নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

কিছু ভূমিকাহীন লেখা, সাথে মোবাইলগ্রাফির পাগলামি।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

ভূমিকাঃ -------------------
সব লেখার ভূমিকা থাকে না। থাকতে নেইও। আনন্দ অথবা ব্যথা তো আর পূর্বাভাস মেনে আসে না। যে লেখার জন্ম আনন্দ পাওয়া বা ব্যথার নকশায় আর একটু কারুকাজ যোগ করার জন্য। তার ভূমিকা যে থাকবেনা এ নিয়ম চিরায়ত।

(১)
শিকল পরা আকাশ আমার
প্রতিদিন দিয়ে যায় সফলতার আশ্বাস,
এভাবেই কত ‘আজ'
হয়েছে যে ব্যর্থ 'গতকাল'।

(২)
ভয়ংকর কালো, উসৃঙখল গেরুয়া অথবা মৌন নীল যে বেশেই আসো।
তোমার প্রসারিত বাহুতে আমার উদ্ভট নেশা,
দুঃখজনক।
আমি অথর্ব।নিশ্চল।

(৩)
সারা রাত অপেক্ষায় থেকে
বর্ণহীন কষ্টগুলোকে কাজলে ঢেকে,
ঝরে গেছে ভোরে
ক'ফোঁটা শিশির বুকে করে।

(৪)
শুধু ওড়ার বাসনাই জানে, কতখানি নীল বিষ আছে বন্দিত্বের নিশিদিনে।

(৫)
জ্যোৎস্নার প্রান্তরে বিষাদের কালো? নাকি প্রশান্তির ছায়া?
বড় চাতূর্যপূর্ণ এ পৃথিবীর মায়া!

(৬)
বয়স বাড়ছে। হৃদয় পুরানো হচ্ছে।
আস্তরণ পড়ছে। ধূলোর নয়। পাপের।
বৃষ্টি দরকার। পাপবোধের। অনুশোচনার।
জোয়ার বয়ে যাক। নিঃস্বার্থতার।
ফুলের জীবনচক্র ভীষণ নিঃস্বার্থ। হয়ত তাই।
পবিত্রতার উপমাতে ওর ব্যবহার হয়।

(৭)
নীরবতা কথা বলে যখন শব্দরা হার মানে,
একাকিত্বও শান্তি দেয়, হৃদয় পুড়লে অভিমানে।

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

গেম চেঞ্জার বলেছেন: সিম্পলি ওয়সাম!!!

বিশেষ করে ক্যাপশন গুলা চরম ছিল!!! (১ম+)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

ক্লে ডল বলেছেন: মন্তব্যে সত্যিই অনেকখানি অনুপ্রাণিত হলাম। আর প্লাস পেয়ে ত ধন্য।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য। :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

একজন সত্যিকার হিমু বলেছেন: কথাগুলি দারুন ।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

ক্লে ডল বলেছেন: একজন সত্যিকার হিমু, কথাগুলি আপনার দারুন লেগেছে জেনে ভাল লাগল। :)

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১০

পুলহ বলেছেন: অনুমান করি- ছবি এবং কবিতা সবই আপনার তোলা এবং লেখা।
১ ৩ এবং ৫ খুবই ভালো লেগেছে। ছবি এবং কবিতা দু'ক্ষেত্রেই।
শুভকামনা ক্লে ডল

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

ক্লে ডল বলেছেন: হ্যাঁ। অনুমান সঠিকই করেছেন। :)

ভাল লাগা জানানোর জন্য এবং বরাবর আমার সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।

ভাল থকুন সর্বদা সেই কামনা রইল।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: লেখা আর ছবি মিলিয়ে ভালো লাগল।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগল। ধন্যবাদ।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর। সবগুলোই ভাল লাগলো, তবে ৬ নম্বরটা একটু বেশী। + +
হৃদয় পুরানো হচ্ছে।
আস্তরণ পড়ছে। ধূলোর নয়। পাপের।
- চমৎকার!

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

ক্লে ডল বলেছেন: হৃদয়ের পরে ঝমঝমিয়ে বৃষ্টির বড় প্রয়োজন।

আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। প্লাসে অনুপ্রাণিত হলাম। :)

শুভকামনা রইল অশেষ আপনার প্রতি।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

কালীদাস বলেছেন: আমার কাছে প্রথম ২টা ছবি বেশি ভাল লেগেছে :)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

ক্লে ডল বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম! :)

ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

ভাল থাকুন সর্বদা।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: জ্যোৎস্নার প্রান্তরে বিষাদের কালো? নাকি প্রশান্তির ছায়া?
বড় চাতূর্যপূর্ণ এ পৃথিবীর মায়া!


৩য় প্লাস!:)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান। :)

৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

ধ্রুবক আলো বলেছেন: একদম অনবদ্য হইছে, খুবই ভালো লাগলো ++
শুভ কামনা রইলো

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪০

ক্লে ডল বলেছেন: আপনার আগমনে আমার পোষ্ট আলোকিত হল। :)
ভাল থাকবেন ধ্রুবক আলো।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

বর্ষন হোমস বলেছেন:



অদ্ভুত এক ভাল লাগা কাজ করল।
বিশেষ করে ৪ আর ৭ নাম্বারটা।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শার্লক হোমস, থুক্কু বর্ষন হোমস! :)

১০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

জাহিদ অনিক বলেছেন: সাতের তালগাছের মাথায় আলো
চারের কালো পাখির কথা ভালো ।
ছবি ব্লগ লাগলো ভালো ।

মুগ্ধতা ও প্লাস

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৬

ক্লে ডল বলেছেন: মুগ্ধতা এবং প্লাসে অনুপ্রাণিত হলাম। :) ভাল থাকবেন জাহিদ অনিক।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, অলস পাঠকদের কথা মনে রেখে লেখা হয়েছে; সামনের দিনগুলোতে আরো ছোট আকারে লেখার প্রয়োজন হবে হয়তো।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

ক্লে ডল বলেছেন: আমি নিজেও অলস।
আপনার এই মন্তব্যে লাইক দিল কে ভাবছি।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

সাদাত তানজির বলেছেন: অনেক ভালো লাগলো...

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫১

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম। :)

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা+

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

রাতুল_শাহ বলেছেন: বেশ লাগলো আপনার ভূমিকাহীন লেখা।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল শাহ। অনুপ্রেরণাকে পেলাম। :)

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



সারা রাত অপেক্ষায় থেকে
বর্ণহীন কষ্টগুলোকে কাজলে ঢেকে,
ঝরে গেছে ভোরে
ক'ফোঁটা শিশির বুকে করে।

এটাই ভালো লাগলো ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

মোস্তফা সোহেল বলেছেন: বাহ চমৎকার।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল খুব, অসাধারন ছবির সাথে অসাধারন ক্যাপশন।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

ক্লে ডল বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

টমাটু খান বলেছেন: ছবি এবং কবিতা উভয়ই সুন্দর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
টুমাটু খান :)

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

পলাশমিঞা বলেছেন: বয়স বাড়ছে। হৃদয় পুরানো হচ্ছে।
আস্তরণ পড়ছে। ধূলোর নয়। পাপের।
বৃষ্টি দরকার। পাপবোধের। অনুশোচনার।
জোয়ার বয়ে যাক। নিঃস্বার্থতার।
ফুলের জীবনচক্র ভীষণ নিঃস্বার্থ। হয়ত তাই।
পবিত্রতার উপমাতে ওর ব্যবহার হয়।

কেটায় লিখছে হাচা করি কন, কেন জিঘাইয়া পরে জিঘাইবেন। আগে কন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

ক্লে ডল বলেছেন: সত্যি কইরে কোচ্চি ভাই, আমি লিকিচি। :) এখন কন, ক্যান এই কতা শুনতিচেন?

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ছবি উপমা সবই অসাধারণ মনে হয়েছে।
যদি ভুল না হয়ে থাকে তবে নীচের ছবিটাকে
ঝড়ে পরা জলপাই পাতার ছবি মনে হয়েছে।
ঝড়ে পরে পাতার মধ্যে একমাত্র জলপাই
পাতাকেই এমন লাল রং ধরতে দেখেছি ।


অনেক অনেক ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

ক্লে ডল বলেছেন: আপনার একেবারে ঠিক মনে হয়েছে!! এটি জলপাই পাতার ই ছবি। প্রচুর জলপাই হয় আমাদের গাছে। কিন্তু গাছ এত উঁচু যে নিচে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার থাকে না। তাই পাতার ছবি তুলি। :P

অনেক অনেক শুভকামনা রইল।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরে জানানোর জন্য । ছোটকালে জলপাই গাছের নীচে এমন পাতা দেখলে উল্টায়ে পাল্টায়ে দেখলে সিজনে লাল পাতাগুলির আড়ালে পরে থাকা পাকা জলপাই পওয়া যেতো, এর মত স্বাদ পৃথিবীতে আর কিছুতেই নাই বলে মনে হতো । সাথে কাঁচা মরিচ ,লবন আর লেবু পাতা দিয়ে ডলে নিলে একটা চীজই তা হত ।

শুভ কামনা রইল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

ক্লে ডল বলেছেন: ওহ! জিভেজল এসে গেল!

এমনিতেই গাছে পাকা যেকোনো ফলের স্বাদই আলারা।

ভাল থাকবেন ডঃ এম এ আলী। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.