নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

দিনগুলোকে মনে হয় থমকে যাওয়া মহাকালের বুকে শোকাচ্ছন্ন দীর্ঘশ্বাস!

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯


বিত্ত, পণ্য আমাকে ঐশ্বর্যময়ী করে না। আমি বড়ই গুরুত্বের অভিলাষী । তোমার কাছে, আমার গুরুত্ব। আর সম্প্রতি তোমার সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা দেখে আমার নিজেকেই নিজের কাছে অচেনা মনে হয়। কি যে তীব্র এক মাদক!হাজার ইচ্ছেদের অশ্রুপাতহীন মৃত্যু ঘটিয়েও তার আসক্তি আমি কাটাতে পারি না।

আমার কাছে মনে হয় না হতাশা আর বিষণ্ণতা সমার্থক। গাঠনিক ,আঙ্গিক উৎপত্তি, কার্যাবলিতে এ দুয়ের মাঝে বিস্তর ফারাক। জানো তো নিয়তি নিয়ন্তার উপর আমার অগাধ আস্থা। তাই হতাশায় ডোবা হয় না কখনো।
তবে, বিষণ্ণতা ঘোরগ্রস্ত করে। সে ঘোরে আমার জীবন থেকে কতটা দিন যে উবে গেছে আমি বলতে পারব না। ঘোরের মাঝে থাকি তো তাই সঠিক পরিমাণটা ধারণা করতে পারি না। সুতীব্র অভিমান, আকাঙ্ক্ষাদের আহাজারি, নবজাত ইচ্ছেগুলোর মৃত্যু সবমিলিয়ে এমন এক ব্যথাতুর নীল পর্দা সৃষ্টি করে! যে পর্দা ছিড়ে আমি কোনভাবেই বাস্তবতায় মিলতে পারিনা। দিনগুলোকে মনে হয় থমকে যাওয়া মহাকালের বুকে শোকাচ্ছন্ন দীর্ঘশ্বাস। তার বিষে আমি অচৈতন্য হতে থাকি ক্রমে ক্রমে। সে বিষন্ন ঘোরে আমার কেটে যায় হয়ত কিছু মুহূর্ত, অথবা একটা দিন অথবা একটা জীবন।

মন্তব্য ৫৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

ক্লে ডল বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। :)

২| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

সামিয়া বলেছেন: সুন্দর লিখেছেন, আপনার জন্য অঞ্জনের গান......

তুমি আসবে বলে তাই, আমি স্বপ্ন দেখে যাই

আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়

আর হাজার হাজার মানুষ মরে যায়

দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে

শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়

কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা

তবু শরীর দুটো থাকে আলাদা।


১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

ক্লে ডল বলেছেন: গানে ভাল লাগা। :)
অনেক অনেক ধন্যবাদ।

ভাল আছেন আশা করি?

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

রাতু০১ বলেছেন: মহাকালের বুকে শোকাচ্ছন্ন দীর্ঘশ্বাস। মনখারাপ এবং ভাললাগা।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

ক্লে ডল বলেছেন: ভাল থাকবেন রাতু০১।
ধন্যবাদ। :)

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২

মিরোরডডল বলেছেন: wonderful writing!

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন প্রকাশ।

অনুভবের গহনে গহীন ডুবে তুলে আনা মুক্তো মানিক।

++++

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০

ক্লে ডল বলেছেন: প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম!

অনেক অনেক শুভকামনা জানবেন। :)

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

আখেনাটেন বলেছেন: এতো ডিপ্রেশনে থাকলে তো নিয়তি নিয়ন্তার প্রতি অাস্থা থাকার কথা না। কারণ ডিপ্রেশন থেকেই অাসে হতাশা। আর হতাশা সকল প্রকার আশাকে গলা টিপে মেরে ফেলে বলে নিয়তির প্রতি কোন প্রকার বিশ্বাস না থাকারই কথা।

যাহোক লেখাটুকুর গভীর মর্মবেদনা উপলব্ধি করে একটু হলেও মন খারাপ হল।

ভালো থাকুন।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

ক্লে ডল বলেছেন: আপনিসহ নিচে অনেকের মন্তব্য পড়ার পর, নিজের লেখা আবার পড়লাম। আসলেই কি এত ডিপ্রেশন প্রকাশ হয়েছে! আমি নিজেই বুঝতে পারিনি।
বিষণ্ণতা আমার কাছে উপভোগ্য। লেখার খোরাক, প্রভাবক। ভাল লাগে, মন বিষন্ন হলে তা নিয়ে বিলাসিতা করতে। তাকে আকড়ে ধরে কিছু লিখতে।

পাঠকের মন খারাপ হয়েছে জেনে লেখা সার্থক মনে হচ্ছে! :)

ভাল থাকবেন আখেনাটেন। ধন্যবাদ দারুণ মন্তব্যের জন্য। :)

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: নো মোর বিষন্নতা আপুনি!

আনন্দে থাকো

সুখে থাকো!!!!!!

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনার জন্য।

আপনিও ভাল থাকবেন।

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

উম্মে সায়মা বলেছেন: :(

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

ক্লে ডল বলেছেন: :) :)

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

মাহিরাহি বলেছেন: The Guest House

This being human is a guest house.
Every morning a new arrival.

A joy, a depression, a meanness,
some momentary awareness comes
As an unexpected visitor.

Welcome and entertain them all!
Even if they're a crowd of sorrows,
who violently sweep your house
empty of its furniture,
still treat each guest honorably.
He may be clearing you out
for some new delight.

The dark thought, the shame, the malice,
meet them at the door laughing,
and invite them in.

Be grateful for whoever comes,
because each has been sent
as a guide from beyond.

— Jellaludin Rumi, র:

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

ক্লে ডল বলেছেন: অসাধারণ!!!!!

আপনাকে ধন্যবাদ শেয়ারের জন্য।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪

জাহিদ অনিক বলেছেন:



আমি বড়ই গুরুত্বের অভিলাষী ভাল লাগলো।


১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা রইল কবি। :)

১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা বিষন্ন বিয়োগের !!

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম।

অনেক অনেক শুভকামনা রইল।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

ইসমাঈল আনিস বলেছেন: বিষণ্নতায় আকণ্ঠ ডুবে গেলাম৷

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫

ক্লে ডল বলেছেন: লেখাকে সফল মনে হচ্ছে।

ধন্যবাদ ইসমাঈল আনিস।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৫

মলাসইলমুইনা বলেছেন: আম্মার কোনো কথা নেই | শায়মা কে ধার করছি : "নো মোর বিষন্নতা আপুনি! আনন্দে থাকো | সুখে থাকো!!!!!!"

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

ক্লে ডল বলেছেন: বিষণ্ণতাকে তাড়িয়ে দিলে লেখা হবে কিভাবে?

আলহামদুলিল্লাহ আনন্দে আছি। সুখে আছি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনার জন্য। :)

আপনিও ভাল থাকবেন।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪

রোকসানা লেইস বলেছেন: বিষন্নতার নীল পর্দা সরে ঝলমল রোদ উঠুক মনের উঠান জুড়ে

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

ক্লে ডল বলেছেন: যেখানেই থাকুন, ভাল থাকুন। শুভকামনা রইল অশেষ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

আটলান্টিক বলেছেন: হায় হায় কিছু বুঝিনাই!!!! :(

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

ক্লে ডল বলেছেন: :( :(

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



মুক্তগদ্যের মতো লেখা ।
শোকাচ্ছন্ন অবস্থা থেকে যতো তাড়াতাড়ি মুক্ত হতে পারেন লেখিকা ততোই মঙ্গল । বিষন্ন ঘোরে যেন লেখিকার কেটে যায় শুধু কিছু মুহূর্ত , কোনমতেই একটা দিন অথবা একটা জীবন নয় । দীর্ঘশ্বাস যেন প্রলম্বিত না হয় ।

ছোট্টর ভেতরে ভালো হয়েছে লেখা ।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

ক্লে ডল বলেছেন: বরাবরের মতই আপনার দারুণ মন্তব্য!!!! :)

ব্লগের অন্য সকলের মত আপনার মন্তব্য পেতে আমিও ভালবাসি।
বিষন্ন ঘোরে যেন লেখিকার কেটে যায় শুধু কিছু মুহূর্ত , কোনমতেই একটা দিন অথবা একটা জীবন নয় । দীর্ঘশ্বাস যেন প্রলম্বিত না হয়।
শুভকামনার জন্য কৃতজ্ঞতা। সামান্য কিছু মুহুর্তের বিষণ্ণতায়ই এটি লেখা। অস্বীকার করব না। বিষণ্ণতা নিয়ে বিলাস করে, ঢাক ঢোল পিটিয়ে বরণ করে, কিছু লেখা এই আরকি। কিন্তু সবাই লেখা পড়ে লেখিকাকে অধিক বিষন্নগ্রস্থ ভাবছে মনে হয়।

লেখার প্রশংসা করায় অনুপ্রাণিত হলাম। :)
ভাল থাকবেন।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

অশ্রুত প্রহর বলেছেন: সুন্দর! অনেক সুন্দর লিখেছেন।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

ক্লে ডল বলেছেন: ভাল থাকবেন। অনুপ্রাণিত হলাম। :)

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নায়না নাসরিন বলেছেন: জি এস ভাইয়ার সাথে একমত । খুব ভালোলাগলো লেখাটা ।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯

ক্লে ডল বলেছেন: শুভকামনা রইল অশেষ! :)

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন: :)

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

ক্লে ডল বলেছেন: লেখা কেমন লাগল বললেন না তো। :)

২০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে পড়তে। বিষন্নতা দূর হয়ে যাক।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। আমার কোন পোষ্টে বোধ হয় আপনার প্রথম মন্তব্য।

শুভকামনা রইল অশেষ। :)

২১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

ফাহমিদা বারী বলেছেন: well written. :)

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। :)

২২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

এনসিয়েন্ট মেরিনার বলেছেন: ভালো লিখেছেন।বিষন্নতা দূর হয়ে যাক।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

২৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বিষন্নতা মাঝে মাঝে সুন্দর, হতাশা ক্লান্তিকর। ভালো লেগেছে আপনার উপলদ্ধি।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

ক্লে ডল বলেছেন: বিষণ্ণতা মাঝে মাঝে সুন্দর, হতাশা ক্লান্তিকর।
চমৎকার বলেছেন!!

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

ভাল থাকবেন।

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি মূলত লেখার সাথে নিজেকে রিলেট করার ট্রাই করি। তাই বিষাদাক্রান্ত মনে হচ্ছে নিজেকে।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

ক্লে ডল বলেছেন: তাহলে তো এ লেখা সফলতা অর্জন করেছে। :)

শুভেচ্ছা জানবেন কবি।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

খায়রুল আহসান বলেছেন: আঁট সাঁট কথার উপর যেন একটা বিষণ্ণতার পাহাড় দাঁড়ানো। পাঠক হিসেবে নিজেও আক্রান্ত হতে যাচ্ছিলাম, কিন্তু ৬ নং প্রতিমন্তব্যে এসে অনুভূতির পরিবর্তন শুরু হলোঃ বিষণ্ণতা আমার কাছে উপভোগ্য। লেখার খোরাক, প্রভাবক। ভাল লাগে, মন বিষন্ন হলে তা নিয়ে বিলাসিতা করতে। তাকে আকড়ে ধরে কিছু লিখতে - এতো চেনা কথা, জানা কথা! কবি সাহিত্যিকদের ক্ষেত্রে এটা প্রায়ই হয়ে থাকে, বিষণ্ণতা সৃষ্টিকে ত্বরান্বিত করে। আপনি ঠিকই বলেছেন, সুচারুভাবে- বিষণ্ণতা লেখার খোরাক, প্রভাবক
অত্যন্ত চমৎকার এ পোস্টকে আরও সমৃদ্ধ করেছে মাহিরাহি কর্তৃক উদ্ধৃত মাওলানা Jellaludin Rumi (র:) এর অসাধারণ The Guest House কবিতাটি (৯ নং মন্তব্য)।
পোস্টে ভাল লাগা + +

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্যগুলো খুব মন ভাল করে দেয়!! নিঃসন্দেহে আপনি একজন মনোযোগী পাঠক যা একজন লেখকের জন্য ভীষণ অনুপ্রেরণার।

এতো চেনা কথা, জানা কথা! কবি সাহিত্যিকদের ক্ষেত্রে এটা প্রায়ই হয়ে থাকে, বিষণ্ণতা সৃষ্টিকে ত্বরান্বিত করে।
সেদিন কবি হেলাল হাফিজের একটি সাক্ষাতকার দেখছিলাম। তিনিও একই কথা বলেছেন।


প্লাস খুবই আনন্দিত। :)

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

ক্লে ডল বলেছেন:

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: হাসির ইমোটি অযাচিতভাবে এসে গেছে, বিনা কারণে। সম্পাদনা করার কোন উপায় নেই, তাই দুঃখ প্রকাশ করছি।

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ক্লে ডল বলেছেন: বুঝে নিয়েছি। এতে দুঃখ প্রকাশের কিছু নেয়। :)

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

২৭| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

রাতুল_শাহ বলেছেন: গুরত্বের ঘাটতি হলে মন দুর্বল হয়ে পড়ে।

লেখাটা সত্যি অনেক বিষন্নতার কথা বলছে।

ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভ কামনা সব সময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.