নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

চাপাতি তোমাকে আমন্ত্রণ

০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৬




তুমি এসো স্টেডিয়ামে,
মাশরাফিদের এক জয়ের দিনে।
দেখো, শামীমের সাথে শ্রীকান্ত কিভাবে উল্লাসে মাতে!
আধার গলিয়ে খানিক আলোর ঝিলিক মেখো।

গায়েহলুদের দিনে বালিকার প্রজাপতি ইচ্ছেগুলো গুনতে এসো,
সেদিন কারো স্বপ্ন পুরুষ হতে তোমারও ইচ্ছা হবে, দেখো!

চাপাতি, তুমি এসো, সেই শীউলী তলায়,
যেথায় শ্বেত শিশির জমে থাকে কমলা রঙের বোটায়,
স্নিগ্ধ সুবাসে স্নান করে উঠো!
তারপর থেকে রক্ত স্নান বিভৎস লাগবে, দেখো।

তুমি হেটো একদিন বস্তির রাস্তায়,
যেথায় শীতের রাতে ক্ষীণবস্ত্র শিশুকে মা আঁচলে জড়ায়,
পরম মমতায়।
ভালবাসার স্বাদ মায়ের আচল থেকেই চেখো!

তুমি শুনো একদিন আযানের “হাইয়ালাল ফালাহ” ধ্বনি,
বুঝে নিও, ঘোর অমঙ্গলে হেটেছ কতখানি!

পৃথিবী করে, এক হানাহানি হীন আগামীর আকুতি,
আর মেতো নাকো তুমি রক্ত নেশায়,চাপাতি!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

অরুনি মায়া অনু বলেছেন: বাহ খুব সুন্দর লিখেছেন।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

ক্লে ডল বলেছেন: আমার ব্লগবাড়ীতে স্বাগতম!

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো। এই অনুভূতি যদি সবার মাঝে ছড়িয়ে দেয়া যেতো!

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

ক্লে ডল বলেছেন: চাপাতিরা মানুষ হয়ে উঠুক।
কিন্তু চাপাতি মেকার কামারদের প্রতি শত ধিক এবং ঘৃণা!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০

পুলহ বলেছেন: আলোকিত উজ্জ্বল, সুন্দর কবিতা...
ভালো থাকুন!

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

ক্লে ডল বলেছেন: আলোকিত হোক মনের আধার কোণ!

মন্তব্যে প্রীত হলাম।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!!

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

ক্লে ডল বলেছেন: স্বাগতম!

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে ।

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। ভাল থাকবেন।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫

জুন বলেছেন: আর মেতো নাকো তুমি রক্ত নেশায়,চাপাতি!
মানুষকে নয় , এখন চাপাতিকেই মনুষত্য অর্জনের জন্য অনুরোধ করতে হবে ক্লে ডল । মনে হয় সে শুনতেও পারে আপনার আমাদের এই আহবান। অনেক ভালোলাগা ।
+

১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২০

ক্লে ডল বলেছেন: চাপাতি একটা নিছক জড় পদার্থ। যে মানুষটার মনে এ অস্ত্র লুকিয়ে থাকে তাকেই মূলত আহবান।

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন জুনাপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.