নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নকশা মাকড়সা

নকশা মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

মাঝরাতে পুলিশি অপারেশনে ঢাকায় ৯ জঙ্গি মারা গেছে.... আসলে হচ্ছেটা কি?

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৭

আইজিপি বললেন সন্ত্রাসীরা গুলি করতে করতে বেরিয়ে যাচ্ছিলো, আরেক পুলিশ অফিসার বললেন, সবার হাতেই ধারালো ছুরি ছিলো।
.
তাইলে কি সন্ত্রাসীরা ছুরি দিয়ে গুলি করতে করতেই বেরিয়ে গেল!?? :O
.
সন্ত্রাসীরা নাকি চিল্লায়ে চিল্লায়ে বলেছিলো ওরা আইএস! এদিকে আইজিপি সাহেব বলছে ওরা বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্য।
.
তবে উনি শিউর না কোন সেই সংগঠন। তাইতো স্টেটমেন্টের স্ক্রিপ্টে একটু ল্যাঞ্জা রেখেছেন।
.
বলেছেন- "ওদের কাছ থেকে কয়েকটা ব্যাগ উদ্ধার করা হয়েছে, সেগুলো তল্লাশি করলে অনেক কিছু জানা যাবে"
.
সুতরাং ওই ব্যাগ থেকে বিএনপি কিংবা জামায়াত-শিবিরের বই পাওয়া গেলেও কবি মোটেও অবাক হবেনা।
.
মাদ্রাসার ছাত্রও বেরিয়ে আসতে পারে! তবে তা কাওমী মাদ্রাসা নাকি নর্থ সাউথ মাদ্রাসা তা নিশ্চিত নয়।
.
আমাদের হোম মিনিষ্টার মাঝেমাঝে গর্বে গর্ভবতী হয়ে বলে ফেলেন, উনাদের অবস্থা FBI থেকে উন্নত।
.
ওয়েল....
.
FBI কোন অপারেশনে সন্ত্রাসী মারলে সাথেসাথেই ছবি এবং পরিচয় প্রকাশ করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা তা দেখলাম না।
.
নিহত ৯ সন্ত্রাসীর চেহারা দেখা গেলে সেখানে পাড়ার করিম উদ্দিনকে দেখা গেলেও কবি অবাক হবেনা।
.
সন্ধ্যারাতে সন্ত্রাসী মারতে গিয়ে এক জোড়া পুলিশ মারা গেল, অথচ সন্ত্রাসী মরলো না....
.
আর এখানে মাঝরাতে ৯ টা সন্ত্রাসী মেরে ফেললো পুলিশ বাট একজন পুলিশেরও কিছু হলো না!
.
ওয়াও!! হোয়াট আ চেইঞ্জ!
.
আইজিপি সাহেব বললেন, ওদের পরনে জঙ্গি পোষাক ছিলো।
.
ইনকেইস, যদি ছবি প্রকাশ করাও হয় আর সেখানে যদি লাশের গায়ে পাঞ্জাবী পাওয়া যায়, তাতেও কবি অবাক হবেনা।
.
যাহোক আমার কথা হলো-
আমরাও চাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার হারানো সুনাম ফিরে পাক।
.
আমরাও চাই আমাদের দেশ সন্ত্রাসী/জঙ্গি মুক্ত হোক। এসব নিন্দনীয় জঙ্গি তৎপরতা বন্ধ হোক।
.
কিন্তু, তা কোন ভাবেই স্টার জলসা স্টাইলের নাটক সাজিয়ে বা সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়ে তাকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে নয়!!
.
আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা এখন সবই সম্ভব....
.
এমনকি হাতকড়া পরিহিত অবস্থায় ক্রসফায়ার করে মারার মত জঘন্য কাজও....
.
৯ জনকে মারার কাহিনী যে সাজানো স্ক্রিপ্ট নয়, আর এদের মাঝে যে এক জনও নিরিহ ব্যাক্তি ছিলো না....
.
এই ব্যাপারে জাতি যথেষ্ট সন্দিহান.....
.
কারন, গুলশানে আটক করা এবং নির্যাতন করে মেরে ফেলা কথিত জঙ্গিও একজন দরিদ্র বাবার সন্তান এবং ওই রেস্টুরেন্টের সাধারণ কর্মচারী ছিলো....
নিল সালু

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮

আহলান বলেছেন: হিসাব মেলানো ভার, আয় ব্যয় একাকার .... সন্ধে নামার পর এলো গধুলী ......

২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩৪

প্রবাসী একজন বলেছেন: ভাই..শেয়ার বাজার এর বিচার কি হবে? বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া টাকার খবর কি?...সাগর রুনি, সাতখুন, কিংবা তনু হত্যার কতটুকু অগ্রগতি...মনে আছে আপনাদের বিশ্বজিত এর কথা...তার বিচার এর কি হল.... এই ছবিটা দেখেন আর নিজের মুখে নিজের থুথু টা ফেলেন...ভাই..শেয়ার বাজার এর বিচার কি হবে? বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া টাকার খবর কি?...সাগর রুনি, সাতখুন, কিংবা তনু হত্যার কতটুকু অগ্রগতি...মনে আছে আপনাদের বিশ্বজিত এর কথা...তার বিচার এর কি হল.... এই ছবিটা দেখেন আর নিজের মুখে নিজের থুথু টা ফেলেন..থুথু হচ্ছে বাঙ্গালী হিসেবে আমাদের একমাত্র পাওয়া......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.