নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নকশা মাকড়সা

নকশা মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

"শাহবাগি" শব্দটি কেন গালি হলো:

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৭

নাসির জমশেদ খেলার মাঠে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু বললে, আপনি পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে যান। ব্যানার ফেস্টুন হাতে গলা ফাটান।
কিন্তু ভারতীয় পানিতে সৃষ্ট কৃত্রিম বন্যায় মানুষ ডুবে মরলে, আপনি কনসার্ট করে টাকা তোলে সাহায্যের নামে পিকনিক করতে যান, দূতাবাস ঘেরাও করতে মনে থাকে না। আপনি শাহবাগি।
.
তুরস্কে ক্যু করে ২৫০ জন মানুষ মারা হলো। প্রতিক্রিয়ায় ক্যু তে হেল্প করার অভিযোগে পত্রিকা বন্ধ করা হলে আপনি গর্জে ওঠেন। ছি! ছি! মিডিয়ার স্বাধীনতা কই? অথচ কাল বাংলাদেশে "আমার দেশ" "শীর্ষনিউজ" সহ ৩৫ টি নিউজ পোর্টাল বন্ধ করা হলো, কোনো কারণ না দেখিয়েই। আপনি মুখে কুলুপ এঁটে বসে আছেন। নি:সন্দেহে আপনি শাহবাগি।
.
দিনের পর দিন ভারতীয় পানিতে সৃষ্ট বন্যায় মানুষ মরছে। সে খবর আপনার চ্যানেলে আসে না, পত্রিকায় আসে না। কিন্তু ভারতীয় হাতি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছে, না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। বারবার এই খবর প্রচার হয় আপনার চ্যানেলে, "হাতি ধরার অনুষ্ঠান" লাইভ দেখানো হয়। আপনি শাহবাগি।
.
হরতালের সময় পিকেটাররা রাস্তার পাশের গাছ কাটলে, আপনার পত্রিকার শিরোনাম হয়, "গাছ হত্যা"! আর সুন্দরবন ধ্বংস করা হচ্ছে, আপনি চুপ আছেন, ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছেন ঠিকই আছে কিংবা চক্ষু লজ্জার ভয় দায়সারা গোছের মৃদু প্রতিবাদ করেন আমতা আমতা করে।। আপনি শাহবাগি।
.
দিনের পর দিন, "গরু চোর" আখ্যা দিয়ে মানুষ মারছে বিএসএফ। আপনার চেতনার সরকার কিছু বলে না, নিজেও কিছু বলেন না। "মাইলস" এর হামিন-শাফিন প্রতিবাদ করলো। তাদেরকে ইন্ডিয়ায় নিষিদ্ধ করলো। আপনি হামিনদের পক্ষে না দাঁড়াইয়া উলটা হামিনদের "ছাগু" বলেন। অথবা ইনাইয়া বিনাইয়া বলেন, রুপম ভুল করছে কিন্তু হামিনও ভালা না।
তুই ধুরন্ধর শাহবাগি।
.
(কবিতার নাম: "শাহবাগি" শব্দটি যেভাবে গালিতে পরিণত হলো--
"বছরের পর বছর মাসের পর মাস, আমরা একটা গালি খুঁজছিলাম
একটা গালির জন্যে অপেক্ষা করছিলাম
অধীর আগ্রহে বসে ছিলাম
দালাল বেকুব ধুরন্ধর চেতনাবাজ
কোনো শব্দেই গালিটা প্রকাশ করা যাচ্ছিলো না।
অপেক্ষা করতে করতে যখন আমরা ক্লান্ত
আশা ছেড়ে দিয়েছি।
তখনই আসলো শব্দটা
শাহবাগি
শাহবাগি বললে আর কনো গালি দিতে হয় না।
কাউকে কোনো নিকৃষ্ট পশুর বাচ্চা
কোনো বাজে মহিলার বাচ্চা
কোনো নিকৃষ্ট জীব।
কিছুই বলতে হয় না
"শাহবাগি" পৃথিবীর সকল গালির সমাহার!
Written by-
Kausar alam

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হুহ!

হাতি ঘোড়া গেল তল....
ভেড়া(পড়ুন ছাগল) বলে কত জল!

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

নকশা মাকড়সা বলেছেন: Hmm

২| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০০

মো: মাহাদী হাসান বলেছেন: খুব ভাল বলেছেন। ওরা মানুষ নয়, ওরা শাহবাগী। ওরা নিজেদের আত্মার সাথেইই প্রতারণ না করে

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

নকশা মাকড়সা বলেছেন: Thank u

৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮

মাথা নষ্ট একজন বলেছেন: ওরা আসলেই শাহবাগি। লেখাটা অনেক ভাল লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩২

নকশা মাকড়সা বলেছেন: Thank u

৪| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩

হুমায়রা আনিস বলেছেন: পারলে অমন কোন পিকনিকে গিয়ে দেখান..
খালি তো লিখতেই পারেন

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯

নকশা মাকড়সা বলেছেন: Why should i go in such a picnic? Ain't I responsible to do welfare for my country? I will keep writting. That's my duty to make people conscious.
Look at urself. What did u do to save rampal? Nothing, isn't it? Go change urself first and then come to suggest me.

৫| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৬

এম.এইচ. লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন ....।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯

নকশা মাকড়সা বলেছেন: আমার লেখা না রে ভাই
লেখকের নাম উল্লেখ করে দিয়েছি
https://www.facebook.com/kawsar.poet

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.