নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

জানতে না বুঝি চাঁদের আলোয় লাল গোলাপ,কালো দেখায়?

১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭




দুচোখে যখন আমার ভীষণ মরুময়তা, শুষ্ক সাহারা;
তখন তুমি এলে।
একাকিত্বের কাচে ঘেরা তুলাযন্ত্রের কাঁটাতে জীবনের ভর যখন শূণ্য,
তখন তুমি এলে।
দীর্ঘ জড়তার শীত শেষে এক বসন্ত রাতে
তুমি এলে।

স্বপ্নিল জোছনা এসে ভর করল আমার সাজানো বাগানে,আমার দু'চোখে!

হাত বাড়িয়ে একটা গোলাপ দিলে!
মূহুর্তেই আমার দৃষ্টি স্থির হল,
বয়ে গেল উত্তর মেরুর শীতলতা,
পরক্ষণেই ওটা ছুড়ে দিলাম অদৃশ্যে!

জানতে না বুঝি চাঁদের আলোয় লাল গোলাপ,কালো দেখায়?
আর তা শত্রুতার প্রতীক?

উদভ্রান্তের মত আমি ছুটলাম হাসনাহেনার কাছে,
প্রার্থনার ভঙ্গিতে হাত পাতলাম,
শ্বেত শুভ্রতায় হাত ধোবো বলে!

তুমি কেন আমায় ফেরালে না?
একবারও বললে না, ও লালগোলাপ,এ বর্ণবিভ্রম?
ধূসর আমাকে দেখলে, অথচ বিষ প্রবাহ বুঝলে না!

বুকে হাত রেখে বলনা!!
হাসনাহেনার ঝোপে সাপ থাকে তুমি জানতে?
নাকি জানতে না?

বছরান্তে আমার সমাধিতে ফুল দিতে যখন তোমার হাত কাঁপে
হাসি আমি, ভীষণ হাসি!
তুমি বুঝতে পার? নাকি পার না?

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার নামটি খুব সুন্দর। আর কবিতাও অনেক ভাল লেগেছে। আমিও জানতাম না চাঁদের আলোয় লাল গোলাপ কাল দেখায়

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

ক্লে ডল বলেছেন: হা হা হা! সত্য হল আমিও জানতাম না চাঁদের আলোয় লাল গোলাপ কাল দেখায়। জানার পরই এই লেখা মাথায় আসে।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১

গেম চেঞ্জার বলেছেন: খুব রহস্যময় ব্যাপার! প্রেমিকার পছন্দকে মর্যাদা দিতে গিয়ে আত্মবিসর্জন!!

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

ক্লে ডল বলেছেন: রহস্যময় ত কিছুটা বটে। :)

তবে আমি সম্ভবত মূলভাব বোঝাতে ব্যর্থ হয়েছি।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ভিষন মর্মার্থক, হৃদয়ে বিধে গেলো!
এরকম আত্মবিসর্জন.,,, লেখাটা খুব ভালো লাগলো.,,,

শুভ কামনা

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০০

ক্লে ডল বলেছেন: লেখাটা আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।

শুভকামনা নিরন্তর।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

কানিজ ফাতেমা বলেছেন: জানতে না বুঝি চাঁদের আলোয় লাল গোলাপ,কালো দেখায়?---- জেনেশুনেও কেউ কেউ বিষ পান করে । কবিতায় মুগ্ধতা ।
শুভ কামনা রইল ।


১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭

ক্লে ডল বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।

শুভকামনা জানবেন অশেষ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

সুমন কর বলেছেন: ভালো লিখছেন।

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




বেশ লিখেছেন তো !
ভালোবাসার সর্পঘাত ?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য।

বর্ণবিভ্রম। তারপর দূর্ঘটনা। এইই।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

কল্পদ্রুম বলেছেন: বর্ণবিভ্রমে পড়ে যেচে সাপের কামড় খেলেন নিজে।অথচ সে ফেরালো না কেন সেই আক্ষেপ করছেন!

কবিতা ভালো লেগেছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগল, কারণ কবিতার মূল বক্তব্যটি অল্প কথায় বলে দিয়েছেন!

আক্ষেপ নয় অভিযোগ বলা যায়। কারণ মানুষ অন্যকে অভিযুক্ত/দোষী ভেবে শান্তি পায়। :)

কবিতা আপনার নিকট ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

সাহসী সন্তান বলেছেন: আমার না বলা কথাটা কল্পদ্রুমই বলে দিয়েছেন! আমার খালি একটাই কথা মনে হচ্ছে- 'সময়ের ভালবাসা অসময়ে কেন বাসো?'

কবিতা ভাল হইছে! শুভ কামনা ক্লে ডল!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

ক্লে ডল বলেছেন: প্রকৃতির কাছে অসময় বলতে কিছু নেই। একটা মানুষের যখন যেটা পাওয়ার সময় তখনই সে সেটা পায়। কখনো ভালবাসা বা কখনো ঘৃণা।

ধন্যবাদ অশেষ। ভাল থাকবেন সাহসী ভাই। :)

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

গোফরান চ.বি বলেছেন: উদভ্রান্তের মত আমি ছুটলাম হাসনাহেনার কাছে,
প্রার্থনার ভঙ্গিতে হাত পাতলাম,
শ্বেত শুভ্রতায় হাত ধোবো বলে!

তুমি কেন আমায় ফেরালে না?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ গোফরান চ.বি।

শুভকামনা নিরন্তর। :)

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

বাংলার ডিলান বলেছেন: অসাধারণ।ভালো লাগল।অনুসরণ করলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

অনুসরণ করেছেন জেনে ভাল লাগল।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
দুঃখ, কষ্ট নিপাত যাক .....

সুন্দর লিখেছেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

ক্লে ডল বলেছেন: হ্যাঁ তাই যাক।

ধন্যবাদ শাহরিয়ার কবীর।

শুভকামনা নিরন্তর।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা অসাধারণ হয়েছে।এর কথামালা,গঠন শৈলী
ছন্দ ও ভাবের উঠানামা সকলি্ই অপুর্ব ,ভাল লাগার
হাতছানি কবিতাটির সর্বত্র।সবচেয় যা ভাবালো বেশী
তা হলো রাতে চাদের অালোয় লাল গোলাপকে কেন
কাল দেখায়। এর জ্ঞানিক ব্যাখা বিশ্লেষনও অনেক
আছে তবে সবচেয়ে ভাল লাগল লাল গোলাপকে রাতে
কাল দেখার জন্য Purkinje effect যাকে অনেক সময়
Purkinje shift অথবা dark adaptation হিসাবে
অভিহিত করা হয়।বেশ ঘেটে ঘুটে জানতে হয়েছে এটা।
অনেক ধন্যবাদ এই কবিতা পাঠে জানার এই আগ্রহটা
সৃজনে সহায়তা করার জন্য । নীচে Purkinje effect এ
মাধ্যমে রাতে চাঁদের আলোয় লাল গোলাপকে কাল দেখা
যাওয়ার একটি ছবি দেয়া হল । হাসনা হেনাফুলগাছে রাতে
সবুজ রংগের সাপ আসে আমি নীজে চাক্ষুষ দেখেছি ।

Purkinje effect

Simulated appearance of a red geranium
and foliage in normal bright-light (photopic) vision,
dusk (mesopic) vision, and night (scotopic) vision

শুভেচ্ছা রইল

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

ক্লে ডল বলেছেন: সকালবেলা আপনার চমৎকার মন্তব্যটি পেয়ে দিনের শুরুটা দারুণ হল!!
"বর্ণবিভ্রম" শব্দটি ব্যবহারের আগে আমিও কিছুটা ঘাটাঘাটি করেছি, চাঁদের আলোয় যে লাল রং কালো দেখায় এর মূল কারণ কি। যদিও শব্দটির কাব্যিক ব্যাখ্যা আমার কাছে রয়েছে। তবু বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা আমি খুঁজেছি। আপনার মন্তব্যে উল্লেখিত Purkinje effect সম্পর্কে বিস্তারিত পড়ে খুব ভাল লাগল যে শব্দটি একেবারেই ভূল হুয়নি।
আমার শুধু জানা ছিল চাঁদের আলোতে লাল গোলাপ সকল বর্ণের আলো শোষণ করতে পারে। ফলে এটি কালো দেখায়।
খুব ভাল লাগল এ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।


হাসনা হেনা ফুলগাছে রাতে
সবুজ রংয়ের সাপ আসে আমি নীজে চাক্ষুষ দেখেছি ।

ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ারের জন্য!
আমাদের ফুল বাগানে দশ এগারো বছর ধরে দুটো হাসনা হেনা গাছ আছে। কিন্তু কোনদিন সাপ দেখিনি। ঝোপ অবশ্য পরিষ্কার রাখা হয় এই সাপের ভয়েই। শুনেছি যে এর কাছে সাপ আসার কারণ এর মাতাল করা ঘ্রাণ। এবং হাসনা হেনার ঘ্রাণ শুধু এর ফুল থেকে নয় গাছের গোড়া থেকেও নির্গত হয়।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার মূল অভিব্যক্তি ছাড়াও দুটো নতুন তথ্য জেনে সমৃদ্ধ হ'লামঃ
১। চাঁদের আলোয় মানুষের চোখে বর্ণবিভ্রম ঘটে এবং এর ফলে লাল রং কালো দেখায়।
২। হাসনা হেনার ঘ্রাণ শুধু এর ফুল থেকে নয় গাছের গোড়া থেকেও নির্গত হয়।
ডঃ এম এ আলী তথ্য সম্ভার ঘেটে যেসব উপাত্ত এখানে উপস্থাপন করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।
কবিতা ভাল লেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

ক্লে ডল বলেছেন: ১। চাঁদের আলোয় মানুষের চোখে বর্ণবিভ্রম ঘটে এবং এর ফলে লাল রং কালো দেখায়।

শুধু চাঁদের আলোয় নয়, আমরা অন্য আলোতেও ওলট পালট দেখতে পারি। যেমন, লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায়।

আর এগুলো ঘটার মূল কারণ আলোর তরঙ্গদৈর্ঘ্য।

আপনার সাথে আমিও আবার ধন্যবাদ জানাই ডঃ এম এ আলীকে Purkinje effect সম্পর্কে আমাদের জানানোর জন্য!

কবিতা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল!! ভাল লাগা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে!

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

আলোরিকা বলেছেন: অন্তর্নিহিত তাৎপর্য: কালোও লাল হতে পারে আর শুভ্রতার মাঝে কালসাপ :)

কবিতা ভাল লেগেছে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আলোরিকা। সুন্দর অনুধাবন!!

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা রইল অশেষ।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: রূপক রংয়রে মতো মানুষের কাছেও বিভ্রমে জীবনাবসান শংকা রয়েই যায়!....;)

ভুল রংয়ে আহত কতজনকে দেখেছি জীবন্মৃত!

আমার সমাধিতে ফুল দিতে যখন তোমার হাত কাঁপে
হাসি আমি, ভীষণ হাসি!
তুমি বুঝতে পার? নাকি পার না? পড়তে পড়তে -অদ্ভুত কারণে আমিও হেসে উঠলাম কেন? ;)

ভাললাগা একরাশ :)

++++++

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

ক্লে ডল বলেছেন: আপনিও হেসেছেন!?? যখন লিখেছিলাম তখন আমিও হেসেছিলাম!! :)
কেন হেসেছিলাম তা নিজেও জানি না। হা হা হা!! আপনিও হয়ত সেই ব্যাখ্যাহীন অদ্ভুত কারণেই হেসেছেন!

ভাললাগা জানানোয় অনুপ্রাণিত হলাম।

শুভকামনা নিরন্তর। :)

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

জুন বলেছেন: আমরাও ছোটবেলায় জানতাম হাসনাহেনার সুগন্ধে মাতাল হয়ে সাপ আসে । তাই রাত বিরাতে সেই সুগন্ধী ঝাড়কে ভয়ে ভয়ে এড়িয়ে চলতাম ক্লে ডল । পরে বড় হয়ে জেনেছি সাপের শ্রবন ক্ষমতা ও ঘ্রান নেয়ার কোন ব্যাবস্থা নেই ।
কবিতা ভালো হয়েছে ।
+

২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

ক্লে ডল বলেছেন: আমরা ত এখনো হাসনাহেনার ঝোপ এড়িয়ে চলি। সাপের শ্রবন ক্ষমতা ও ঘ্রান নেয়ার কোন ব্যাবস্থা নেই জানা ছিল না।

অনেক অনেক ধন্যবাদ জুনাপু ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য। :)

আপনার জন্য শুভকামনা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.