নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

মানবতার সেলফিতে আমার কমেন্ট!

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১২



ক্যাপশনঃ
এ জীবন, মন সবই সপেছি দুস্থের সেবায়!
প্রাণ আমার, আছে যতদিন দিয়ে যাব অসহায়কে সহায়!

কমেন্টঃ

আমিঃএকটি স্থির চিত্র।
দুটি প্রাণী ।
একজনের চোখে সাহায্যের আকুতি, অন্য জনের গর্বের ফুর্তি!
বিবর্ণ বস্ত্রহীনকে বস্ত্রপ্রদান সেলফিটা বেশ বর্ণিল!
প্রসংশা বাণী খুঁজতে আমি দিশেহারা ।
শুধু বলি মারহাবা মারহাবা!!

মানবতাঃ বেশ বেশ! তোমার মত কমেন্টার,
ফলোয়ার, বড় দরকার!!

আমিঃ রিপ্লাইয়ে আমি ধন্য,
বলুন, কি করতে পারি আপনার জন্য?

মানবতাঃ বড় আশ্চর্যবোধ করছি!
এখনো শেয়ার দাওনি দেখছি!!

আমিঃ আহা! ভেবে হই আকুল! কেমনে করলাম এমন ভুল,
এখনই দিচ্ছি!

মানবতাঃ ঠিক আছে! ঠিক আছে!

আমিঃ তা মহাশয় বিলিয়েছেন সেদিন কত?

মানবতাঃ দশ পিস। টাইম আমার অতি ভ্যালুয়াব্যল, জানোইত!

আমিঃ ও ও তাতো বটে!
তবে ট্রাক যে ছিল একটা আপনার সাথে?

মানবতাঃ হা হা! ওটা ছিল আমার চ্যালাব্যালা আর সঙ্গি সাথী ভর্তি,
বস্ত্র ধরেছে স্বল্প সংখ্যায় অতি!

আমিঃ জি হ্যাঁ! নেই তাতে কোন ক্ষতি।
জেনেছেতো দেশ, দেখেছে বিশ্ববাসী,দুস্থের প্রতি আপনার বিরল সহানুভূতি।
সবই সেলফির কুদরতি!
সেলফিনীতির জয় হোক
সেলফিতে ভক্তি, সেলফিতেই মুক্তি,
অশেষ শ্রদ্ধা আপনার প্রতি!

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৯

বিজন রয় বলেছেন: শুভসকাল।
আজকের দিনটা আপনাকে দিয়েই শুরু করলাম।

অশেষ শ্রদ্ধা আপনার প্রতি!


শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

ক্লে ডল বলেছেন: শুভসকাল!

ভাল থাকুন সর্বদা। :)

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

কল্পদ্রুম বলেছেন: পুরো পৃথিবীর চিত্রটাই এরকম।অসহায়কে কতটুকু সহায়তা দিতে পারছি তার চেয়ে আমরা কতটুকু দিচ্ছি তার চিত্রগ্রহণটা ঠিকমত হচ্ছে তাই নিয়ে আমরা বেশি ব্যস্ত।প্রচারের একটা ভালো দিক হয়তো আছে বৈকি,তবে সেটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়াটা এখন ট্রেন্ডের পর্যায়ে পড়ে।মানবিকতার বাণিজ্যিক মূল্য এখন উচ্চ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

ক্লে ডল বলেছেন: সেলফি নিজেকে জাহির করার এক ডিজিটাল ভার্সন।

মানবিকতার বাণিজ্যিক মূল্য এখন উচ্চ।

এসবে চাটুকারিতার মুনাফাও কিন্তু কম নয়!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: শুভ সকাল.,,,
লেখাটা সত্যি অসাধারন, বর্তমান বাস্তবতা!! এমনটাই হচ্ছে এখন; সময়টা এখন সেলফির সেলফিস!
শুভ কামনা রইলো....

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

ক্লে ডল বলেছেন: শুভ সকাল ধ্রুবক আলো।

স্বার্থপরতা এক কথা, কিন্তু মানবতার নাম করে লোক দেখিয়ে স্বার্থ হাসিল সে বড় মর্মান্তিক অন্যায়!

শুভকামনা জানবেন অশেষ।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: মানুষ খুব সেলফিস তাই সেলফি তোলে।

আপনার ওই ছবিতে চরিত্র গুলোর নামকরণ চাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

ক্লে ডল বলেছেন: সেলফি তুলছেন মানবতা আর বাকীদের নাম ভাঙ্গা কপাল!

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্পোরেট প্রতারণার লেটেষ্ট ভার্সন !!!!

মূলত আত্মার সাথেই প্রতারণা! ফানুস অল্প সময় টেকে- সত্য চিরকালীন :)

খুঁচিয়ে সত্যটা এনেছেন তাই +++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫

ক্লে ডল বলেছেন: কর্পোরেট প্রতারণার লেটেষ্ট ভার্সন !!!!

যথার্থ বলেছেন।

অনেক অনেক ধন্যবাদ + এর জন্য।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

আনিসা নাসরীন বলেছেন: নতুন বাণিজ্য এটা।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৭

ক্লে ডল বলেছেন: তা আর বলতে।

ভাল থাকুন নিরন্তর।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: ভিন্ন রকম লেখা, ভালো লিখেছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪৮

ক্লে ডল বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা জানবেন।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

সাহসী সন্তান বলেছেন: মনে হল যেন মানবতার পোস্ট মর্টেম করেছেন? উপস্থানার নতুনত্বটা ভাল লাগলো! সম্ভাবত এমন উপস্থাপায় আপনার আরো একটা লেখা পড়েছি! আজ উৎসাহ দেওয়ার জন্য নয়, ভাল লাগা থেকে লাইকটা দিলাম! :)

শুভ কামনা ক্লে ডল!

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫২

ক্লে ডল বলেছেন: লাইক পেয়ে ধন্য হলাম। :)

শুভকামনা রইল অশেষ।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: মানবতা এভাবেই হচ্ছে বেচাবিক্রি আজকাল । আপনার উপস্থাপণ ভঙ্গী চমৎকার ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

ক্লে ডল বলেছেন: মানবতার বেচা বিক্রিতে লাভ কিন্তু কম নয়!

উপস্থাপন ভঙ্গীতে ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪

নিয়াম বলেছেন: বর্তমানে প্রচারটাকেই প্রাধান্য দেয়া হয়। সম্ভবত প্রচারের জন্যই অনেকে টুকটাক দান করে থাকেন। যারা সত্যিকারে দুস্থের কল্যাণার্থে দান করেন তাঁরা হয়তো প্রচারে বিব্রতবোধ করেন। ছন্দে ছন্দে চমৎকার প্রকাশ। শুভকামনা রইল

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫

ক্লে ডল বলেছেন: যথার্থ বলেছেন! মন থেকে যারা দান করেন তারা প্রচারের অপেক্ষায় থাকেন না।

আপনার জন্য শুভকামনা রইল অশেষ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: ফেসবুকীয় প্রসারতার কল্যানে সেলফির সেলফিশনেস এখন তুঙ্গে । ভেলকিবাজির বেসাতিতে আধুনিক আরেকটি মাত্রা যোগ হয়েছে আরকি!
উপস্থাপনা অভিনব ।
শুভ কামনা রইল

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

ক্লে ডল বলেছেন: একমত। সত্যিই সেলফির সেলফিশনেস এখন তুঙ্গে! আর চাটুকারিতা করে ফলোয়াররা লাভবান।

অনেক অনেক ধন্যবাদ ফাতিমা জান্নাত। ভাল থাকবেন। :)

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

আলোরিকা বলেছেন: প্রচারেই প্রসার ! পোস্টের উপস্থাপনা ও বিষয়বস্তু ভাল লেগেছে । ভাল থাকুন । শুভ কামনা :)

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

ক্লে ডল বলেছেন: পোষ্টের উপস্থাপনা আপনার কাছে ভাল লাগেছে জেনে আমারও ভাল লাগছে। অনেকে অনেক ধন্যবাদ আলোরিকা!

শুভকামনা নিরন্তর। :)

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

হাসান মাহবুব বলেছেন: ক্রিয়েটিভ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

ক্লে ডল বলেছেন: উৎসাহ পেলাম।

শুভকামনা জানবেন। :)

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



চলতি হাওয়ায় দূষনে বেড়ে ওঠা মানবিক চরিত্রের বায়োস্কোপীয় সেলফি .....................

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০

ক্লে ডল বলেছেন: কথাটি পছন্দ হল বেশ।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: একটু অন্যরম । বেশ ভাল লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

ক্লে ডল বলেছেন: অন্যরকম লেগেছে জানতে পেরে আমারও ভাল লেগেছে।

ভাল থাকবেন মোস্তফা সোহেল।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানবতার মা মরে গেছে।


০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২১

ক্লে ডল বলেছেন: ছবিটা দেখে হাসব না কাঁদব বুঝতেছি না!!

সবকিছুই কেমন যেন লোক দেখানো হয়ে গেছে।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: জি হ্যাঁ! নেই তাতে কোন ক্ষতি।
জেনেছেতো দেশ, দেখেছে বিশ্ববাসী,দুস্থের প্রতি আপনার বিরল সহানুভূতি।
সবই সেলফির কুদরতি!
সেলফিনীতির জয় হোক
সেলফিতে ভক্তি, সেলফিতেই মুক্তি,
অশেষ শ্রদ্ধা আপনার প্রতি!
-- কবিতার ব্যঙ্গ উপভোগ্য হয়েছে। কবিতায় সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন ঘটেছে।
কল্পদ্রুম, বিদ্রোহী ভৃগু, ফাতিমা জান্নাত এবং আহমেদ জী এস এর মন্তব্য ভাল লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম এই জেনে যে কবিতায় সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন ঘটেছে।

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

শুভকামনা জানবেন অশেষ।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

গোফরান চ.বি বলেছেন: অসাম।
ভালোলাগা।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকুন গোফরান চ বি।

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মানবিকতার বাণিজ্যিক মূল্য এখন উচ্চ।

অসাধারণ বলেছেন। লিখার মর্মার্থ অসাধারণ।
পরিবর্তন কি আসবেনা?

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

ক্লে ডল বলেছেন: হ্যা পরিবর্তন আসবে।আমরা চাইলেই পরিবর্তন আনতে পারি।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভ কামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.