নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

ছবিতে কি দেখা যায়? বলুনত ? হয়ে যাক আপনার ক্রিয়েটিভিটি টেস্ট! B-)

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৯



এই আঁকিবুঁকিতে আপনি কি কিছু খুঁজে পেলেন? যদি পেয়ে থাকেন তবে নিঃসন্দেহে আপনি উচ্চমাত্রার একজন সৃজনশীল ব্যক্তি। এবং আপনার মত ব্যক্তি ১০০ জনে ১ জনকেই পাওয়া যায়!

পোষ্টের নিচে যাওয়ার আগে আরো কয়েকবার চেষ্টা করুন, অর্থপূর্ণ কিছু বের করার।

আসলে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির মাপকাঠি সহজ নয়। কেউ হয়ত এক বিষয়ে দারুণ কিছু সৃষ্টি করছে কিন্তু অন্য বিষয়ে অকাট গোবর গণেশ। তারপরও বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু পদ্ধতি আবিষ্কার করেছেন যার দ্বারা, কোন ব্যক্তি ভিন্নভাবে ভাবতে সক্ষম কিনা বোঝা যাবে। সৃজনশীল লোকেরা যখন চিন্তা করে তখন সাধারণের তুলনায় তাদের ব্রেইনের বেশি অংশ কাজ করে। ফলে বেশি স্মৃতি এবং বেশি ধারণা একই সময়ে একই সাথে কাজ করতে পারে। যার কারণে সৃজনশীলদের জন্য এ জাতীয় রহস্যোদ্ধার অনেক সহজ হয়।

আমি কি দেখেছি? একটা বাদুড়, ইঁদুর, অথবা হিজিবিজি কিছু। ঘুরিয়ে ফিরিয়ে এর বাইরে যেতে পারিনি। অধিকাংশ লোকই তাই দেখবেন। ক্রিয়েটিভ জিনিয়াসরা কিন্তু অধিক দ্রুততার সাথে এ অপশনগুলো বাদ দিয়ে দিয়েছেন এবং কাউবয় হ্যাট পরা এক পুরুষের মুখাবয়ব আবিষ্কার করেছেন।

যারা এখনো সে মুখচ্ছবি খুঁজে পাননি। দেখুনতো এইবার,


পেলেন না? আচ্ছা। কালো পাশটা হাত দিয়ে ঢেকে রেখে দেখুন ত কিছু পাওয়া যায় কিনা। :)


না পেলে কি আর করা! পুরোপুরি দেখে নিন :) B-)

মন্তব্য ৭৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

সাকিব ইফতেখার বলেছেন: দৃষ্টি ঝাপসা করে তাকালেই বোঝা যাচ্ছে।

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬

টুশকি বলেছেন: এই পোস্টের ন্যায় পোস্ট পড়িলে তামাম ব্লগবাসীর নিজ নিজ সৃজনশীলতা লইয়া অত্যাধিক সুখানূভূতি অনুভূত হয়! :)

আমার ধারণা কমবেশি সবাই প্রথমবার তাকালেই হ্যাট পরা লোকটাকেই দেখবে...ইদুর, বাদুড় দেখলে সৃজনশীল তাকেই বরং বলা যায়।

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

ক্লে ডল বলেছেন: আপনাকে স্যালুট!!!! :-B

বুঝলাম। ব্লগে অধিক সৃজনশীলদের আনাগোনা বেশি!!

৩| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: এই পোস্ট পড়ে লগ ইন না করে পারলাম না !!!!!


হা হা হা আপুনি তুমি যে সবচেয়ে সৃজনশীলতায় জিরো সেটা কনফার্ম হলাম আরও বেশী যখন নীচে এসে সাকিবভাইয়া আর টুশকিআপুনির কমেন্ট পড়লাম!

হা হা হা একবারেই বুঝা যায় একটা হ্যাট পরা মানুষের মুখ বরং ইঁদুর বাঁদর বা ডাইনোসর, মাকড়াসা যারা ভাববে তাদেরকেই আমি ধরে নেবো সৃজনশীলতায় জিরো হলেও ভেরী ক্রিটিক্যাল থিংকার হিসাবেই!!!!!


হা হা হা হা হা পোস্ট তো এখন তোমাকেই চিন্তায় ফেলে দেবে মনে হচ্ছে আর সকলের মত তুমিই দেখতে পেলে না হা হা হা হা হা :P

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

ক্লে ডল বলেছেন: তাইত মনে হচ্ছে!! আমার ক্রিয়েটিভিটিই তবে জিরো! :(
হে খোদা! এতটাই অধম বানালে আমায়!?

সত্যিই আমি পারি নাই। এবং যে কয়জনকে দেখিয়েছি তারাও পারে নাই। এবং যেখান থেকে সংগ্রহ করেছি সেখানেও অধিকাংশজনের না পারার কথা লেখা। এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এত ক্রিয়েটিভদের সাথে মিশতে পেরে। :) :-/ :D

৪| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

হাতুড়ে লেখক বলেছেন: আমার ধারণা কমবেশি সবাই প্রথমবার তাকালেই হ্যাট পরা লোকটাকেই দেখবে...ইদুর, বাদুড় দেখলে সৃজনশীল তাকেই বরং বলা যায়।

একমত। B-)

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

ক্লে ডল বলেছেন: আপনাকে স্যালুট!! :)

৫| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

রাজু আহমেদ তন্ময় বলেছেন: আমিতো ইদুর ভাবছিলাম

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

ক্লে ডল বলেছেন: যাক! আপনি তবে ৯৯ জনের ভিতর আছেন। :)

৬| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০

শায়মা বলেছেন: ৫. ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০ ০
রাজু আহমেদ তন্ময় বলেছেন: আমিতো ইদুর ভাবছিলাম

এই যে আরেকজন পাওয়া গেছে তোমার সাথী আপুনি!!!!!!!! :P

তন্ময়ভাইয়া ইউ আর অলসো ক্রিটিক্যাল থিংকার.......

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

ক্লে ডল বলেছেন: ক্রিটিক্যাল না। উনিই সাধারণ।

আমার ভাগ্য যে এই পোষ্টে প্রথমেই জিনিয়াসদের দেখা পেয়েছি!! তাই একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম! :P

৭| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৮

রক বেনন বলেছেন: ওমা!! এটা তো আমার ছবি!! :) :)

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯

ক্লে ডল বলেছেন: তাইতো দেখছি!! :) :)

৮| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাধারণত এড়িয়ে গেলে তেমন এক চিত্র কর্ম মনে হবে না তবে ভাল করে তাকালে মুখাবয়ব টা ধরা খায়।

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

ক্লে ডল বলেছেন: আপনি কোন দলে পড়লেন তা ত বললেন না। ৯৯ জনের দলে নাকি ১ জনের দলে? :)

৯| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬

শায়মা বলেছেন: এই পোস্টে আর কোনো কমেন্ট করা যাবেনা নইলে আবার তো তুমি চ্যাট অপশন চেয়ে বসবে ব্লগে আপুনি!!!!!!! :P

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯

ক্লে ডল বলেছেন: =p~ =p~ =p~ হা হা হা!!
"একের অধিক মন্তব্য করা যাবেনা এবং সেজন্য চ্যাট অপশন চাই" এমন কথা সেখানে উল্লেখ করেছি বলে ত মনে পড়ছে না! মন্তব্য না করলে আলোচনা, সমালোচনা, ধারণা বিনিময়, অভিজ্ঞতা শেয়ার হবে কিভাবে?

কয়েকজন সিনিয়র ব্লগার তাদের মতামত দিয়েছন সেখানে, আপনি যেহেতু সে পোষ্টটি পড়েছেন, এখানে না জানিয়ে আপনার মতামত সেখানে জানালেই সুখকর হত আমার জন্য আপু। :)

১০| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: আমি বুঝি নাই। ক্রিয়েটিভিটি নাই :)

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

ক্লে ডল বলেছেন: আহারে!! :(

মন খারাপ না করে হাসেন যে! B:-)

১১| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪

আল ইফরান বলেছেন: আমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, আমি তো চামচিকা দেখলাম প্রথমে X(
আমার কি হপে :-B

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩

ক্লে ডল বলেছেন: কি আর হবে!
অসাধারণ হতে পারলেন না, অতি সাধারণের কাতারে পড়ে গেলেন এই আর কি! :( :-B

১২| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫

নাদিম আহসান তুহিন বলেছেন: দারুন তো।

১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:০১

ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল।

১৩| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: রক বেনন বলেছেন: ওমা!! এটা তো আমার ছবি!! -- হাহাহাহাহা

পোস্ট ভালো লেগেছে। +।

১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ সুমন দা। :)

১৪| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০

উম্মে সায়মা বলেছেন: আমিও প্রথমে বুঝিনি। আমি অকাট গোবর গণেশ :P

১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪

ক্লে ডল বলেছেন: আমিও! :( :P

১৫| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



বুঝে ওঠা তেমন কঠিন নয় একটা । একটু আলাদা দৃষ্টিতে দেখতে হবে চোখের ফোকাস পয়েন্টকে সামনে পিছনে করে ।
এমনটা করে কেউই দেখতেন না , সাদামাটা ভাবে দেখে ভাবতেন - কাকের ঠ্যাং , বকের ঠ্যাং । যেই আপনি বলেছেন - "নিচের আঁকিবুঁকি থেকে কোন অর্থপূর্ণ ছবি বের করতে পারবেন?" অমনি খেয়াল করে মাথা খাটিয়ে প্রায় সবাই বুঝে গেছেন আসলে আঁকিবুঁকিটা কিসের । তাই আমরা যারা যারা এটা পেরেছি তারা তারা হলুম কন্ডিশনাল সৃজনশীল । :P :( B-)

এমনি একটা আঁকিবুঁকি এই সামুর সেকেন্ড মাষ্টহেডে দেয়া আছে ৮ম নারী দিবস উপলক্ষ্যে । অনেকেই হয়তো বুঝে উঠতে পারেন নি, চোখে লাগার বাইরেও কি আছে ওখানটাতে -------


১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৮

ক্লে ডল বলেছেন: একদম ঠিক। একটু আলাদা দৃষ্টিতে দেখতে হবে। হতে পারে শিরোনামে কিছুটা ডিসক্লেইমার হয়েছে। সেজন্য কিছুটা পরিবর্তন করলাম। :)

তাইতো!! একেবারেই খেয়াল করিনি!! :-/ এক নারী যে করুন দৃষ্টিতে তাকিয়ে আছে!!!!!

ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

১৬| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২

ভবঘুরের ঠিকানা বলেছেন: হা হা হা ! মজা পেলাম !!

১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৭

ক্লে ডল বলেছেন: জেনে ভাল লাগল। :)

১৭| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল লেখাটি।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।

১৮| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল পোসট! (+)

বুইজ্জা নিলাম, আমিও ক্রিয়েটো

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

ক্লে ডল বলেছেন: (+) এ অনুপ্রাণিত হলাম।

১৯| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

ইমরান আশফাক বলেছেন: খুবই ভালো লাগলো।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ইমরান আশফাক। :)

২০| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৫

তার ছিড়া আমি বলেছেন: এই ধরনের ছবির পাঠোদ্ধার করতে হলে, একটু আড়ে আড়ে ও হালকা ঝাপসা করে দেখতে হয়।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৭

ক্লে ডল বলেছেন: এ তত্ত্ব আগে জানি নাই।

২১| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩০

জাহিদ হাসান বলেছেন: প্রথমে একটা ইদুর দেখলাম তারপর একটা মানুষের মুখ স্পষ্ট ভেসে উঠল। B-)

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৬

ক্লে ডল বলেছেন: আমার কাতারের আরেকজন পাওয়া গেল। :)

২২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৩:২৫

নিমো বলেছেন: আমি যে সৃজনশীল তা এই পোস্টের কল্যানে জানতে পারলাম। B-))

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

ক্লে ডল বলেছেন: অভিনন্দন। !:#P

২৩| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩০

ডঃ এম এ আলী বলেছেন: শেডো হেট পড়া একটা ছবি প্রথমেই আচমকা চোখের সামনে ভেসে উঠেছিল ।
যতই সামনে এগুলাম ততই যেন কেমন গুলমাল পেকে গেল , কুলে এসে তরী
একেবারেই ডুবল , শেডোটা কেমন করে জানি একখানি রংগীন মুর্তি ধরল ।
সৃজনী শক্তিতে জিরুটা আমার জন্য পাকা পুক্তই হয়ে গেল :)
অনেক শুভেচ্ছা রইল ।

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ক্লে ডল বলেছেন: হায় হায়! আপনার সৃজনীশক্তি জিরো হয়! তাইলে কিভাবে চলে বলুন ত!! :-B

২৪| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

শামছুল ইসলাম বলেছেন: ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হলো । একটু খেয়াল করে মনে হলো, কারো মুখ্চ্ছবি দেখছি !!!

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০

ক্লে ডল বলেছেন: আমার কাছেও ইন্টারেস্টিং লেগেছে, তাই শেয়ার করলাম।

অনেক অনেক ধন্যবাদ। :)

২৫| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

রবি১০ বলেছেন: ক্রিটিক্যাল না। উনিই সাধারণ।

২৬| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

হাসান রাজু বলেছেন: আমি ৯৯ জনের একজন । সংখ্যাগুরু । জিতছি ।

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

ক্লে ডল বলেছেন: "আঙুরফল টক" । এই আর কি! :D

২৭| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১

কানিজ ফাতেমা বলেছেন: সৃজনশীল না ।
বুঝতে বেগ পেতে হয়েছে ।

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

ক্লে ডল বলেছেন: আমাদের অধিকাংশেরই বুঝতে বেগ পেতে হয়েছে। :)

২৮| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

গুলশান কিবরীয়া বলেছেন: হায়!! আমি তো নিজেকে সৃজনশীল ভাবতাম , কিন্তু আজ সব মিথ্যা প্রমাণিত হোল :( :((

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:০২

ক্লে ডল বলেছেন: পারেন নাই!! আপনার দুঃখে দুঃখিত। =p~ =p~

২৯| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮

তানিম৭১৯ বলেছেন: আমিতো দেখলাম কাক আর সাপের লড়াই !! ;)

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৯

ক্লে ডল বলেছেন: হায় হায়! লড়াইয়ে কে জিতল তা কি দেখতে পেয়েছেন? =p~

৩০| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

রাকিব শাওন (মিহিক) বলেছেন: আমি একটু মাত্রাতিরিক্ত সৃজনশীল ছিলাম। যার দরুন আমিও আপনার মত ইদুর, বাদুর, নিয়ে ভাবছিলাম! যাইহোক আর্ট দেখার পর আপাতত আমি সৃজনশীল! হা হা হা

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৪

ক্লে ডল বলেছেন: হা হা হা!! অভিনন্দন আপনার সৃজনশীলতকে! !:#P
এখন আর অন্য কিছুই দেখতে পাবেন না। সেকেন্ডেই কাউবয়কে দেখতে পাবেন। :)

৩১| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

হাসান মাহবুব বলেছেন: আমি তো দেখতেসি একটা ঘরকুনো ঝিঁঝিঁপোকা গ্রামের ক্ষেত ধরে হাঁটতে হাঁটতে জল্পাই খাচ্ছে B-)

বাই দ্যা ওয়ে, পারি নাই।

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬

ক্লে ডল বলেছেন: আপনিও পারেন নাই! :-B
তাইলে ত আমার আর দুঃখ নাই। B-))

৩২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি প্রথমেই ধইরালাইছি !! =p~

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪২

ক্লে ডল বলেছেন: অভিনন্দন! অভিনন্দন! আপনাকে পেয়ে আমরা প্রথমেই ধরতে না পারা রা ধন্য! =p~

৩৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিচে না আসা পর্যন্ত আমি অনেক মাথা খাটাইছি। আমার ব্রেন সব ঘোলা হইয়া গেছে। আমারে ডিম দুধ হরলিক্স দেন। ওই গুলা না খাইলে আর বলগিং করতে পারব না।

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৩

ক্লে ডল বলেছেন: ব্রেন ঘোলা হলে ওসব খেলে কাজ হয় না। এরকম আরো ছবি থেকে আসল জিনিস খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তবেই ব্রেইন পরিষ্কার হবে! =p~

৩৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে ছবি দিয়ে সৃজনশীলতা পরিক্ষা করা যায় কিনা জানিনা।
অনেক ব্লগার অাসেন যারা অাসলেই অনেক সৃজনশীল, অনেকের লেখা পড়েছি, যারা অাসলেই অনেক উচু মাপের লেখক।

এই পোষ্টে ঢুকার অাগেই মনে হচ্ছিলো এটা একটা ফানিপোষ্ট।

যাহোক মজা করতে নেই মানা। অামি করবো।

ছবিটাতে অামি যা দেখলামঃ একটা হেট পরিহিত মানুষের মাথা। হেটের একপাশে কালো অংশে অাবছা একটা প্রাসাদ, সেই প্রাসাদের দিকে তাকিয়ে অাছে একজন। হেটের অন্যপাশে একটি জলাকারের পাড় বা নদীর কূল। মানুষের যে মুখ দেখা যাচ্ছে, তার একপাশে হাতির কান।

হ্যাট টাকে ভালোকরে দেখলে মনে হবে একটি ছেলে ও একটি মেয়ে গলাগলি করে বসে অাছে। অাবার সাদা অংশটাকে একটা সাদা বাছুর মনে হবে।

যাহোক এর থেকে বেশি কিছু মনে করতে পারলামনা।

ইন্টারেস্টিং পোষ্ট শেয়ারের জন্য ধন্যবাদ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:১২

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য পড়ে ত আমার মাথা গুলিয়ে গেল!! B:-)

ফানি হোক আর সিরিয়াস হোক, এত কথার মাঝে আপনি প্রথমেই ধরতে পেরেছিলেন কিনা ত তো খুঁজে পেলাম না! :(

যায় হোক পোষ্ট ইন্টারেস্টিং লেগেছে জেনে ভাল লাগল। :)

৩৫| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমার মাথায় যে গ্রে ম্যাটার এর পরিমাণ অনেক কম, তার প্রমাণ আপনার এই পোস্ট পড়ে আবার নতুন করে পেলাম। তবে টুশকি'র মন্তব্য (২ নং) পড়ে আশ্বস্ত হ'লাম যে আমি সৃজনশীল, কারণ-- ইদুর, বাদুড় দেখলে সৃজনশীল তাকেই বরং বলা যায়
সাকিব ইফতেখার এর মন্তব্য থেকে আরেকটা নতুন জিনিস শিখলাম যে কোন ছবির মর্মোদ্ধার করতে হলে দৃষ্টি ঝাপসা করে তাকালেই বোঝা যায়
প্রথমেই এমি একটা উলটো ঝুলানো বাদুড় বা কাকের মত কিছু একটা দেখেছিলাম। কিন্তু জানি, সহজে যা চোখে পড়বে, উত্তর হিসেবে তা সঠিক হবেনা। তাই আরেকটু গভীরভাবে মনোনিবেশ এবং চক্ষুনিবেশ, দুটোই করলাম। হ্যাটের ভাঁজ করা ধূসর অংশটিতে একটা নারীমুখের মত কিছু দেখলাম। জানিনা, এরকম আর কেউ দেখেছেন কিনা। তবে কাউবয় হ্যাট পড়া পুরুষের মুখ একেবারে শেষে না আসা পর্যন্ত দেখতে পাইনি, এ কথাটা অকপটে স্বীকার করছি।
বেশ ফান হলো। নির্মল আনন্দ। পরিবেশনার জন্য ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

ক্লে ডল বলেছেন: পোষ্টের পূর্বের শিরোনামে রহস্যের জট কিছুটা খুলে গিয়েছিল কিন্তু ব্লগার আহমেদ জী এস এর পরামর্শে শিরোনাম পরিবর্তনের পর দেখুন অধিকাংশই পারেনি।

"প্রথমেই আমি একটা উলটো ঝুলানো বাদুড় বা কাকের মত কিছু একটা দেখেছিলাম।" ঠিক আমারও মনে হয়েছিল এরকম কিছু।

নির্মল আনন্দ পেয়েছেন জেনে খুব ভাল লাগছে।
শুভকামনা রইল আপনার জন্য! :)

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২

আলিদুজ্জামান বিশ্বাস বলেছেন: আফসোস , আমার ধারণার কফিনে শেষ পেরেক বোধহয় এটিই ছিল।আপু আমিও আপনার মতই দেখেছিলাম।আমি বরাবর আমার সৃজনশীলতা নিয়ে সন্‌দিহান ছিলাম। :|

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:২৩

ক্লে ডল বলেছেন: হা হা হা! আমরা সাধারণ মানুষ। :)

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭

গেম চেঞ্জার বলেছেন: আমি একটু ওয়াজ দিয়ে যাই-

এটা সৃজনশীলতার কোন পরিক্ষা নয়। বরং ভিন্নদৃষ্টির একটা পরিক্ষা বলা যায়। সৃজনশীলতার ক্ষেত্র রীতিমত অসীম বলা চলে। আপনি একটা সফটওয়্যারে বসে একটা গ্রাফিক্সের কাজ করছেন, সেখানে অসীম সংখ্যক রঙ ও বিন্যাস দিয়ে অসীম সংখ্যক ক্রিয়টিভিটি তৈরি করা সম্ভব।
এখন আসুন লেখাজোখায়, কেউ একটা ছেলে আর মেয়ের প্রেম নিয়ে কবিতা লিখল। এখন এটাকে সে হাজার/লাখ কোটিবার ভিন্নভাবে শব্দ ও বিন্যাস দিয়ে বারবার চেখে দেখে তৈরি করতে পারে, গল্প লিখলেও একই ভাবনা। অসীম সংখ্যক সম্ভাবনার ব্যবহার!!
এককথায় সৃজনশীলতাকে যেকোন একটি বিশেষ স্কেলে ফেলা সম্ভব না!!

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৪৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ওয়াজ দিয়ে যাওয়ার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.