নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি মানুষের অবচেতন মন ঈশ্বরের উপর নির্ভর করে চলে

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮



স্বপ্নেরা কখনো বিবাগী হয় না। বুকের ভিতরেই শক্তপোক্ত ভীত করে বাড়ী বানিয়ে, বংশ পরম্পরায় বসবাস করতে থাকে। হয়ত কোন স্বপ্ন আহত হয়,ল্যাংড়া হয়,অন্ধ হয়,জটিল রোগাক্রান্ত হয়, কোনটা সংশয়ের উপত্যকায় ঘুরে বেড়ায়, আবার কোন স্বপ্ন বেঁচে থাকার যুদ্ধে হেরে গিয়ে অকালেই মারা যায়।কোনটা জীবিত থাকে সুস্থভাবে বছরের পর বছর। শেষ নিঃশ্বাসের পূর্বমুহূর্ত অবধি।

স্বপ্নের শক্তিও কিছু কম নয়। একটা দিনের নিয়তি যদি হয় নির্জলা উপবাস। কোরমা পোলাওয়ের স্বপ্নে রাতটা দিব্যি কাটিয়ে দেওয়া যায়।

মানুষ বেঁচে থাকলে আশা জাগেই। স্বপ্ন দেখতেই হয়। রঙিন স্বপ্ন। কারণ স্বপ্নের রঙ কখনো সাদাকালো হয় না।
আমি যখন ৯-১০ এ পড়ি।“ সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা,আশা তার একমাত্র ভেলা” এই বাক্যটার ভাব-সম্প্রসারণ পরীক্ষায় খুব আসত। আমিও খাতায় মুখস্ত লিখে আসতাম। নাম্বারও পেতাম ভালো। তখন শুধু সম্প্রসারণই করে গেছি। ভাব বুঝিনি। এখন হয়ত বাক্যটার ভাব বুঝি। কিছুটা উপলব্ধি করতে পারি।

আমি স্বপ্নের পিছনে ছুটি।স্বপ্নকে সাফল্যের ফ্রেমে বন্দী করতে চাই। কোনটা বন্দী হয়। কোনটা পালিয়ে যায়। বুকের পাঁজরে একের পর এক নতুন স্বপ্নের পদধ্বনি শুনি। স্বপ্নের পিছনে আমি ছুটতে পারি, শ্রম দিতে পারি। সফলতাকে ধরার আগ মূহুর্তপর্যন্ত, ধরতে পারব কি,পারব না সেই অনিশ্চয়তাটুকু টপকাতে পারি না শুধু। জগতের কেউই পারেনা। সে অনিশ্চয়তার নিয়ন্ত্রণ যে অন্য কারো হাতে। আমি জানি। বুঝি। সে নিয়ন্ত্রণ আমার হাতে নেই। তবু স্বপ্ন দেখি। বেখায়ালী মনেই অনিশ্চয়তার বুকে জাল ফেলি। অবচেতনই কি সেই অনিশ্চয়তাকে যিনি নিয়ন্ত্রণ করেন তাঁর উপর নির্ভর করি আমি?

স্বপ্নের শেকড়ে তুমি রয়েছ প্রভু, আমি জানতে ত পারিনি
হতাশার গল্পে মগ্ন পাঠক হয়েছি, ভরসার কবিতা ত পড়িনি!

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি স্বপ্নের পিছনে ছুটি।স্বপ্নকে সাফল্যের ফ্রেমে বন্দী করতে চাই। কোনটা বন্দী হয়। কোনটা পালিয়ে যায়। বুকের পাঁজরে একের পর এক নতুন স্বপ্নের পদধ্বনি শুনি। স্বপ্নের পিছনে আমি ছুটতে পারি, শ্রম দিতে পারি। সফলতাকে ধরার আগ মূহুর্তপর্যন্ত, ধরতে পারব কি,পারব না সেই অনিশ্চয়তাটুকু টপকাতে পারি না শুধু।


আপনার স্বপ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল চরিত্র " কুবের মাঝি" এর মত সফল হউক- এটাই কামনা করি।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ সত্যের ছায়া। ভাল থাকুন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর বলেছেন!!!

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

ক্লে ডল বলেছেন: জানতে পেরে ভাল লাগল যে আমার ভাবনা আপনার ভাল লেগেছে। :)

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
“ সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা,আশা তার একমাত্র ভেলা” B-) =p~

ফজলুর রহমান বাবু একটা গানের কথা মনে পড়ে গেলে,
সংসার আমার ভাল্লাগেনা! সংসার ভাল লাগে না! সংসার হইল বিষের কলসি! আমি হব দিওয়ানা! ঘুইরা বেড়াই পথে ঘাটে! বাউলের একতারা হাতে! মায়ার জ্বালে কেউ পইর না! মায়ার জ্বালে পইর না! সংসার হইল মায়ার খেলা! আমি হইলাম দিওয়ানা! অচেনা সব মানুষ হাটে! কেউ চিনে না হায় আমারে! এই দুনিয়া ভাল্লাগেনা! দুনিয়া ভাল্লাগেনা!


০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। ভাল থাকবেন।
শুভকামনা অশেষ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

আলোরিকা বলেছেন: চমৎকার আত্মকথন ! স্বপ্ন নিয়ে আমিও একটি কবিতা লিখেছিলাম ----

স্বপ্নরা !

স্বপ্নরা ধেয়ে আসে চারদিক থেকে -
প্রথমে ছোট্ট মিষ্টি একটি স্বপ্ন মুচকি হেসে বললে ,
এই যে দেখ কেমন সুন্দর , রঙ্গিন আমি !
আমাকে সত্যি করে তোল ।
আমি দু'হাত বাড়িয়ে, পরম যত্নে
তাকে বুকে টেনে নিই ।
এরপর মাঝারি গোছের একটি স্বপ্ন
বর্ণিল পুচ্ছ মেলে বললে -
দেখ আমিও কম সুন্দর নই !
আমি সুবোধ বালকের মত তাকেও আমার
প্রশস্ত বুকে ঠাই দিই ।
এরপর সপ্তবর্ণা মোটামুটি বড় মাপের একটা স্বপ্ন -
শোন আমাকেও তুমি উপেক্ষা করতে পারনা !
আমি মন্ত্রমুগ্ধের মত তাকেও স্বাগত জানাই ।
অতঃপর ছোট , বড় ,মাঝারি নানা রঙ্গের স্বপ্নরা
ভিড় জমাতেই থাকে -
আমি ধীরে ধীরে তাদের দাস বনে যাই !

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ক্লে ডল বলেছেন: খুব খুশি হলাম কবিতাটি শেয়ারের জন্য।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ধন্যবাদ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



প্রথম প্যারাটিই স্বপ্ন বয়ান । পরের প্যারাগুলো তার ভাব সম্প্রসারণ ।

স্বপ্নেরা কখনো বিবাগী হয় না। চমৎকার বলেছেন ।

১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য। অনুপ্রাণিত হলাম।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

রাতুল_শাহ বলেছেন: সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা,আশা তার একমাত্র ভেলা

এই ভাব-সম্প্রসারণ কোনদিন পড়ি নাই।

ইচ্ছা থাকিলে উপায় হয়, দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য, ভোগে সুখ নয়-ত্যাগেই প্রকৃত সুখ এই তিনটা দিয়ে বাংলা ২য় পত্রের জীবন পার করে দিয়েছি।

১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ক্লে ডল বলেছেন: এইটা পড়েন নাই? তাহলে ত আপনার বাংলা ২য়য় জীবন বৃথা। :) :P

আমি পড়েছি শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখ দিলাম এক ফোটা শিশির, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি......।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

রাতুল_শাহ বলেছেন: তাই তো দেখছি ভাই। বাংলা ২য় জীবন বৃথা। এখন কি করা যায়?
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা কমন পড়েছে।

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

ক্লে ডল বলেছেন: এখন ত পড়লেন। আর সম্প্রসারণটুকু নিজের জীবনের সাথে করতে থাকুন। রেজাল্ট মন্দ হবে না। :)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

জাহাজী বলেছেন: পরিক্ষায় ভাব-সম্প্রসারণ বানায় লিখতাম। স্যাররা যা মার্ক দিত তাতেই সংসার চলত।

আচ্ছা স্বপ্ন আর কল্পনার মধ্যে সম্পর্কটা কি? আলাদা নাকি একই?

১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

ক্লে ডল বলেছেন: নিজের উপর আস্থা থাকলে বানায় লেখাই যায় পরীক্ষার খাতায়। :
আচ্ছা স্বপ্ন আর কল্পনার মধ্যে সম্পর্কটা কি? আলাদা নাকি একই?
কিছুটা আলাদা। সম্পর্ক জমজ বোনের মত।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটা ওপেনিং স্টেটমেন্ট দিয়ে লেখাটা শুরু করেছেন!
“সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা,আশা তার একমাত্র ভেলা” - আমার সময়েও এটা খুব আসতো। বানিয়ে বানিয়ে অনেক কিছুই লিখে আসতাম, যদিও নম্বর খুব একটা ভাল পেতাম না। যুবা বয়সে যখন আশাহত হ'তাম, হতাশার অকূল সাগরে বাক্যটা ভেলার কাজ করতো।
স্বপ্নের শেকড়ে তুমি রয়েছ প্রভু, আমি জানতে ত পারিনি
হতাশার গল্পে মগ্ন পাঠক হয়েছি, ভরসার কবিতা ত পড়িনি!
- পোস্টের সমাপ্তিটুকু সূচনার যথার্থ পরিণতি! + +

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

ক্লে ডল বলেছেন: যুবা বয়সে যখন আশাহত হ'তাম, হতাশার অকূল সাগরে বাক্যটা ভেলার কাজ করতো।
অল্প কথায় অনেক কিছু বলে গেলেন।

খুব যত্ন নিয়ে আপনি লেখা পড়েন। আপনার অসাধারণ গোছানো মন্তব্য আমার জন্য বরাবরই অনুপ্রেরণার এবং আনন্দের!

কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল অজস্র।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: @আলোরিকা, আপনার স্বপ্নরা কবিতাটাও চমৎকার হয়েছে (৪ নং মন্তব্যে)!
স্যাররা যা মার্ক দিত তাতেই সংসার চলত। - দারুণ বলেছেন এ কথাটা, jahaji (৮ নং মন্তব্যে)

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

ক্লে ডল বলেছেন: আলোরিকার কবিতাটি আমারও ভাল লেগেছে।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: ক্বে ডল স্বপ্ন নিয়ে আপনার স্বপ্নীল লেখাটি পড়ে মুগ্ধ হোলাম । তারপর ও মানুষ স্বপ্ন দেখে যায় সত্য হবে একদিন সেই আশাটুকু নিয়ে ।
ভালোলাগা রইলো :)
+

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ক্লে ডল বলেছেন: আপনার মুগ্ধতা আমার অনুপ্রেরণা জুনাপু।

অনেক অনেক শুভকামনা রইল।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫

আবু মুছা আল আজাদ বলেছেন:
সকল কিছূর উপড়ে উঠে মানব মনের প্রকৃতি নিয়ে লেখা অসাধারণ পোস্ট।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.