নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

আমার বাইরের আমিকে শাসন করে ভিতরের আমি। ভিতরের আমিকে শাসন করবে কে?

১১ ই জুন, ২০১৭ রাত ২:৫৪




আমার বাইরের আমিকে শাসন করে ভিতরের আমি। ভিতরের আমিকে শাসন করবে কে? সে দূরন্ত। একরোখা। অভিমানী।বড় বেশী আকাঙ্ক্ষা বিলাসী।
হে ঈশ্বর,
তুমি করিও শাসন। তুমিই করিও! হৃদয়ের জলবায়ু তুমি নিয়ন্ত্রণ করে দিও । দু'চোখ চোয়ানো দীর্ঘশ্বাসগুলো তুমি মেপে জুখে দিও। ঘুমঘোরে স্বপ্নরা যেন আসে নিঃশব্দ পায়ে।
জীবনের প্যারাগ্রাফে যে শূন্যস্থান। তুমি তাতে শব্দ বসিয়ে দিও।
এই একটা জন্ম আমি দাঁতে দাঁত চেপে অথবা বেখালে পুড়িয়ে কিংবা নিকোটিনের ধোঁয়ায় উড়িয়ে; যেকোন একভাবে অনায়াসে পার করে দিতে পারতাম। আহ্লাদী আবেগগুলোর বসত ভিটা উচ্ছেদের বদলা অহিংস আন্দোলন করে নয়, অস্ত্র প্রয়োগে নিষ্ঠুরভাবেই নিতাম। চাতক বাসনাগুলোর কাছে অনাবৃষ্টি যে কতটা দুর্বিষহ! একে একে ব্যাখ্যা দিতাম। কিন্তু আমার যে হৃদযন্ত্রে ত্রুটি ! মনের সাথে মস্তিষ্কের আমার চিরকাল দ্বন্দ্ব। এত আক্রমণ, এত আন্দোলন, এত যুদ্ধের প্রস্তুতি যার বিরুদ্ধে। তার বিমর্ষ মুখটায় কল্পনা করতে পারি না! ভীষণ আশ্চর্য! তাই না? সত্যিই তাই। অন্তরের গভীরতম কূপে খচখচানি ব্যথা পাই। এ ব্যথার অনুভূতিকে লোকে “ভালবাসা” নামক শব্দের প্রতিশব্দ বলে কি? জানা নেই!

ছবি সূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাংঘাতিক প্রশ্ন ভাই!!! ভেতরের আমি'কে শাসন করার তৌফিক হোক সবার এমনটাই প্রত্যাশা।

আপনার কাব্যিক কথাগুলো অসাধারণ বলেছেন ভাই।
শুভকামনা আপনার জন্য।

১১ ই জুন, ২০১৭ ভোর ৪:১২

ক্লে ডল বলেছেন: আপনার প্রত্যাশা মঞ্জুর হোক।

ভাল থাকবেন নাঈম জাহাঙ্গীর নয়ন। :)

২| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:১১

তপোবণ বলেছেন: এই ছোট্ট লেখাটাকে আমি অসাধারনই বলবো কারণ এটা আমি আমার মতো করে বুঝেছি। ধন্যবাদ লেখককে অল্প কথায় দারুণ একটা বিষয় বিল্ষেণ করার জন্য++
ভালো থাকুন।

১১ ই জুন, ২০১৭ ভোর ৪:২৩

ক্লে ডল বলেছেন: আমার লেখা আপনি আপনার মত করে বুঝেছেন? এখানেই হয়ত লেখকের সার্থকতা।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

শুভকামনা রইল অশেষ।

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:৩৬

শূন্য-০ বলেছেন: সুন্দর +++++

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ অশেষ।
ভাল থাকবেন। :)

৪| ১১ ই জুন, ২০১৭ ভোর ৪:৫৪

উম্মে সায়মা বলেছেন: ভেতরের আমিকে শাসন করা বড্ড দায়। সুন্দর করে সে ভাব ব্যক্ত করেছেন।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা। ভাল থাকবেন। :)

৫| ১১ ই জুন, ২০১৭ ভোর ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন:
এ ব্যথার অনুভূতিকে লোকে “ভালবাসা” নামক শব্দের প্রতিশব্দ বলে কি? আসলে এ প্রশ্নের উত্তর জানা নেই!

শুভেচ্ছা রইল ।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ক্লে ডল বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা রইল। :)

৬| ১১ ই জুন, ২০১৭ ভোর ৬:১১

সামু পাগলা০০৭ বলেছেন: আমার বাইরের আমিকে শাসন করে ভিতরের আমি। ভিতরের আমিকে শাসন করবে কে?
আপনি যদি পোস্টে কিছু নাও লিখতেন শুধুমাত্র এই শিরোনামের জন্যে আমি লাইক দিতাম! অসাধারণ কথা!

আর এ লেখার শিরোনাম সহ প্রতিটি লাইনের সাথেই সবাই কোন না কোনভাবে রিলেট করতে পারবে। কেননা সব মানুষের ভেতরের সেই আমার আমি বড্ড অবাধ্য হয়! সকলের মনের কথা বলায় কৃতজ্ঞতা রইল। :)

শুভেচ্ছা!

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ক্লে ডল বলেছেন: আমার ব্লগে স্বাগতম সামু পাগলী! :)

আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনেক অনেক শুভকামনা জানবেন।

৭| ১১ ই জুন, ২০১৭ সকাল ৭:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ শিরোনামে যা আছে তা যথেষ্ট ভাবনার জন্য। :)

১১ ই জুন, ২০১৭ রাত ১০:১৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ দিশেহারা। শুভ প্রত্যাবর্তন। :)

৮| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভেতরের আমিকে আমাকেই যে নিয়ন্ত্রন করতে হবে। নইলে কষ্ট ছাড়া জীবনে আর কিছু পাবনা।

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

৯| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:০৩

পার্থিব লালসা বলেছেন: সুন্দর +++++

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৪১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

১০| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৪

বিজন রয় বলেছেন: লেখক নিজে কোমল মনের কিন্ত লেখকের লেখা দূর্নিবীত। এই জন্য তো লেখক অনেককেই নিয়ন্ত্রণ করতে পারে।

শূণ্যস্থান..... বানানটি ঠিক করে দিয়েন।

শুভকামনা রইল।

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৪৩

ক্লে ডল বলেছেন: যেসব লেখক অনেককেই নিয়ন্ত্রণ করতে পারেন তারা বিরল।

বানান ঠিক করেছি।

ধন্যবাদ বিজন রয়। ভাল থাকবেন

১১| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার দর্শন। অনেক ভালো লাগা।

১২ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।

শুভকামনা জানবেন।

১২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৪

নতুন বলেছেন: ভালো বলেছেন....

যারা ভেতরের আমি আর্ বাইরের আমির পাথ`ক করতে পারে এবং একে অপরকে নিয়ন্ত্রন করতে পারে তারাই প্রকৃত মানুষ... বাকীরা অন্যসব প্রানীর মতন...শুধু একটু বুদ্ধিমান..

১২ ই জুন, ২০১৭ রাত ৮:২৪

ক্লে ডল বলেছেন: যতার্থ বলেছেন নুতন।

অশেষ শুভকামনা জানবেন। :)

১৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪০

আলোরিকা বলেছেন: চমৎকার উপলব্ধি ! :)

১২ ই জুন, ২০১৭ রাত ১০:৩১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আলোরিকা। ভাল থাকবেন।

১৪| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

স্বতু সাঁই বলেছেন: আমিও দেখি ইসলামের মত খণ্ড বিখণ্ড। কিন্তু আমি তো একজনই।

১২ ই জুন, ২০১৭ রাত ১০:৫৩

ক্লে ডল বলেছেন: ঠিক বুঝলাম না।

১৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:২২

জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ ভালো প্রশ্ন করেছেন ।

হুম, ওটাই ভালবাসা । :)

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:০০

ক্লে ডল বলেছেন: এ প্রশ্নের উত্তর লোক ভেদে ভিন্নও হতে পারে।

ধন্যবাদ জাহিদ অনিক। :)

১৬| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৮

কানিজ ফাতেমা বলেছেন: ভীষন ভালো লাগলো । প্রতিটি লাইনই কোটেবল- জীবনের কঠিন পদ্য ।

শুভ কামনা রইল ।

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:০৫

ক্লে ডল বলেছেন: আপনার এমন মন্তব্য পেয়ে সত্যিই ভাল লাগছে!!

কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানবেন কানিজ ফাতেমা। :)

১৭| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ধ্রুবক আলো বলেছেন: এ ব্যথার অনুভূতিকে লোকে “ভালবাসা” নামক শব্দের প্রতিশব্দ বলে কি? আসলেই জানা নেই!

খুব সুন্দর লেখনি, বেশ ভালো লাগলো +++

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:০৭

ক্লে ডল বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ধন্যবাদ ধ্রুবক আলো। ভাল থাকবেন।

১৮| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:১৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ সুমন কর।

১৯| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,





ভেতরের বা বাইরের আমি, কেউ কাউকে শাসন করেনা । ওরা হলো ডক্টর জেকিল এ্যান্ড হাইড এর মতো একের ভেতরে দুই চরিত্রের ।
আর, প্রাপ্তিতে ভালোবাসার "ভালো"টা উবে যায় এক সময় । অপ্রাপ্তিতে ভালোবাসা প্রগাঢ় হয় । তখনই ব্যথা খচখচ করে জানান দেয় ।

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:২৬

ক্লে ডল বলেছেন: প্রাপ্তিতে ভালোবাসার "ভালো"টা উবে যায়। একমত হতে পারলাম না। ভালবাসার প্রাপ্তিতে সর্বোচ্চ ভালবাসায় অভ্যস্ততা আসতে পারে।

মন্তব্যে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ। শুভকামনা রইল অশেষ। :)

২০| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:০৮

জেন রসি বলেছেন: নিজের প্রতি সংশয় বলা যেতে পারে। সংশয়ের কারনেও ভালোবাসা সারভাইব করে মাঝেমাঝে।(আপনার পোস্ট পড়েও তা মনে হলো। )

১৩ ই জুন, ২০১৭ রাত ১২:৩৩

ক্লে ডল বলেছেন: এ লেখায় সংশয় প্রকাশ করতে চাইনি।

তবে হ্যাঁ। সংশয় ভালবাসাকে বাঁচিয়ে রাখতে পারে।

ধন্যবাদ জেন রসি।

২১| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
একমত না হয়ে বলেছেন - "ভালবাসার প্রাপ্তিতে সর্বোচ্চ ভালবাসায় অভ্যস্ততা আসতে পারে।"
এই অভ্যস্ততা সর্বোচ্চ ভালবাসা নয় , ওটা অভ্যেস । আপনার লেখাতেও আমার কথারই রেশ । যা পাওয়া হয়নি তার জন্যেই ভালোবাসার এতো হাহাকার । প্রাপ্তিযোগ ঘটে গেলে লেখক নিজেও এটা লিখে জানান দিতেন না । তাই না ?

শুভেচ্ছান্তে ।

১৫ ই জুন, ২০১৭ রাত ১২:৫১

ক্লে ডল বলেছেন: প্রাপ্তিযোগ হলে বুঝি বিরহকাব্য লেখা যায় না! :)

এখানে সর্বোচ্চ কথাটির ভিন্নার্থ প্রকাশ হয়েছে বোধহয়।

যা পাওয়া হয়নি তার জন্যেই মানুষ হাহাকার করে। যতার্থ বলেছেন।

আপনার মন্তব্য বরাবরই অনুপ্রেরণা যোগায়। কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানবেন।

২২| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৫

মুশি-১৯৯৪ বলেছেন:
ভেতরের আমিকে কখনও শাসন করার চেষ্টা করিনি।

জীবনের সকল ব্যবহারকেই রুচি ও বুদ্ধির স্বাধীন ক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে সংস্কারের আবরনে আবৃত করতে পারিনি। যে দল ভারী ছিল তাদের উর্দি আমি ব্যবহার করিনি। আজ যে দলে ভিড়েছি তাদের উর্দিও গ্রহণ করতে পারলাম না। আমার ভেতরের আমিকে নিয়ে আমার লজ্জা সমানই রয়ে গেল।
হয়তো এটা আমারই স্বভাবের দোষ। ভেক ধারণ করতে আমার সংকোচ লাগে।

২৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৩

ক্লে ডল বলেছেন: ভেতরের আমিকে শাসনহীন অবস্থায় রাখা ত নিজস্ব শান্তি এবং অশান্তি দুটোরই কারণ।

২৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:
সীমাবদ্ধ, বাঁধায় জড়ানো এই জীবনের ভেতরের আমিকে ছেড়ে দিয়েছি।
গল্পের সীমানা যতদূর যায় ততদূর।
পছন্দ হয়েছে কথাগুলো।

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ক্লে ডল বলেছেন: ভেতরের আমিকে সবসময় ছেড়ে দিতে পারি না যে। আমার ভাই ইগোর প্রাচীর রয়েছে উঁচু এক। :)

অনেক অনেক ধন্যবাদ পনি আপু! শুভ প্রত্যাবর্তন!!
ভাল থাকা হোক সব সময়।

২৪| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর গদ্য কবিতা
ভাল লাগল

৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ক্লে ডল বলেছেন: কৃতজ্ঞতাসহ শুভকামনা জানবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.