নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০


অনিন্দ্য,
এই যে তোমাকে লিখছি, এ কিন্তু শুধুই সাদা কাগজের বুকে অক্ষরের ছুটে চলা নয়। নীল খামে ভরা নিছক চিঠি নয়। ডাক পিয়নের হাত দিয়ে তোমার দরোজায় কড়া নাড়া নয়। এ আমার তোমাকে ভালবাসবার অনন্য অবলম্বন।

তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

সূর্যোদয় চেয়েছিলাম।
দিলে অমাবস্যা। বেশ। যা দিয়েছ, দু হাত পেতে নিলাম।
অভিযোগের কুপি আজ আর জ্বালবো না। আবেগের অবুঝ দাপাদাপি এখানে হতে দেব না। সমস্ত অপ্রাপ্তি গুলোকে বুকের সিন্দুকে তালা দিলাম।

শুধু তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

অনিন্দ্য, তোমার চোখ দুটো আজও আমার কাছে অনন্ত গোলকধাঁধা! অপার বিশ্ময়! কি আছে ওখানে! জ্যোৎস্না না যাদু, অগ্নি না অশ্রু, মায়া নাকি বিরাগ! তা আজও অমীমাংসিত । মীমাংসার ভার তোমাকে দিলাম।

তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

গভীর আলিঙ্গনেও তুমি অধরা রয়ে গেলে। মগ্নতায়, আরাধনায়, সাঁতরে, ডুবে, ভেসে, তোমার কূল পাইনি। আমার অস্থির বিষন্ন কথারা, বৈঠা হারিয়ে ভেসে গেছে কালের স্রোতে। আমাকে তুমি রাঙ্গিয়েছ আবার পুড়িয়েছ। আজ এতদিন পরে ধূলো জমা কৌতুহল, ঝেড়ে মুছে কলমের ডগায় আনলাম।

তাই, তোমার দুয়ারে অবাধ্য এক প্রশ্নকে পাঠালাম।

এমনও তো হয় কোনদিন, তুমি চাও ব্যস্ত নগরী হয়ে যাক নিঃসঙ্গ অরণ্য। ড্রিল মেশিন আর রডে হাতুড়িতে ঠোকাঠুকির শব্দ, হয়ে যাক শুকনো পাতার মর্মর। যন্ত্রিক কালো ধোয়া হয়ে যাক ফাগুন হাওয়া।
মেহেদী রাঙ্গানো, সোনার কাকন পরা, বেলী ফুল ভর্তি একজোড়া হাতের কথা মনে পড়ে? তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় চিরকাল বাড়িয়ে রাখা এই হাতের কথা, সেই সব দিনে কি তোমার মনে পড়ে?

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

অপ্‌সরা বলেছেন: অনন্তের চিঠিটা পড়ে মুগ্ধ হলাম আপুনি!!!!!!!!!!!!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

ক্লে ডল বলেছেন: আপনার মুগ্ধতায় প্রেরণা পেলাম। অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে।

অনন্ত না, অনিন্দ্য যে।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ! সুন্দর চিঠি! অনিন্দ্য কি চিঠিটা পেয়েছে?

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

ক্লে ডল বলেছেন: কিছু চিঠি হাওয়ায় উড়িয়ে দিতে হয়।অনিন্দ্য হয়ত ধরেছে, হয়ত ধরেনি। :)

অনেক অনেক শুভকামনা রইল।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

বাকপ্রবাস বলেছেন: অতীব সুন্দর

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

ক্লে ডল বলেছেন: অনেক কৃতজ্ঞতা। :)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: স্যরি!!!!!!!!

অনিন্দ! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

ক্লে ডল বলেছেন: ওকে!!!!! :)

বানান ভুল। :(

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

অপ্‌সরা বলেছেন: উফ তোমার অনিন্দ্যের জ্বালায় আর পারলাম না!!!!!!!

এত কঠিন নাম কেনো!!!!!!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

ক্লে ডল বলেছেন: হা হা হা!! :D খুব সহজ এবং সুন্দর নাম!!

নিজে বেখেয়ালি হয়ে বার বার অনিন্দ্যকে উল্টাপাল্টা নামে ডাকছেন আবার তাঁকেই দোষ দিচ্ছেন!! এ মহা অন্যায়!

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

অপ্‌সরা বলেছেন: :(

:(

:(

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

ক্লে ডল বলেছেন: :)
:)
:)

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
চিঠি সুন্দর লিখেছেন! ;)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

ক্লে ডল বলেছেন: প্রেরণা পেলাম।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকদিন পর আপনাকে পড়লাম।

দারুণ!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

ক্লে ডল বলেছেন: অনেকদিন পর এসে ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ। :)

ভাল থাকবেন।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল!

ভাল আছেন আশা করি। :)

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

শিখা রহমান বলেছেন: খুব সুন্দর!! মন কেমন করা কাব্য।

শুভকামনা কবি। ভালো থাকবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ক্লে ডল বলেছেন: আপনার মত একজন কবির কাছ থেকে কবি সম্বোধন পেয়ে আপ্লুত হলাম।

অফুরন্ত ভালবাসা নিন। :)

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কথামালা ভরে দিয়েছেন হলুদ খামের ভিতর সাদা কাগজে জড়িয়ে।
খুব সুন্দর, ভালো লাগা জানবেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ক্লে ডল বলেছেন: নাঈম শুভেচ্ছা জানবেন।

কৃতজ্ঞতা রইল, এতখানি প্রেরণা দেওয়ার জন্য।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটি নয়, অনেকগুলো অবাধ্য প্রশ্ন, যার মধ্যে সবচেয়ে আকুলতাময় প্রশ্নটি হলোঃ তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় চিরকাল বাড়িয়ে রাখা এই হাতের কথা, সেইসব দিনে (দিন) কি তোমার মনে পড়ে?

বেশকিছু কোট করার মতো কথা আছে, কিন্তু কপিপেস্ট যুগ না থাকায় দেখানো গেলো না

শুভেচ্ছা রইল

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ক্লে ডল বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আমার লেখা থেকে কোট করার জন্য!!

ভাল থাকুন। :)

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

সপ্রসন্ন বলেছেন: মায়াভরা আকুতি আর কিছু অপ্রাপ্তি সত্ত্বেও আশাবাদ ছড়ানো সুন্দর লেখা!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

ক্লে ডল বলেছেন: আনন্দিত হলাম। চিঠির ভিতর লুকানো আশাবাদও আপনার চোখে পড়েছে।

শুভেচ্ছা জানবেন সপ্রসন্ন। :)

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

ক্লে ডল বলেছেন: একি অসীম পিয়াসা
শত জনম গেল তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা।।
সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
অসীম ভালোবাসা।।


অনন্ত আকুতিময় গান নজরুলের।

ভাল থাকবেন শাহরিয়ার ইমন। :)

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় নয়ন মনি,
ওগো প্রিয়তমা, আমার প্রাণের সখি। সারাক্ষন এইমনের মাঝে তুমি। তুমি যদি বলো, তবে তোমাকেভালোবেসে মরতে পারি। ও আমার প্রনের প্রিয়া তোমাকে নিয়ে আমি কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত বেচে থাকতে চাই। আমিব্যচেলর থাকা কালীন বিশ্ব প্রেমিক হয়ে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমার ভেজা চোখ দিয়ে তোমার দিকে তাকিয়ে থাকতাম। যেন তুমি আমারঅনেক দিনের চেনা। বুক ভরা ভালোবাসা নিয়ে আমি রচনা করবো আমার স্বপ্নের পৃথিবী, ও আমার প্রানের চেয়ে প্রিয়, এতটুকু আশা কি আমার এই অবুঝ মন করত পারেনা, তুমি যে আমার শত জনমের প্রেম। সারা জীবন আমি শুধু তোমাকে চাই এটাই আমার হৃদয়ের কথা।এইতো প্রেম, আমরা যে রকম চাচ্ছিলাম। সারাক্ষন আমার এই চোখে শুধু তুমি তুমি আমার নয়নের আলো। প্রিয়া আমার প্রিয়াআমার এই অবুঝ হৃদয় সারাক্ষন শুধু বলেতোমাকে চাই। আমরা যখন আকাশ ছোঁয়া ভালোবাসার সীমানা পেড়িয়েচলে যেতাম অনেক দুর। তখন আমাদের এই অবুঝ প্রেমসারাক্ষন শুধু বলতো তুমি আমার প্রেম। ও আমার বিরাজ বৌ একবার বলোনা তুমি আমার। আমার মনে পরে সেই হারানো দিনগুলোর কথা। যখন হঠাৎ বৃষ্টি হয়ে আমাদের মাঝে এলো প্রেম। এইতো প্রেম, আমার মরণের পরে একবারের জন্য হলেও আমার প্রেমের সমাধিতে ফুল দিতে এসো। তাতে তুমি একটুওগুনাহগার হবেনা। (সংগৃহীত)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

ক্লে ডল বলেছেন: আমার ব্লগে স্বাগতম!!

এত এত ভালবাসা নয়ন মনি এর মন হৃদয়কে ছুঁয়ে যাক!!

অনেক অনেক ধন্যবাদ। :)

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

চাঙ্কু বলেছেন: চিঠিডা এত আফসুসিত কিল্লাই?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

ক্লে ডল বলেছেন: নতুন শব্দ শিখলাম আফসুসিত!! :)

চিঠিডা কিল্লাই যে এত আফসুসিত তা তো জানা নেই।

আপনি অনেক মজা করে মন্তব্য করেন চাঙ্কু মিয়া! :)
ভাল থাকবেন।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: মাইগ্রেনের মত এত্ত ভালোবাসা আমার প্রতি আর কারো নাই ,,, ৫ দিন হয়ে গেলো এটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে,,

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

ক্লে ডল বলেছেন: ডাক্তারের পরামর্শ নিন।

দ্রুত আরোগ্য কামনা করছি।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বেশ হৃদয় ভরা, মায়ামাখানো চিঠিটা পড়ে মুগ্ধ হলাম।

শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

ক্লে ডল বলেছেন: আপনার মুগ্ধতা অনেকখানি প্রেরণা দিয়ে গেল।

ভাল থাকবেন পদাতিক চৌধুরি। :)

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সূর্যোদয় চেয়েছিলাম।
দিলে অমাবস্যা। বেশ। যা দিয়েছ, দু হাত পেতে নিলাম।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নাইবা রইলো,
শরত রাতের গানের সুর
এই দেখনা প্রতি প্রাতে পাখিরা সব মেলছে ডানা,
অচেনা সেই সমুদ্দুর!! দৃষ্টি ফেরাও ,
দৃষ্টি মেলাও ভালোবাসা নেইকো দুর.....!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবিতায় ভালোলাগা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।

সুন্দর কথামালায় মন্তব্য সাজিয়েছেন!!
কৃতজ্ঞতা জানবেন।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন:

আপনাকে পূর্ণিমা দিলাম। এখন খুশিতো। :) সঙ্গে ভালোলাগা বোনাস ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

ক্লে ডল বলেছেন: আপনার পূর্ণিমা এবং প্লাস পেয়ে খুব আনন্দিত হলাম।

অফুরন্ত শুভেচ্ছা নিন। :)

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

হয়ত তোমারই জন্য বলেছেন: অনেক সুন্দর লিখেছেন এক কথায় দারুন 8-|

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ক্লে ডল বলেছেন: এতখানি প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানবেন। :)

ভাল থাকুন।

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: অসাধারন। বহুদিন পর ঝরঝরে পাঞ্চলাইন সমৃদ্ধ কিছু পড়লাম

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

ক্লে ডল বলেছেন: উৎসাহ পেলাম অনেক!! ভাল থাকবেন উদাসী স্বপ্ন।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



চিঠি লিখতে সময় নিয়েছেন অনেক তাই বোধহয় এতো দেরী হলো আসতে !
হাহাকার ভরা চিঠি । অধরা কাউকে ধরার তীব্র যাতনা নিয়ে লেখা !

অনেকটা এরকমের একটি চিঠি আছে আমারও নিরুদিষ্ট কাউকে লেখা -----নিরুদ্দিষ্ট একটি লেখা …

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

ক্লে ডল বলেছেন: আপনার থেকে প্রথম প্লাস পেলাম!! আনন্দ হচ্ছে! :)

চিঠি লিখতে একেবারেই স্বল্প সময় নিয়েছি। কিন্তু বেরসিক ব্যস্ততায় এখানে আসতে দেরী করিয়েছে।
সামুকে আমি অনেক ভালবাসি!
তাই দেরীতে হলেও বার বার ফিরে আসতে হয়। ফিরে আসি।

আপনার নিরুদ্দিষ্ট একটি লেখা অবশ্যই পড়ে আসব।

নিরন্তর শুভকামনা জানবেন। :)

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রিয়তে সেভ করে নিলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

ক্লে ডল বলেছেন: কৃতজ্ঞতাসসহ ধন্যবাদ জানবেন।

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

সনেট কবি বলেছেন: পড়ে মুগ্ধ হলাম

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

ওমেরা বলেছেন: চিঠিটা কবিতার মত ভাল লাগল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

ক্লে ডল বলেছেন: ছোট একটা বাক্য কিন্তু উৎসাহ দিয়ে গেল অনেকখানি।

অফুরন্ত শুভেচ্ছা নেবেন।

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনবদ্য।

+++++++++

১৪ নং মন্তব্যের উত্তর ও দারুণ দিয়েছেন।

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

ক্লে ডল বলেছেন: কৃতজ্ঞতা সহকারে শুভেচ্ছা নিন মাইদুল সরকার। :)

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:

আমিও যদি লিখতে পারতাম ......।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭

ক্লে ডল বলেছেন: ছোট্ট কথায় অঅনেকখানি প্রেরণা পেলাম!!

ভাল থাকবেন অপু দ্যা গ্রেট।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: বাতাসে ভাসিয়ে দেয়া চিঠি হয়তো একদিন অবাধ্য প্রশ্নগুলোকে নিয়ে প্রাপকের কাছে পৌঁছবে, হয়তো না; কিন্তু ইত্যবসরে তা বহু পাঠকের হৃদয় মন আন্দোলিত করে যাবে।
খুব সুন্দর কবিতা লিখেছেন, ছবিটাও খুব সুন্দর।
কবিতায় ভাল লাগা রেখে গেলাম + +।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

ক্লে ডল বলেছেন: আপনার মিষ্টি মন্তব্যে আমার কবিতা অলংকৃত হল!! :)

আপনার সার্বিক মঙ্গল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.