নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

পেট নামক অন্ধকার গহ্বরে দু\'মুঠো অন্নের আলো

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯


তোমাদের ব্যর্থতার লাভায় একদিন পৃথিবী ভরাট হবে ।ফিরে যাবে প্রাগৈতিহাসিক যুগে।
সভ্যতার বিষ চুম্বনে জীবনগুলো একদিন পাথর হবে। বিফল কালের, কলঙ্কের দাগ লেগে রবে সে পাথরে।

সভ্যতা, তোমার ক্ষিপ্রতার উল্লাস, বিদ্যুতের বাতি, আজও আলো জ্বালে নি ওই ঘরহীন সংসারে।
শত শতাব্দী হেটে আজও তোমার পাজরে অনাহারীর বসবাস।
পৌষ মাস আজও কারো কারো কাছে সর্বনাশের শ্বাপদ।
এখনও শুধু জ্বলে ওঠা জীবন থেকে ওম নেয় শীতাদ্র।

ট্রেনের হুইসেলে রাত্রি কেঁপে ওঠে। ওরা কাঁপে না।
সভ্যতার প্রতারণায় সূর্যের আলো একসময় বিক্ষোভ করে ওঠে।
তখন দৃশ্যমান হয়,
হুল ফোটানো শীত, নগন্য বস্ত্র, কিছু প্রাণ আর বাকী টুকু কুয়াশা।

ওখানে কোন প্রেম-অপ্রেমের বিলাসিতা নেই, ভাল-খারাপের মানদণ্ড নেই, চোখ জুড়ে স্বপ্নের নকশা নেই,। সেখানে একটাই আশা, একটাই বাসনা, একটাই সাধ। এক আচল উষ্ণতা আর পেট নামক অন্ধকার গহ্বরে দুমূঠো অন্নের আলো!

ছবিসূত্র

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

ক্লে ডল বলেছেন: হতে পারে। আর একটু বিস্তারিত বললে পরবর্তীতে নিজেকে শোধরানোর চেষ্টা করতাম।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ কবি। :)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোই...

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:



কবিতা এত ভাল বুঝি না ।

তবে শীতে অসহায়দের কথা বলা হচ্ছে বলে মনে হচ্ছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

ক্লে ডল বলেছেন: এখানে দুর্বোধ্য কিছু কি লেখা? বোঝার চেষ্টা করেছেন তাতেই আনন্দিত!

ধন্যবাদ অপু দ্যা গ্রেট। আপনি চমৎকার মুভি রিভিউ লিখেন। :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

আরোগ্য বলেছেন: কবিতায় ভালোলাগা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ক্লে ডল বলেছেন: অনেক ধন্যবাদ আরোগ্য। :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২

বিজন রয় বলেছেন: গতকাল এটি পড়েছিলাম।

অনেক ভাল কবিতা!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

ক্লে ডল বলেছেন: সত্যি অনেকখানি প্রেরণা দিয়ে গেল আপনার মন্তব্য।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল,




বোঝা গেলো, "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়............."

শিরোনামে 'অলো"কে "আলো" করে দিন। প্রথম লাইনে "ভরাটা"কে "ভরাট"

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

ক্লে ডল বলেছেন: এমন শুধরে দিলে খুবই আপন আপন লাগে।

কৃতজ্ঞতা সহকারে শুভেচ্ছা রইল। :)

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো লাগেনি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

ক্লে ডল বলেছেন: তাতে আমি খুশি। :D

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর করে বলেছেন ক্ষুধা আসলে কি । যারা কখনো ক্ষুধার্থ থাকেনি তারা বুঝবেনা এর কষ্ট।

++++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮

ক্লে ডল বলেছেন: রমজানে এই ক্ষুধার কষ্টটাই আমি বেশি অনুভবের চেষ্টা করি। যদিও ঠিক ঠিক অনুভুত হওয়ার কথা না। কারণ নির্দিষ্ট সময় পর আমার খাবারের নিশ্চয়তা থাকে।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

শিখা রহমান বলেছেন: ভালো লেগেছে কবিতাটা। শেষের লাইন দুটো দুর্দান্ত!!

কবিতায় ভালোলাগা কবি। শুভকামনা সতত!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

ক্লে ডল বলেছেন: আপনার মত বড় এবং প্রিয় একজন কবির মন্তব্য পেয়ে আনন্দ হচ্ছে খুব :)

ভাল থাকুন সর্বদা।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

অন্তরন্তর বলেছেন: মানবতার কবিতা। কবিতা বা গদ্য যত বেশি এমন লিখা হবে তত বেশি আমার তথা সমাজের লাভ হবে, মানুষের বোধোদয় জাগ্রত হবে। কবিতায় প্লাস।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

ক্লে ডল বলেছেন: আমাদের হৃদয়ে এখন একুশ শতকের ধুলোর আস্তরণ। কবিতা বা গদ্যতে আর ভেতরটায় বিপ্লব ঘটে না!! :(

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

অর্ক বলেছেন: খুব ভালো লাগলো বোন। আপনি ভালো লেখেন।

আন্তরিক শুভেচ্ছা রইলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

ক্লে ডল বলেছেন: অনেক প্রেরণা পেলাম আপনার মন্তব্যে। :)

শুভকামনা জানবেন অর্ক।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: উষ্ণতা আর অন্নের আলো পৌছে যাক সেসব মানুষের কাছে। দৈববলে হোক, অথবা আমরাই দেবলোকের ছায়া হয়ে যাই!

শুভেচ্ছা ক্লে ডল!

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

ক্লে ডল বলেছেন: আমিও এই কামনায় করি ডাচম্যান! আমিও খুব করে চাই, আমরা সভ্য মানুষগুলো দেবলোকের ছায়া হয়ে যায়।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটি শিরোনাম দিয়েছেন আপনার কবিতার!
"বিফল কালের, কলঙ্কের দাগ লেগে রবে সে পাথরে" - এটাও একটা অসাধারণ অভিব্যক্তি।
ছবিটা কবিতাকে সমৃদ্ধ করেছে।
"মাটির পুতুল" এরও এত তীব্র বোধশক্তি!!!
কবিতায় ভাল লাগা + +
('কেপে' কথাটাকে কেঁপে লেখলে ভাল হয়) :)

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ক্লে ডল বলেছেন: "মাটির পুতুল" এরও এত তীব্র বোধশক্তি!!!
কথাটি আমার লেখনীর সঞ্জীবনী শক্তিরূপে কাজ করবে।

বানান ঠিক করে নিয়েছি।
এতখানি প্রেরণা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা নিরন্তর। :)

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭

কালীদাস বলেছেন: কিছু মনে কৈরেন্না, কবিতাটা বুঝি নাই। কয়েকবার পড়লাম, যদি আক্ষরিক মানে কন তাইলে বুচ্ছি। কিন্তু ইনার মিনিং থাকলে বুঝি নাই :((

আছেন কেমুন? :)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

ক্লে ডল বলেছেন: কালীদাস!!!! আপনার শীতনিদ্রা ভাঙ্গল তবে!! !:#P

সভ্যতার এই অগ্রযাত্রায় আজও ক্ষুধার্ত,শীতপীড়িত, গৃহহীন মানুষ আছে। থাকাটা সভ্যতার জন্য লজ্জাজনক। এসবই বলতে চেয়েছি।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২০

অন্তরন্তর বলেছেন: শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

ক্লে ডল বলেছেন: শুভ নববর্ষ অন্তরন্তর!! !:#P

ভাল থাকুন সর্বদা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.