নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

বেদনা বিলাস!

১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৫

হতাশার জলবায়ুতে এর চেয়ে ভাল ফসল হয় কি? হয় না।
জীবনের গোলা ভরে থাকে নানা রঙের কষ্টে;
মন কষ্ট হাতড়ায়, কষ্ট সাজায়, কষ্ট গোছায়,
কষ্টের বীজ বুনে দুঃখের আবাদ করে।
অথচ সুখ মুখ লুকিয়ে থাকে নাগালের মাঝেই।
জীবন ক্লান্তিকর দীর্ঘ পথ পাড়ি দেয় সুখের খোঁজে।
এ যেন আত্মভোলা প্রবীণের চশমা পরেই, চশমা খোজার মত!
কেন মন শামুকের হাসি হাসে বেদনার খোলস এটে, জানি না।
কেন বিষণ্ণ দুপুর স্বদর্পে রাজপথে হাটে, আর আকাশ ভাঙ্গা জ্যোৎস্নারাত নিভৃতে কাঁদে! জানি না।

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভোর ৪:৪৭! স্বপ্নে পাওয়া কবিতাটি ভালো লেগেছে :)

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১

ক্লে ডল বলেছেন: মাঝে মাঝে নিজেকে, পাঠকের মনস্তত্ত্বকে যাচাই করতে ইচ্ছা হয় তাই আরকি।

ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৮

করুণাধারা বলেছেন: বার বার পড়লাম। অবশেষে লগ ইন করলাম শুধু জানাবার জন্য, কবিতা খুব ভাল লেগেছে।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

ক্লে ডল বলেছেন: কবিতা ভাল লেগেছে বলার জন্য লগ ইন করেছেন জেনে খুবই অনুপ্রাণিত হলাম।

কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানবেন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

কালো আগন্তুক বলেছেন: ভাল লিখেছেন।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ কালো আগন্তুক।

৪| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৪

এম আর তালুকদার বলেছেন: খুব ভাল লাগলো।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

ক্লে ডল বলেছেন: ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫

মেঘের সাথী বলেছেন: "কেন মন শামুকের হাসি হাসে বেদনার খোলস এটে, জানি না।
কেন বিষণ্ণ দুপুর স্বদর্পে রাজপথে হাটে, আর আকাশ ভাঙ্গা জ্যোৎস্নারাত নিভৃতে কাঁদে! জানি না।"
কথাগুলো ভালো লেগেছে।
প্রিয় পোষ্টের তালিকায় রাখলাম। B-)) =p~

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬

ক্লে ডল বলেছেন: সব বুঝলাম। শুধু এখানে এই ইমোর অর্থ বুঝলাম না।

ভাল থাকবেন মেঘের সাথী।

৬| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন: হতাশার জরায়ুতে উকি দেয় নতুন একটু ভ্রুন,
ডাক দিয়ে বলে যায়,
বাবা আমি তোমার বৈধ সন্তান।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। ভাল থাকবেন।

৭| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

কাছের-মানুষ বলেছেন: খুবই ভাল লিখেছেন। আমার ভাল লেগেছে।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম। শুভকামনা জানবেন।

৮| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫

শুভ্র বিকেল বলেছেন: দারুণ হয়েছে কবি। শুভেচ্ছা নিরন্তর।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

ক্লে ডল বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল।

৯| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় সুন্দর কথার গাঁথুনি।

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ সত্যের ছায়া। :)

১০| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,




সুন্দর লেখা ।

বেদনা বিলাসের ও একটা আলাদা সুখ আছে কিন্তু .....................

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

ক্লে ডল বলেছেন: খাঁটি কথা বলেছেন। সত্যিই তাই। :)

শুভকামনা রইল।

১১| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শ্রোডিঙ্গার বলেছেন: লেখাটা কোথাও যেন পড়েছি এমন মনে হচ্ছে।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

ক্লে ডল বলেছেন: তেমন মনে হয়ে থাকলে ভুল মনে হচ্ছে। এখানে পড়ার আগে অন্য কোথাও পড়ার সম্ভাবনা নেই।

১২| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মেঘের সাথী বলেছেন: (হাসিমুখ)
B-)) =p~ - এই ইমোর মানে হলো কবিতাটি একাধিকবার পড়ার পরে অধিক আনন্দিত হয়ে প্রিয়তে নিয়েছি।

ভাল থাকবেন,ক্লে ডল।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

ক্লে ডল বলেছেন: ও আচ্ছা।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

ক্লে ডল বলেছেন: আমার পোস্টে আপনাকে দেখে ভাল লাগছে।

শুভকামনা জানবেন।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৮

উদাস মাঝি বলেছেন: ছাই চাপা কষ্টগুলো আবারও উগড়ে দিলেন :((

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

ক্লে ডল বলেছেন: শুভকামনা রইল।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা । অনেক ভাল লাগল।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন মোস্তফা সোহেল। :)

১৬| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কেন বিষণ্ণ দুপুর স্বদর্পে রাজপথে হাটে, আর আকাশ ভাঙ্গা জ্যোৎস্নারাত নিভৃতে কাঁদে! জানি না।

নাইস। +

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ গোফরান।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: এতদিন পর রিপ্লায় নোটিফিকেশন আসলো কেন?

১৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

অর্ক বলেছেন: এ যেন আত্মভোলা প্রবীণের চশমা পরেই, চশমা খোজার মত!

চিত্রটি দারুণ!

লেখাটি উপভোগ করলাম। শুভেচ্ছা একরাশ।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ক্লে ডল বলেছেন: আপনার মত একজন কবি লেখাটি উপভোগ করেছেন জেনে ভাল লাগল।

অসংখ্য ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.