নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

দেখা হয়েছিল তার সাথে!

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বোতল বোতল হতাশা সেবন করে,
গ্রীষ্মের দুপুরে ক্লান্ত শহরে হেটে হেটে,
মাকড়শার জালে কুয়াশার জটিলতা দেখে দেখে,
হাজার বছরের পুরানো রাতগুলো বিনিদ্র কাটিয়ে,
তাকে অনেক খুঁজেছি । অনুনয়ও করেছি অদৃশ্যে।
একবার। অন্তত একটাবার! তোমার মুখোমুখি হওয়া খুব জরুরী।

সে বড় হেয়ালী অথবা ভীতু ছিল।
লুকিয়ে থাকল, অথবা খুঁজে পেলাম না।

নিজের ঘরে যখন আটলান্টিকের চেয়ে গভীর এক সমুদ্র আবিষ্কার করলাম।
আর সেই উত্তাল সমুদ্রে স্বপ্ন ডিঙি ভাসিয়ে রাখতে যখন যারপরনাই ক্লান্ত।
তখন সে এল,
হ্যাঁ। আমার আমি এল!
ব্যস্ততার ব্যাগ কাধে নিয়ে স্বল্প সময়ের জন্য।

হুড়মুড়িয়ে, এক নিঃশ্বাসে শতটা প্রশ্ন করে বসলাম,
জ্যোৎস্নার মায়া তবে আর মাখো না?
এখনো কি ঘোরগ্রস্ত করে হাসনা হেনা?
স্বপ্ন ডিঙি তবে ডুবেই গেল নোনা জলে?
বলনা! বাহবা প্রিয় লোকালয়ে কি মুক্তি মেলে?

মুকাভিনয়ের মঞ্চেই উঠবে?
নাকি সন্ন্যাসী হয়ে হিমালয়ে যাবে?

সে করুণ অথবা হাস্যোজ্জল অথবা দুষ্টুমিভরা দৃষ্টিতে আমাকে দেখে নিল,
“ইগনর! ইগনর! ইগনর!”
উদাসীন কণ্ঠে শত প্রশ্নের এককথায় উত্তর দিয়ে, শূণ্যে মিলিয়ে গেল।

প্রিয় পৃথিবী শোনো, আজকে তোমাকে বলি
সেইদিন থেকেই তোমার বুকে, চোখ বন্ধ করে চলি।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ওমেরা বলেছেন: চোখ বন্ধ করে চলাই ভাল ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৫

ক্লে ডল বলেছেন: কি জানি! মনে হয় না ভাল।

২| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:
দারুন উপভোগ্য কবিতা ।
পাঠে ভাল লাগল ।

মুকাভিনয়ের মঞ্চেই উঠবে?
নাকি সন্ন্যাসী হয়ে হিমালয়ে যাবে?


এবার হিমালয় ছেড়ে আরো
দুরেই যাব ।

অামার পোস্টে দেখায়েছি
কিভাবে নিউজিল্যাল্যের
তারানকি পর্বত তার
হারানো সুন্দরী প্রিয়তমা
পিহাংগাকে তার মাঝে
একান্তে পেয়েছিল ।

অনেক শুভেচ্ছা রইল

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৫

ক্লে ডল বলেছেন: তাই নাকি! দেখতে হবে ত!

অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। :)

৩| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

উম্মে সায়মা বলেছেন: জ্যোৎস্নার মায়া তবে আর মাখো না?
এখনো কি ঘোরগ্রস্ত করে হাসনা হেনা?
স্বপ্ন ডিঙি তবে ডুবেই গেল নোনা জলে?

সুন্দর। শুভ কামনা রইল ক্লে ডল। (ভাইয়া নাকি আপু বুঝতে পারছিনা :P)

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ!
আমাকে যদি ভাইয়া ভেবে থাকেন তবে নিশ্চিত হোন, আপনার ধারণা শতভাগ বেঠিক ছিল। :D

৪| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১

আরণ্যক রাখাল বলেছেন: প্রিয় পৃথিবী শোনো, আজকে তোমাকে বলি
সেইদিন থেকেই তোমার বুকে, চোখ বন্ধ করে চলি।

অসাধারণ কবিতা

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম!
শুভকামনা রইল।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

পুলহ বলেছেন: আত্ম-অনুসন্ধান নাকি ব্যক্তির অভিমান আর স্বপ্নের দ্বন্দ্ব? যে দ্বন্দ্বে আনফরচুনেটলি শেষমেষ জয়ী হলো অভিমানটুকুই !!??
ভয় পাচ্ছি আপনি উত্তরে না আবার বলে বসেন- "তাতে সত্যিই কি কিছু আসে যায়? ইগনর! ইগনর! ইগনর!”
দক্ষ আঙ্গিক নির্মাণ, সাবলীল ভাষাশৈলী/ মহান কাব্যিক উপাদান- টাইপ ইন্টেলেকচুয়াল মূল্যায়নের সামর্থ্য আমার নেই, শুধু এটুকু বলতে পারি- একজন সাধারণ পাঠক হিসেবে কবিতা ভালো লেগেছে।
শুভকামনা জানুন!

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৫

ক্লে ডল বলেছেন: "শুধু এটুকু বলতে পারি- একজন সাধারণ পাঠক হিসেবে কবিতা ভালো লেগেছে।"
ব্লগে আপনার মন্তব্যে শুধু আমার না যে কারো মন ভাল হতে বাধ্য। তাই আপনাকে সাধারণ বলতে আমার দ্বিমত রয়েছে। :)

ভয় পাচ্ছি আপনি উত্তরে না আবার বলে বসেন- "তাতে সত্যিই কি কিছু আসে যায়? ইগনর! ইগনর! ইগনর!”

হা হা হা!! ইগনর করলে হয়ত এ লেখাটিই হত না।

কৃতজ্ঞতাসহ অশেষ শুভকামনা আপনার জন্য।

৬| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম। :)

৭| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৭

নাগরিক কবি বলেছেন: অস্থির

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৭

ক্লে ডল বলেছেন: কে অস্থির ভাই? কবিতা? না আপনি? :-B

৮| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতা। মন ছুঁয়ে গেল।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫১

ক্লে ডল বলেছেন: মন ছুঁয়েছে জেনে ভাল লাগল।

শুভকামনা জানবেন।

৯| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




উপরে সহব্লগার "পুলহ "র মন্তব্যর প্রথম লাইনটি আমিও বলি --- "আত্ম-অনুসন্ধান নাকি ব্যক্তির অভিমান আর স্বপ্নের দ্বন্দ্ব?"

ভালো লিখেছেন সন্দেহ নেই তবে একটু আক্ষেপের কথা বলি , " ওকে অনেক খুঁজেছি ।" এই "ওকে" শব্দটি মনে হয় কবিতায় খাপ খায়না । এর বদলে "তাকে" শব্দটি কবিতায় মানান সই । একই ভাবে যেখানে যেখানে "ও" শব্দটি আছে সেখানে "সে" বললে শ্রুতিমধুর হতো । এটা একান্তই আমার দৃষ্টিকোন থেকে বলা , যদিও জানি , কবির স্বাধীনতায় হাত দিতে নেই ।

ভালো লেগেছে ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৬

ক্লে ডল বলেছেন: এতে একেবারেই আমি স্বাধীনতায় হাত দেওয়া মনে করছি না। এ হল অনুজকে দেওয়া অগ্রজের পরামর্শ। এবং আপনার পরামর্শ সাদরে গৃহীত হল। :)

আন্তরিক মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা!! শুভকামনা রইল অশেষ।

১০| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫১

নাগরিক কবি বলেছেন: আপনার কবিতা পইড়া আমার কলিজার বুদবুদানি বাইড়া নিউরন এর কোষগুলা অস্থির হইয়্যা গেছে। আমি ঠিক আছি। :)

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৫

ক্লে ডল বলেছেন: ও। আচ্ছা।

১১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৭

আহা রুবন বলেছেন: চমৎকার!

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আহা রুবন।

১২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: দারুন

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ । :)

১৩| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




কৃতজ্ঞচিত্তে আপনার উদারতা গ্রহন করলুম ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছান্তে ।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

ক্লে ডল বলেছেন: আবারো অজস্র ধন্যবাদ। ভাল থাকুন সর্বদা। :)

১৪| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

উম্মে সায়মা বলেছেন: হা হা হা আপু। মন্তব্য করার পর আপনার অন্য পোস্টে মন্তব্য দেখে সিওর হয়েছি আপনি আপুই :)
ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৭

ক্লে ডল বলেছেন: শুভকামনা জানবেন উম্মে সায়মা। :)

১৫| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩২

রাতুল_শাহ বলেছেন: দারুণ কবিতা ভাই।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮

ক্লে ডল বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল শাহ। :)

১৬| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে লিখলেন। আপনার লেখা নিয়ে কি আর বলব।বরাবরের মতই ভাল।
ভাল আছেন নিশ্চয়?

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

ক্লে ডল বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনিও ভাল আছেন আশা করি?

অনেক অনেক ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য। :)

১৭| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

মনিরা সুলতানা বলেছেন: বেশ ভালো লেগেছে !

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৫

ক্লে ডল বলেছেন: জেনে অনেক ভাল লাগল।

১৮| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন ক্লে ডল!:)



আপনি আপি নাকি ভাইয়া????

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য। :)

আপনার প্রশ্নের উত্তর ৩নম্বর প্রতিউত্তরে দ্রষ্টব্য। :)

শুভকামনা রইল অশেষ।

১৯| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আমিও কিন্তু আপনাকে ভাইয়াই ভাবতাম!!!!!! :P

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১১

ক্লে ডল বলেছেন: দোষ নেই তাতে।:)

২০| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

বিলিয়ার রহমান বলেছেন: দোষ নেই !!!!!!!!!!


২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮

ক্লে ডল বলেছেন: হা হা হা!! দোষ নেই বলতে বুঝিয়েছি, আমার পোষ্টে বা নিক এ ত প্রকাশ পায়নি আমি পুরুষ কি নারী। তাই আপনি যেকোন একটা ভেবে নিয়েছেন। এতে ত আপনার দোষ নেই। :)

২১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৯

কানিজ রিনা বলেছেন: নারীতমানুষ।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৬

ক্লে ডল বলেছেন: ঠিক বুঝলাম না।

২২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: কত্তো সুন্দর একটা কবিতা লিখেছেন! 'লাইক' + +
জীবনের কোন কিছুই 'ইগনোর' করা যায় না। কারণ যাকে বা যা কিছু 'ইগনোর' করা হয়, সে বা তারা মনের অবচেতনে রয়ে যায়। সময় মত ভেসে ওঠে।
প্রিয় পৃথিবী শোনো, আজকে তোমাকে বলি
সেইদিন থেকেই তোমার বুকে, চোখ বন্ধ করে চলি
। -- কবিতার সমাপ্তিটুকু চমৎকার হয়েছে।
কয়েকটা প্রতিমন্তব্য খুব ভাল লেগেছে।

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ক্লে ডল বলেছেন: কত্তো সুন্দর একটা কবিতা লিখেছেন! কথাটি অনেকখানি অনুপ্রেরণা দিয়ে গেল।

আসলেই সঠিক বলেছেন। ঘোষণা দিয়ে ইগনোর করা ত বেশি গুরুত্বেরই শামিল। :)

মন্তব্য,প্রতিমন্তব্য পাঠ এবং তাতে ভাল লাগা জানানো যত্নশীল পাঠকের গুণ। খুব ভাল লাগে আপনার এসব গুণাবলী।
অনেক অনেক শুভকামনা জানবেন।

২৩| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.