নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নকশা মাকড়সা

নকশা মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

খুলনা-বাগেরহাটের মানুষেরা সব নাকি চোর!!

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

ম্যাডাম বললেন, খুলনা-বাগেরহাটের মানুষেরা সব নাকি চোর!!
.
তাদের চুরি বন্ধে এবং কর্মসংস্থান করতেই ম্যাডাম সুন্দরবনে বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছেন!
.
অবশ্য ম্যাডাম আরেকটি কথারও অর্ধেক বলেছেন, 'ওখানের মানুষ নাকি চুরি করতে গিয়ে বাঘের পেটে যায়.....'
.
ম্যাডামের চা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে বাকিটা বলেননি, কবি বাকিটা বলেছেন- '....তাই যাতে কাউকে চুরি করতে না হয় সেজন্য বিদ্যুৎ কেন্দ্র, আর যাতে বাঘের পেটে যেতে না হয় সেজন্য.....'
.
(কিছু কথা থাকনা গোপন)
.
Believe it or not, দেশের প্রধানমন্ত্রীর মুখে দেশের কোন একটি বিভাগের মানুষের ব্যাপারে এমন কান্ডজ্ঞানহীন বক্তব্য শুনে কবি বেশ কয়েকবার ফাঁসি দিয়েছে! :-(
.
ওয়েল...!
.
চারগুণ মূল্যে বিদ্যুৎ বিল, কুইক রেন্টালে ভর্তুকি আর জনগণের ট্যাক্সের টাকায় বানানো সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি!
.
আমার বিল্লি আমাকেই বলে মেঁও! হাউ ফানি!!!
.
ম্যাডাম ৩২ দন্ত দেখিয়ে হাসি দিয়ে বললেন- রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বাহির হবে তা থেকে কার্বন তৈরি করে সেটি দিয়ে নাকি মুখ পরিষ্কার করা যাবে!
.
বাহ! চকলেট মাক্সের পর ফেসিয়ালের নতুন মাস্ক 'কয়লা মাস্ক' যা আপনার চামচামির :-P থুক্ক চেহারার সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে!
.
এতদিন বাজারে গুজব ছিল বিএনপি নেত্রী শুধু পার্লারে যায়!
.
এবার তো দিপুমণি+সাহারারা ফেয়ার এন্ড লাভলীকে চ্যালেঞ্জ করবে, F&L কোম্পানির ইন্ডিয়া চলে যেতে হবে উইথ ব্যাগ এন্ড বেগার্স!
.
তো, এই মহান 'থিওরি অফ ফেসিয়াল'এর জন্য ম্যাডাম কয়টা নোবেলের যোগ্যতা কুড়ালো তা নিয়ে কবি আজ বড়ই কনফিউজড!
.
আচ্ছা, প্রতিবছর প্রায় ২ লাখ টন বটম এ্যাশ ও ৭ লাখ ৫০ হাজার টন ফ্লাই এ্যাশ (উড়ন্ত ছাই) তৈরি হবে। এই উড়ন্ত ছাইগুলো কি উড়তে উড়তে ইন্ডিয়া চলে যাবে?
.
দাদাদের কথা বলতে গিয়ে ম্যাডাম বললেন- "ভারত একটি বিশাল দেশ, আর আমাদের দেশ হলো ছোট্ট একটু জায়গায়। তাদের সাথে তুলনা আমাদের খাটেনা।"
.
তো ম্যাডাম, এত্ত এত্ত বিশাআআআল দেশে সামান্য একটা বিদ্যুৎকেন্দ্রের জায়গা হলো না দাদাদের! আমাদের এই 'ছোট্ট' একটু জায়গায় ক্যান??
.
কবি বেশি কথা বলবে না, বললে আবার 'হারিকেন' জ্বালিয়ে সংসার করতে হবে :-( :'(
.
২ দিন আগে ময়লানা মুতিয়া চৌধুরী বলেছিলো- "ফারাক্কার সব বাঁধ খুলে দিলেও বাংলাদেশের কোন ক্ষতি হবেনা"
.
ঠিক ২ দিন পর দাদারা ফারাক্কার সব বাঁধ খুলে দিলো। ব্যাস, পদ্মা পাড়ের ৩০ টি গ্রাম পানিতে তলিয়ে হয়ে গেল "বঙ্গবন্যা"
.
কোন এক সময় ম্যাডাম বলেছিলেন- "১০ টাকায় দেশের মানুষ কে চাউল খাওয়াবো"
.....বাকিটা ইতিহাস......
.
এখন ম্যাডাম বললেন- "রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন এবং পরিবেশের কোন ক্ষতি হবেনা"
.
(কবি নীরব, বাকিটা নিজ দায়িত্বে বুঝে নেন)
.
যদি দাদাদের বিদ্যুৎ গিফট করার এতই খায়েশ তো তৈলমর্দন পর্বে :-P থুক্ক প্রশ্নোত্তর পর্বে কুখ্যাত এনভায়রনমেন্টালিস্ট ও চ্যানেল লীগাত্তোরের মোজাম্মেল বাবু আর গোলাম মর্তুজারা যেই তৈলমর্দন করেছে তা দিয়ে কয়েকটি তৈল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেললেই তো পারেন!
.
আর এতই যদি মনে হয় পরিবেশের কোন ক্ষতি হবেনা, তাহলে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটা সুন্দরবনে না করে ধানমন্ডি-৩২ কিংবা গোপালগঞ্জে করতে সমস্যা কোথায়??
নীল সালু

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৬

হানিফঢাকা বলেছেন: বেশি ক্যাচাল করলে কিন্তু বিদ্যুৎ বন্ধ কইরা দিব। তখন কিন্তু ব্লগিং করতে পারবে না। হুম, বুইঝেন কিন্তু :D

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮

নকশা মাকড়সা বলেছেন: ওহ আল্লাহ
বিদ্যুৎ তো ম্যাডামের বাপ দাদার সম্পত্তি
জনগণকে দয়া করে ভিক্ষা দিচ্ছে এটাই বিশাল

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

হানিফঢাকা বলেছেন: জ্বী, এতক্ষনে লাইনে আসছেন। এই জিনিষটা মাথায় রাখলে আর কোন সমস্যা নাই। আমার মত আপনিও বলেনঃ

পেট ভরে নাহি খাই
রাজকর দেওয়া চাই

ধন্য শ্রমিকের দান
হিরকের রাজা ভগবান।
(পুরাটা মনে নাই)

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

নকশা মাকড়সা বলেছেন: মন্তব্যটা ভালো ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.