নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

করোটির প্রাচীরে, যখন কষ্টরা স্থায়ী শরণার্থী

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮


জ্যোৎস্নার মদ হাতে নগ্ন পূর্ণিমা আমার সেবায় নিয়োজিত ছিল। মূর্তি আমার পাথর দু'চোখ, পেয়ালার পর পেয়ালা পান করল তা। বিড়াল পেয়ে তুমি কোন দরজা দিয়ে ঢুকেছিলে মনে?তারাদের এপিঠে ওপিঠে উত্তর শুধালাম,ওরা নিরুত্তর!বিষণ্ণতার সরাইখানায় কবিতার জুয়া খেলে খেলে,কেটে গেল রাত।

করোটির প্রাচীরে, যখন কষ্টরা স্থায়ী শরণার্থী।নিজেরই উশৃঙ্খল কিছু স্বপ্ন খুনের নীলনকশা হাতে যখন আমি প্রতিজ্ঞাবদ্ধ। সকালের প্রথম রোদ, ভিজে চোখ শুকিয়ে দিলো। রোজ শুকিয়ে দেয়!

হৃদয়ের রাজপথে মাঝে মাঝে মিছিল আসে। স্লোগানে স্লোগানে প্রস্তাব ওঠে কান্না বিক্রির! স্বৈরাচারী আমি গলার কাছে আটকে দেয় সে প্রস্তাব। ও বিক্রির জিনিস নয়। দানেরও নয়। উপহারের। যে দান আর উপহারের পার্থক্যই জানে না তার কাছে বিক্রি ! সে যে করুণ পরাজয়ের কথা!

এখন মনের মন্দিরে মৌনতার সাধনা করি। নির্বাক সে বেদীমূলে কথামালা দিয়ে যায় অঞ্জলি!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭

আখেনাটেন বলেছেন: যা বুঝাতে চাই তা কেউ ধরতে না পারলে খারাপ লাগারই কথা। অারো ভালো করে বুঝায়ে দেন জল আর জলপাইের পার্থক্য।

হারমিট হয়ে ক্যানে জীবন গুজরান।

ভালো লাগা পোষ্টে।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

ক্লে ডল বলেছেন: যার ব্যক্তিত্বের সাথে যেটা যায় আরকি। অনেকে হারমিট হতে ভালবাসে। :)

ধন্যবাদ আখেনাটেন। প্লাসে অনুপ্রাণিত হলাম।

২| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: করোটির প্রাচীর কিন্তু যথেষ্ট শক্ত। ইন্দ্রিয় দিয়ে পারেসপসান না নিলেই হয়। পরাজয় কথাটা মেনে নেয়া কিন্তু সহজ নয়।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইখানে এসে কিছুক্ষণ ঠাঁয় বসে থাকা যায়।
ঘোর।
ভালো লাগছে।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

ক্লে ডল বলেছেন: আপনার মত কবির মন্তব্য পেয়ে আপ্লুত হলাম।

কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানবেন।

৫| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: বুঝিনি।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

ক্লে ডল বলেছেন: বুঝতে পারেননি? হয়ত লেখকের অক্ষমতা।

ধন্যবাদ বুঝেননি তা জানানোর জন্য।

৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: লেখাটির সাবজেক্ট আর অবজেক্ট জানতে চেয়েছিলাম, সেজন্য বলেছি বুঝিনি।

আপনি এড়িয়ে গিয়ে আমাকে কষ্ট দিয়েছেন!!

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

ক্লে ডল বলেছেন: ধরে নিন একটা রাতজাগা বিষণ্ণ মন। প্রথমে রাতের সৌন্দর্যের বর্ণনা। তারপর প্রিয়জনকে স্মরণ। নিজের দুর্বলতা প্রিয়জনের কাছে প্রকাশের ইচ্ছা। আবার সে ইচ্ছা খুন করে নীরবতার আশ্রয়।
এটুকুই হতে পারে লেখাটির বিষয়বস্তু।

আমার মনে হয় সব লেখকই চান পাঠক তার লেখা বুঝুক। কিন্তু লেখা ব্যাখ্যা করলে ত পাঠকের চিন্তার স্বাধীনতা খর্ব হয়। আর লেখকও কাজটা ভালবাসেন না। এক শব্দে "বুঝিনি" বলে গেলেন। আমি কি বুঝাবো তাইই বুঝতে পারিনি।
আপনি কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.