নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

কফি উইথ ক্লে ডলঃ আজকের অতিথি মৃত্যু। :)

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮



মৃত্যুঃ Hi! কেমন আছেন?

ডলঃ Hi! সামনে যদি মৃত্যু বসে থাকে! ভাল থাকা যায়? একটু নার্ভাস তো লাগছেই!

- আমি তো সব সময় সকলের সামনেই বসে থাকি। লোকে খেয়াল করে না। মনে রাখে না।

- তা আপনি কেমন আছেন?

- আমি কখনো ভাল থাকি না।পৃথিবীর নিষ্ঠুরতম নামটি আমার। আমার চরিত্র চরমতম বিভীষিকাময়। মানুষ আমাকে ভয় পায়। বড় নিঃসঙ্গ আমি।

- দুঃখ নেবেন না। আপনার চেয়ে নিষ্ঠুর নীল বিষ মানব মনেই বাস করে।
আচ্ছা জীবনাবসান হলেই কি আপনার আগমন ঘটে?

- নাহ। অনেক জীবিত লাশ দেখি হেটে চলে বেড়ায়। ভাষাবিদেরা আহলাদ করে তাদের একটা পরিভাষা বানিয়েছেন। “জীবন্মৃত”। আত্মার খাদ্য হল আশা। আশার অভাবে আত্মা রুগ্ন হয়। মারা যায়। জীবনাবসানের আগেই কাউকে মৃত বলা যেতেও পারে।

- তবে আপনার অবস্থান অথবা স্বরূপ কি?

- আমি প্রতক্ষ। দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন করা আমার ডিউটি। এইই যা।

- ফ্রয়েড বলে গেছেন “The goal of all life is death”

- ভুল বলে গেছেন! মানুষ কেন আমাকে জীবনের বিপরীত ভাবে বুঝি না। জীবনের সাথে আমার তুলনায় চলে না। বড়জোর আমি জীবন সমাপ্তির নামান্তর হতে পারি। কিন্তু জীবন ভিন্ন জিনিস।জীবনের উদ্দেশ্য হতে পারে, উৎকৃষ্ট পরিণতির দিকে প্রবাহিত হওয়া। পরিণতি আর সমাপ্তি কি এক অর্থ বহন করে?

- তা করে না। তবে জীবন যে পেইনফুল! একথা তো মানেন? আপনার মাঝে আছে চূড়ান্ত মুক্তি! জীবনে অভাব আছে, ক্ষুধা আছে, ক্ষুদ্রতা আছে, ঈর্ষা আছে,ক্রোধ আছে……..

- থামুন! থামুন!

- প্রতিনিয়ত জীবনকে এগুলোর সংস্পর্শে আসতে হয়। উৎকৃষ্ট পরিণতির দিকে প্রবাহ!! হা হা হা! ওসব কথা গল্প-কবিতা, বই-পুস্তক, দার্শনিক তত্ত্বে মানায়!

- যারা ওই যুক্তি দেখায় আমি তাদের মানুষ না বলে মেরুদণ্ডী সরীসৃপ বলি। জীবন যেহেতু আত্মায় ভর করে চলে। আর স্বপ্নহীন আশাহীন আত্মা যে জীবন বহন করে। সে তো স্থবির। স্থবিরতার দায় আত্মার হতে পারে, জীবনের না।
জীবনকে হ্যান্ডেল করতে না পেরে দায় চাপায় জীবনের উপর। আপনি অস্বীকার করবেন না নিশ্চয়? নিজের দোষ ঢাকার জন্য অন্যের দিকে আঙ্গুল তোলার মত সহজ রাস্তা আর নেই।

- আলোচনা ভিন্ন দিকে মোড় নিচ্ছে! আপনাকে অতিথি করে এনেছি বলে, আপনি মানবজাতিকে যা তা বলে যেতে পারেন না!

- স্যরি। একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আমাকে উঠতে হবে তাড়াতাড়ি।

- উৎকৃষ্ট পরিণতির কথা বলছিলেন?

- মহৎ, সুন্দর আর ব্যাপক উদ্দেশ্যের সংমিশ্রণ হল জীবন। এখানে পরিকল্পনা, সুব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে।

- ভাগ্য বলে একটা শব্দ আছে।

- একজন দক্ষ জীবন ব্যবস্থাপক, ভাগ্যেরও ব্যবস্থাপনা করে। আর ঐ রাবিশ পাবলিকরা জীবনকে দুঃখের হাতে সপে দিয়ে টাইম পাস করে।

- হট ডু ইউ মিন!! টাইম পাস??

- হ্যাঁ। সময়। আমাকে এক চেটিয়া শত্রু না ভেবে, ভয় না পেয়ে সময়কে শত্রু ভাবতে পারে, ভয় পেতে পারে। সময়ই তো মানুষকে ধীরে ধীরে আমার কাছে নিয়ে আসে। সময় কারো বন্ধু আবার কারো শত্রু।

- তবে কিভাবে সময়কে বন্ধু করা যায় আর উৎকৃষ্ট পরিণতি পাওয়া যায়?

- জীবনের একটা সুন্দর রেশ রয়ে যাওয়ায় উৎকৃষ্ট পরিণতি। আর তার জন্য শ্রম দিলে সময় বন্ধু হয়ে যায়। জাস্ট ইট!!

- জীবনের রেশ?

- ২ বছর আগে ঠিক এই দিনটাতে আপনার পিতামহীর জীবনাবসান হল। তার প্রভাব কি আপনি মুক্ত হতে পেরেছেন? তার জীবনের রেশ কি রয়ে যায় নি? আপনি আস্ত একটা মানুষই তো তার জীবনের রেশ। আপনার রেশও থেকে যাবে আপনার উত্তরসূরির মাঝে। এভাবেই মানুষের জীবনের রেশ তারই অজান্তে শতাব্দীর পর শতাব্দী বয়ে যায়। অবশ্য সেই রেশ কতটুকু ফলপ্রসূ হয় তা কর্মই বলে দেয়। কর্মের সৌন্দর্য নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে।

- ধন্যবাদ। আপনার ব্যস্ততার সীমা নেয়। আজকে তবে ওঠা যাক?

- বাই। সি ইউ সুন।

- বাই বাই!! (তাড়াহুড়ার দরকার নেয়! ;) )

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩

আটলান্টিক বলেছেন: দাড়ান পড়ছি

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

ক্লে ডল বলেছেন: পড়ুন। :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: বেশ লিখেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

ক্লে ডল বলেছেন: আন্তরিক শুভেচ্ছা নিন!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সেই ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

ক্লে ডল বলেছেন: "সেই"!? হা হা হা!
ধরে নিলাম ইতিবাচক কিছু। :)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ আইডিয়া।

ভাল লাগলো।

সামনের পর্বে কে থাকছে ?

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০

ক্লে ডল বলেছেন: অনেক অনুপ্রাণিত হলা!

সামনের পর্ব? কি জানি। আর কারো সাথে কফি খেতে ইচ্ছা হবে কিনা সে বিষয়েই নিশ্চিত না! :P

৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'মৃত্যু'' ব্যাটা দেখি বিরাট ইন্টেলেকচুয়াল !!

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

ক্লে ডল বলেছেন: মানুষ বড় প্যাঁচালপ্রিয় আর দুঃখবাদী প্রাণী।:D এদের জ্বালায় "মৃত্যু" ব্যাটাকেও এখন ইন্টেলেকচুয়াল হতে হচ্ছে! :)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

মোস্তফা সোহেল বলেছেন: মৃত্যু আপনার সাথে বসে কফি খেয়ে গেল!
আমরাও কি আপনার সাথে কফি খেতে পারি না?
লেখার বিষয়টিতে নতুনত্ব আছে।আমার কাছে বেশ ভাল লেগেছে।
আজাকল আপনাকে সামুতে কম দেখি?

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

ক্লে ডল বলেছেন: হা হা হা!! হ্যাঁ মৃত্যু কফি খেয়ে গেল। আবার বলেও গেল তাড়াতাড়ি দেখা হবে!! =p~
আজকে আমার একটা বিশেষ শোকের দিন। শোক কাটানোর ফন্দি ফিকির আর কি।

সামুতে কমই লগ ইন হতে পারছি এখন। কিছু একটা পোষ্ট করতে পেরে ভাল লাগছে।

কৃতজ্ঞতাসহ শুভেচ্ছা জানবেন মোস্তফা সোহেল। :)

৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

মরুচারী বেদুঈন বলেছেন: “The goal of all life is jannah or jahannam"

ও আচ্ছা, আমি মৃত্যু নিয়ে লেখা অনেক পছন্দ করি ;)

৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

মরুচারী বেদুঈন বলেছেন: লাস্টের দুই লাইন অসাধারণ ++;)

৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

মরুচারী বেদুঈন বলেছেন: মৃত্যু নিয়ে লেখা কোন লিংক থাকলে আমাকে দিতে পারেন :) তবে অতিপ্রাকৃত গল্প নয়!

১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ক্লে ডল বলেছেন: শেষ দুই লাইন ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

নাহ মরুচারী বেদুঈন। আমার কাছে মৃত্যু নিয়ে লেখা তেমন কোন লিংক নেই। দুঃখিত।

অশেষ শুভকামনা জানবেন।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

পালক পালক বলেছেন: বাহ! মৃত্যুর সাথে কথোপকথন। বেশ লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পালক পালক।

শুভকামনা জানবেন। :)

১১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

তারেক ফাহিম বলেছেন: ভালো লিখলেন।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

ক্লে ডল বলেছেন: শুভেচ্ছা নিন তারেক ফাহিম।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৪

জাহিদ অনিক বলেছেন:


আমি সারাদিন সারারাত মৃত্যুর অপেক্ষায় থাকি। রাস্তা পার হওয়ার সময় একটা বাস দেখলে মনে মনে চাই এই বাসটা আমার উপর দিয়ে চলে যাক; অথচ বাসের নিচে ঝাপ দিতে ভয় পাই। মৃত্যর দৃশ্যটা আমি সহ্য করতে পারি না। হোক সেটা নিজের মৃত্য বা অন্য কারো।আমি মৃত্যু ভয়ে ভীত নই। আমি খুব চাই আমি মরে যাই। আমি রোজ রাতে আমার মৃত্যু কামনা করে ঘুমাতে যাই;রোজ সকালে জেগে উঠি হতাশ হয়ে দেখি আমি বেঁচে আছি। কি অসহ্য!

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

ক্লে ডল বলেছেন: হতে পারে কখনো কখনো, জীবন অসহ্য। এ যেন এক অসহ্য সুন্দর! তাই বুঝি একে হারাতে এত ভয়! জীবনকে ধারণ করা হতে পারে অসহ্য, বরণ করা হতে পারে দুর্বিষহ, যাপন করা হতে পারে ভ্রম। কিন্তু ত্যাগ করা? জীবনকে ত্যাগ করা কি যায়? এত মায়া, এত সুন্দর এর মাঝে আছে যা আমাদের প্রতিনিয়ত আঁকড়ে রাখে। তাইতো কাল রাতে যে যুবতী গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েছিল ছিলিং ফ্যানে, সেও খুঁজেছিল পায়ের তলায় একটুখানি অবলম্বন। পুনরায় জীবনকে ফিরে পাওয়ার জন্য।

শুভেচ্ছা নিন কবি। :)

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

সুমন কর বলেছেন: মৃত্যু আমাদের পাশে ছায়ার মতোই আছে....

ভালো লিখেছেন।

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

ক্লে ডল বলেছেন: একেবারে হক কথা বলেছেন!
মৃত্যু আমাদের পাশে ছায়ার মতোই আছে....

শুভকামনা জানবেন। :)

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

বিজন রয় বলেছেন: নতুন নতুন চিন্তা ভালই লাগে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

ক্লে ডল বলেছেন: আমিও ভালবাসি নতুন চিন্তা করতে। :)

ধন্যবাদ বিজন রয়।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

কালীদাস বলেছেন: আতংকজনক টপিক! ;)
এক্সপেরিমেন্টটা চমৎকার, উপভোগ করেছি লেখাটা :)
কিছু বানান ভুল আছে লেখাটায়, শুধরে নেবেন প্লিজ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

ক্লে ডল বলেছেন: আপনি আতংকিত হয়েছেন কি? হলে সুখবোধ করব। ;) :D

বানান ভুল খুঁজে পাচ্ছি না :(

উপভোগ করেছেন জেনে খুব ভাল লাগছে। :)


১৬| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৪

ওসেল মাহমুদ বলেছেন: মৃত্যুর সাথে নয় মৃত্যুদূতের সাথে আমার সালাম বিনিময় ও কথোপকথন হয়েছে স্বপ্নে ,সকালে ঘুম থেকে উঠে দেখি আমার প্রতিবেশী মারা গেছেন। আপনার লেখাটা মৃত্যু ভয় কমাবে আশা করি ! বেশ ভালো লাগলো।

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬

ক্লে ডল বলেছেন: তাই নাকি!! :-/
কি ভয়ানক! মৃত্যুদূত পথ ভুলে আপনার স্বপ্নে এল তবে?

১৭| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: মৃত্যু নিশ্বাসপ্রশ্বাসের সাথে মিশে আছে।
দারুণ লিখেছেন।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৯

ক্লে ডল বলেছেন: শুভকামনা জানবেন।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: "মৃত্যু অমৃত করে দান,
মরণরে, তুঁহু মম শ্যাম সমান!"

আপনার এ পোস্ট অনেক বিলম্বে পড়লাম, কিন্তু পড়ে একটি ব্যতিক্রমী ভাবনার চমৎকার উপস্থাপনা দেখে মুগ্ধ হ'লাম।
পোস্টে প্লাস + +
আশাকরি, ভাল আছেন??

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

ক্লে ডল বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনি যে ব্লগারদের পুরানো পোস্ট পড়েন এবং তাতে মন্তব্যও করেন, আপনার এই গুণটি দারুণ ভাবে বিমোহিত করে আমাকে!!

রবীন্দ্রনাথের উক্তি বলার জন্য সম্মানিত বোধ করছি! :)

আপনি কেমন আছেন?

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: আমিও ভাল আছি, আলহামদুলিল্লাহ! দোয়া করবেন।
ভাল থাকুন, সব সময়। হাসি খুশীতে থাকুন! :)

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

ক্লে ডল বলেছেন: ফিআমানিল্লাহ। খুবই প্রীতবোধ করছি আপনার স্নেহমাখা মন্তব্যে। :)

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

রুবে৭১ বলেছেন: অনেকদিন পর ভাল একটা লেখা পড়লাম। লেখিকার......................যাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম। :)

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর লেখা

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

পলক শাহরিয়ার বলেছেন: লগিন করতেই হলো কমেন্ট করতে। বেশ ক্রিয়েটিভ লেখা।

প্রশ্নঃ দারুণ আইডিয়া। ভাল লাগলো। সামনের পর্বে কে থাকছে ?
উত্তরঃ সামনের পর্ব? কি জানি। আর কারো সাথে কফি খেতে ইচ্ছা হবে কিনা সে বিষয়েই নিশ্চিত না!

ইন্টেলিজেন্ট অ্যানসার!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

ক্লে ডল বলেছেন: হা হা হা!! সামনের একটা পর্ব হবে নিশ্চিত।

আমার ব্লগে আপনাকে স্বাগতম! আপনার মন্তব্যটি কতখানি প্রেরণা দিয়ে গেল তা ভাষাতীত!

শুভকামনা জানবেন। :)

২৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন: Absolutely different topic
খুবই ভালো লেগেছে পড়তে

১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

ক্লে ডল বলেছেন: শুভেচ্ছা সহকারে ধন্যবাদ নেবেন মিরোরডডল। :)

২৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৩

শের শায়রী বলেছেন: শিরোনামের ভিন্নতা দেখে একটানে পড়ে গেলাম। বেশ লাগল লেখার এই ভিন্নতা। পড়ে কমেন্ট করতে গিয়ে দেখি গত বছরের লেখা। লেখায় ভালো লাগা জানবেন।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০২

ক্লে ডল বলেছেন: এতদিন বাদে লেখাটি পড়ার জন্য কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ। লেখাটি ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.