নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

পাঁচমিশালী প্রলাপ

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫


সব আমার জন্যই ত
আজ আমার জন্যই বাসায় থেকে গেলে,
আমার জন্যই অফিস কামাই দিলে,
সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডাটাও বাতিল করলে।
হ্যাঁ। আমার জন্যই ত।
আমিই যে তোমার বাইকের চাবিটা রেখেছি ডিপ ফ্রিজে তুলে।
ভুলে!

হে চাকরি
এই গলির পথের ধূলি জানে
আমার জুতা ছেঁড়ার মানে!

স্লিপিং প্যারালাইসিস
ভেবেছিলাম বোবায় ধরেছে,
যাকে বলে স্লিপিং প্যারালাইসিস
ভুলটা ভাঙ্গল,
যখন সাদা কাপড়ে আমাকে মোড়ানো হল।

প্রাপ্তি
না হল বিচার, না হল দন্ড, না হল মুক্তি,
বিচারকের কাছে প্রশ্ন, তবে কি হল আমার প্রাপ্তি?

পৃথুলা
কেউ আকাশ সমান স্বপ্ন দেখে
কেউ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
আকাশ থেকে খসে পড়ার দুঃস্বপ্ন কেউ দেখে না।
মেয়েটির বাঘ পোষার স্বপ্ন ছিল।
কিন্তু ভেড়ালয়ে, বাঘ পোষা যে অপরাধ!

আমি কান পেতে রই
ক্ষতের গভীরে ব্যথারা এখন নতজানু। ফুঁসে ওঠে না। আর্তনাদ জানায় না। নীরবতার অভ্যর্থনায় সাড়া দিয়ে দুহাত ভর্তি শূণ্যতা পাই। তবু অবসাদ আসে না।
বিষাদ সংক্রমণ থেকে হৃদয়ও আরোগ্যের সীমানায়।
বিভৎস দুঃস্বপ্ন দেখেও এখন ঘুম ভাঙ্গে না।
অথবা হয়ত দুঃসপ্নের মাঝে হাটছি ভরদুপুরে।
ঘুমহীন চোখের ক্লান্তি আর রাশি রাশি জল, ঢাকা দিয়ে সানগ্লাসে।
আমি তোমার বেদীতে অর্ঘ্য দিয়ে যায়। তোমাকে ভালবাসা যে আমার নেশা। তাই ভালবাসি। ! মুমূর্ষু মন কান পেতে থাকে, যদি কোনদিন শুনতে পাই শুশ্রূষা মন্ত্র।
আমার যে অনেক কথা বলার ছিল। শোনার ছিল তারো অনেক অনেক বেশি!



মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। +++

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১২

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। :)

২| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৫

ক্লে ডল বলেছেন: আপনার ভাল লাগা জেনে আনন্দিত হলাম। :)

৩| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

করুণাধারা বলেছেন: অত্যান্ত ভালো লেগেছে।

তবু ঠিক বোঝাতে পারছি না কি প্রচন্ড ভালো হয়েছে কবিতাগুলো।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

ক্লে ডল বলেছেন: ভাল থাকবেন করুণাধারা।
শুভ সকাল। :)

৪| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: সব গুলোই সুন্দর।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

ক্লে ডল বলেছেন: অনেক অনেক শুভকামনা। :)

৫| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

কালীদাস বলেছেন: সবচেয়ে ভাল লেগেছে হে চাকরি! হা হা :D প্রাপ্তি বোরিং লেগেছে আমার কাছে। বাকিগুলো চমৎকার, ম্যান :)

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

ক্লে ডল বলেছেন: এক কোটি গ্রাজুয়েট বেকার পয়দা হইছে দেশে!! :(
বেকারদের ধন্যবাদ! তারা পয়দা না হলে এ কাব্যিও পয়দা হইত না! :D

৬| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

তারেক ফাহিম বলেছেন: সবগুলোই চমৎকার।

হে চাকুরী B-)

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১০

ক্লে ডল বলেছেন: হে চাকুরী B-)
mp3, ওরাকল, আজকের বিশ্ব আস্ত গিলে খাওয়ার পর তুমি আসিলে।

৭| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

সাজসাজু বলেছেন: ভালো লেগেছে।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১

ক্লে ডল বলেছেন: ভাল থাকবেন। সাজসাজু। :)

৮| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



এই পাঁচমিশালী প্রলাপ , সব আমাদের জন্যেই তো !
আপনি যে অনেক কথা বলতে চেয়েছেন , আমরা তা শুনেছি , ভালোও লেগেছে ।

শেষ বাক্যটির সাথে আমিও একটু যোগ করি ----
" আমি কান পেতে রই
কতো কথা শুনবো বলে,
কবে শোনাবি ....
আমি ম'লে ? "

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

ক্লে ডল বলেছেন: হা হা হা!! =p~ =p~
হাসতে হাসতে শেষ!!

আপনার সাথে আমিও কবিগুরুর বক্তব্য যোগ করি:)
"একের কথা আরে
বুঝতে নাহি পারে,
বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে"

হা হা হা!!
শোনার জন্য বেচে থাকুন। অনেক অনেক ভাল থাকুন! :)

৯| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯

নূর-ই-হাফসা বলেছেন: প্রলাপ গুলো বেশ ভালো লাগলো ।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১২

ক্লে ডল বলেছেন: আমার ব্লগে স্বাগতম নূর ই হাফসা!

১০| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১১

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: প্রচন্ড রকম ভাল হয়েছে।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ যাযাবর রাজা :)

১১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



বহুমুখি। মাল্টিপারপাস।
মাল্টিপারপাস ভাললাগা।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

ক্লে ডল বলেছেন: আপনার ভাল লাগা জেনে আনন্দিত হলাম :)

১২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৯

ক্লে ডল বলেছেন: শুভকামনা রাজীব নুর!

১৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: স্লিপিং প্যারালাইসিস, আমি কান পেতে রই

এই দুইখান মিনে ধরছে মেয়াপি!;)

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মেয়া ভাই। :)

১৪| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

ক্লে ডল বলেছেন: শুভকামনা জানবেন ছবি আপু। :)

১৫| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রলাপ দেখে ভেবেছিলাম,কিছু প্রলাপ পাবো।সেটাতো পেলামনা,উল্টে যা পেলাম- চারটি উপভোগ্য আর স্নিপিং প্যারালাইসিস অন্তরকে ছুঁয়ে গেল।ধন্যবাদ,ভাল থাকুন নিরন্তর।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২১

ক্লে ডল বলেছেন: আপ্লুত হলাম। ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য।

পদাতিক চৌধুরি, অনেক অনেক শুভকামনা রইল। :)

১৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ । প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম।

১৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫১

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর ! হে চাকুরীটা খুব সুন্দর | স্লিপিং প্যারালাইসিসও খুব সুন্দর | বাকিগুলো ভালো লাগলো | পাঁচমিশালি প্রলাপে ভালো লাগার গোলাপ শুভেচ্ছা |

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

ক্লে ডল বলেছেন: গোলাপ শুভেচ্ছা কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করলাম। :)

অনেক অনেক ভাল থাকুন।

১৮| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:



প্রচন্ড রকম ভালো লেগেছে তাই @ আহমেদ জী এস এর কথায় বলতে হয় ----------

" আমি কান পেতে রই
কতো কথা শুনবো বলে,
কবে শোনাবি ....
আমি ম'লে ? "

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

ক্লে ডল বলেছেন: "একের কথা আরে
বুঝতে নাহি পারে,
বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে" :) :)

শুভকামনা রইল অনন্য দায়িত্বশীল। :)

১৯| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: এই লেখাটি সময় পেলে পড়বেন kobita

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য।

২০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: +++

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। :)

২১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২০

অর্ক বলেছেন: খুব ভালো লিখেছেন তো! অনেক শুভেচ্ছা।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ অর্ক! :)

২২| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: সব আমার জন্যেই ত টা মন ছুঁয়ে গেল। বাকিগুলোও সুন্দর!
এককথায় অ সা ধা র ণ!

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

ক্লে ডল বলেছেন: wow!! আমার ব্লগে আপনাকে পেয়ে খুব ভাল লাগছে। :)

সামু পাগলা হয়ে সামুতে আরো অনেক অনেক দিন থাকুন সেই কামনা করি। :) ভাল থাকবেন।

২৩| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: সব ক'টা খুবই সুন্দর হয়েছে, কোনোটার চেয়ে কোনোটা কম নয়।
'সব আমার জন্যই তো' পড়ে হাসলাম, হে চাকরী পড়ে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে গেলো, আর স্লীপিং প্যারালাইসিস পড়ে তো রীতিমত শিউরে উঠলাম। মোটকথা পাঁচমিশেলী প্রলাপ পড়ে পাঁচমিশেলী অনুভূতি হলো।

২৭ শে জুন, ২০১৮ রাত ১২:২৬

ক্লে ডল বলেছেন: মন্তব্যের উত্তর প্রদানে বিলম্বের কারণে ক্ষমা প্রার্থী।

আপনার মন্তব্য পেয়ে বরাবরই আমি অভিভূত। আপনাকে পাঁচমিশালী অনুভূতি দিতে পেরে আমি আনন্দিত। :)

আপনার সার্বিক মঙ্গল কামনা করি।

২৪| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

আখেনাটেন বলেছেন: ক্ষতের গভীরে ব্যথারা এখন নতজানু। ফুঁসে ওঠে না। আর্তনাদ জানায় না। নীরবতার অভ্যর্থনায় সাড়া দিয়ে দুহাত ভর্তি শূণ্যতা পাই। তবু অবসাদ আসে না। -- এভাবেও কি শুস্ক কাঠ হয়ে যায় মন? নাকি মনের এই শুস্কতা এক ধরণের ভান। নাকি কোনো কিছু সামনে থেকে মোকাবিলা করা থেকে বিরত থাকার প্রচেষ্টা।

ভালো লাগল লেখাগুলো।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ক্লে ডল বলেছেন: হ্যাঁ। মন ওমন শুষ্ক হতে পারে। দোষ কি তাতে, মোকাবিলার হাঙ্গামায় না গিয়ে খানিকটা ব্যথা বিলাস করা? :)

শুভেচ্ছা নেবেন আখেনাটেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.