকাশ

ভাল লাগল :)

++++++++++++++

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ভৃগু ভায়া। শুভকামনা রইল অশেষ!

১২| ২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

অনিন্দ্য অবনী বলেছেন: একরাশ ভালো লাগা রইল

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



অথর্ব, জীবন্মৃত ভালো লেগেছে । আর সুন্দরবনের ক্ষোভ অদূর ভবিষ্যতের কথা বলে গেছে ।

একটু অন্যরকম লেখা ।

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২০

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! কোনটা ভাল লেগেছে আলাদাভাবে বলার জন্য।

অনুপ্রেরণা পাচ্ছি আপনাদের মন্তব্যে।
শুভকামনা রইল। :)

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৭

মার্কো পোলো বলেছেন:
ভাল লাগলো

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৬

অন্তু নীল বলেছেন: একের ভিতর দুই,
তাইতো হাত বাড়িয়ে না ছুঁয়ে
মন বাড়িয়ে ছুঁই।

অনেক অনেক ভালোলাগা রইল।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬

ক্লে ডল বলেছেন: বাহ! সুন্দর কথা।

ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ। :)

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: কিছু ভালো লাগল।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮

ক্লে ডল বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা জানবেন।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: দারুন সব তত্ব কথা হয়েছে লিখা ১৬টি কবিতার স্তবকে । দেখতে ছোট হলেও এটা লিখা বেশ প্রয়াশ সাধ্য অনুভবে ধরে । ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল তব পরে ।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই উৎসাহ জোগায়। অনেক কৃতজ্ঞতা রইল।

শুভকামনা জানবেন।

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: অল্প কথার ভাঁজে গভীর চিন্তা... অনেক সুন্দর :)

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩১

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা জানবেন। :)

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: +++++++

কিছু লেখার ভাষা পেলাম না!

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৫

ক্লে ডল বলেছেন: এ মন্তব্য পেয়ে আনন্দে আমিও ভাষা হারিয়ে ফেলেছি! :D

ভাল থাকবেন।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৩

শরতের ছবি বলেছেন: শিরোনামটার আকর্ষণে আপনার বল্গে প্রথম আসলাম । বেশ কিছু ভাল কথা পড়ে নিলাম । খণ্ড খণ্ড কবিতার আড়ালে নিগুঢ় কিছু সত্য পাওয়া গেছে ।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১

ক্লে ডল বলেছেন: আমার ব্লগে স্বাগতম!

কথাগুলো ভাল লেগেছে জানতে পেরে আমারও ভাল লাগছে। :)

শুভকামনা রইল।

২১| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: দিন যায়, আমার বোঝা যায় বাড়ে,
সেই বোঝা কাধে নিয়ে
চরি আমি ভব নদীর পাড়ে!


............সত্যিই পাপের বোঝা বেড়েই চলছে

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩

ক্লে ডল বলেছেন: তবু আমরা পাপ করে যায়! কারণে অকারণে মিথ্যার জাল বুনি রে ভাই!

কি আর করা! পাপ করছি বুঝতে পারাও অনেক খানি!

ধন্যবাদ। ভাল থাকবেন। :)

২২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার

২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ক্লে ডল বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম।

ভাল থাকবেন।

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

রাতুল_শাহ বলেছেন: শিরোনামটা চমৎকার। আকর্ষণীয়।

২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ রাতুল শাহ।

শুভকামনা রইল।

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৯

অরুনি মায়া অনু বলেছেন: পোকাদের প্যান প্যানানি মন্দ লাগেনি। ১,৫,৬,৭,১৬ বেশি ভাল লেগেছে।

২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগছে যে পোকাদের প্যান প্যানানি আপনার মন্দ লাগেনি জানতে পেরে।

আলাদা করে ভাল লাগা উল্লেখ করায় অনুপ্রেরণা পেলাম।

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সম্পূর্ণ ভিন্নধর্মী -- শিরোণামটা অসাধারণ -- সব মিলিয়ে দারুন হতে দারুন

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৭

ক্লে ডল বলেছেন: সব মিলিয়ে আপনার ভাল লেগেছে জানতে পেরে আমারও ভাল লাগছে।

আপনার মন্তব্য অনেকখানি অনুপ্রেরণা যুগিয়ে গেল! :)

শুভ কামনা রইল।

২৬| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৭

দৃষ্টিসীমানা বলেছেন: উপমার মত করে সব কথাগুল মনে করিয়ে দিলেন । অনেক ভাল লাগা রইল ।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য।

ভাল থাকুন সর্বদা।

২৭| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৮

ইফতেখার আহমেদ রিয়াদ বলেছেন: ভালো লাগলো। অন্যকোন ড্রাফট থাকলে সেগুলোও পড়তে চাই।

৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ অশেষ!

সময় সুযোগ পেলে অবশ্যই পোষ্ট করব!

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভাল থাকবেন।

২৮| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: অখাদ্যটাই খাদ্যর চেয়ে বেশ ভাল

৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ক্লে ডল বলেছেন: অখাদ্যটা চেখে দেখার জন্য ধন্যবাদ।

ভাল থাকুন সর্বদা। :)

২৯| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

আজাদী আকাশ বলেছেন: সুন্দর বন্ধু!!!!

৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

৩০| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

মানবী বলেছেন: সুন্দর সব ভাবনার কাব্যিক প্রকাশ(১২ নং ছাড়া)

আত্মার মুক্তি সবচেয়ে লেগেছে পড়ে, ধন্যবাদ ক্লেডল।

০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কোনটি খারাপ লেগেছে আলাদা করে জানানোর জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা রইল। :)

৩১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

গেম চেঞ্জার বলেছেন: ব্লগের নান্দিনক সৌন্দর্য!!

১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!

আমার পোকাদের ঝি ঝিকে ব্লগের নান্দিনক সৌন্দর্য বলায় ধন্য হলাম! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.