নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত পাণ্ডুলিপির দাম

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯


জটিল উপাত্ত ঘেটে মুলধন আর দায় শুধু সমান করে চলি।
এখন আমি জানি হৃদয় নিংড়ে যা সাদা কাগজে উঠে আসে লাল কালীতে তার মান, দুটি শূণ্য হয়।
এখন আমি বুঝে গেছি, লাভ লোকসানের পরিমাপ শুধু অর্থ দিয়েই হতে পারে, তৃষ্ণার জল শুধু টাকা কড়িতে ঢেউ খেলে। এখানে সিলেবাসের ত্রিসীমানায় হৃদয়ের প্রবেশাধিকার নিষিদ্ধ।
ভাঙ্গার মরসুমে পাশের হার পরলেই একমাত্র যোগ্যতার তরীতে ঠাই হয়।
ধার করে, গোগ্রাসে গিলে যা উগরে দেই,
হ্যাঁ
তাতে অনেক দাম পাই।
আত্মার তাড়নায়, অক্ষরের জেদে যে আবেগের ঘোড়া একদা ছুটেছিল।
সে আজ শান্ত।
আমি জেনে গেছি সেসব ক্লান্ত পাণ্ডুলিপির দাম
এক ঠোঙ্গা চিনাবাদাম।


মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

স্রাঞ্জি সে বলেছেন: আমি জেনে গেছি সেসব ক্লান্ত পাণ্ডুলিপি দাম এক ঠোঙ্গা চিনাবাদাম
খুব ভাল লাগল।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম!

শুভকামনা জানবেন স্রাঞ্জি সে। :)

২| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: Have you not heard, have you not seen that corps
Of shadows in the tower, whose shoulders sway
Antiphonal carillons launched before
The stars are caught and hived in the sun's ray?

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

ক্লে ডল বলেছেন: কোথাকার মন্তব্য কোথায় করলেন?

৩| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!

কিন্তু এই বুঝ আসতে আসতে জীবনের ঘড়ি যে বড় বেশী দৌড়ায় কবি!

+++

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

ক্লে ডল বলেছেন: বুঝ আসুক এ আমি চাই না। শুধু চাই আমাদের একাডেমিক সিলেবাস যেন বৈষয়িক আর জাগতিক সর্বস্ব না হয়

ভাল থাকবেন কবি :)

৪| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ে আরাম পাওয়া গেল । :)

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

ক্লে ডল বলেছেন: অনুপ্রাণিত হলাম কবি।

অশেষ শুভকামনা

৫| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় আত্নউপলোব্ধি! এটা জানতেই কত সাধনা কবি! চমৎকার!

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

ক্লে ডল বলেছেন: এ হয়ত উপলব্ধি নয়। আক্ষেপ!

অসংখ্য ধন্যবাদ ভ্রমরের ডানা। :)

৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

কাইকর বলেছেন: বাহ...সুন্দর

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম কাইকর! :)

৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! খুব চমৎকার। শেষের লাইন দুটো বেশ গভীর।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮

ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব আনন্দিত হলাম। এতখানি অনুপ্রেরণা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.