নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নকশা মাকড়সা

নকশা মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রশ্ন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০

-- মিরকাসেমের ১৫ মিলিয়ন ডলার লবির তথ্য সত্য হলে, ফাসি হচ্ছে কেন?

-- ভয়ঙ্কর ৭ মার্ডার , বিশ্বজিৎ, তকির, সাগর রুনী, সোহেল রানার বিচার বাদ দিয়ে, জামায়াত নেতাদের ফাসির অগ্রাধিকার কেন?

---আজীবন ক্ষমতা আর একদলীয় শাসনের সঙ্গে ফাসির রায়ের বিফ বার্গারটা কি?

-- ফাসি বন্ধের আউভান নাকি বন্ধ করতে বাধ্য করা ? ৩৫ইইউ এম পি আর জাতিসংঘের ফাসি বিরোধী চিঠির আইনি ব্যখা কি?
ভুল বিচারের অভিযোগ তুললে, খুনের দায়ে হাসিনার বিরুদ্ধে কেন আন্তর্জাতিক আদালতে অভিযোগ গঠন নয়?
পশ্চিমাদের এই তামাশা বন্ধ হবে কবে?

---বিএনপির উদ্দেশ্য কি? জোটের নেতাদেরকে ডিফেনড করায় অনীহা কেন? ১৫তম সংশোধনীতেতো জিয়ার ধর্মভিত্তিক রাজনীতি বহাল করলো হাসিনা। যুদ্ধাপরাধ নয়, এরা ধর্মভিত্তিক দল। খালেদার সমস্যা কোথায়?

-- ব্রাজিলের প্রেসিডেন্টকে অর্থ তসরুফের অভিযোগে অভিশংসন করে পদত্যাগ করালো সংসদ।

১০ বছরে নাকি ৭৫ হাজার কোটি টাকা লুট করেছে সরকার। ৯৫ ভাগ সাংসদ ব্যবসায়ী।
মাল মুহিত আর হাসিনা মিলে ভিন্ন অর্থমন্ত্রণালয় খুলে সারাবছর লুটছে।
কোথায় সংসদ? কোথায় বিচার?

--সংসদ মিউজিয়ামে? নাকি মিউজিয়ামে সংসদ? রৌশন হিজড়া দল নাকি বিরোধী দল? বিরোধী হলে কেরীকে কেন ইএম সেন্টারে হিজড়াদের মত ভিজিটিং কার্ড হাতে আক্রমন?
ভিজিটিং কার্ড বিরোধী দল কি নতুন সংশোধনী?

---কেরী কেন মার্কিন নিরাপত্তায়, মার্কিন গ্রীন জোনে আনিয়ে খালেদার সঙ্গে বৈঠক করলো?

---ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে। ৫ জানুয়ারীর সংসদ মিউজিয়ামে এরা কারা?


-- কোন দেশের ৯৯.৯৯ ভাগ মানুষ মহাপণ্ডিত? টক শো আর ফারাক্কা চুক্তির মধ্যে পার্থক্য কি? দুটোই চুক্তি। একটা, মোজা বাবু। আরেকটা মুজিব ইন্দিরা।

-- দার্শনিক অ্যান র‍্যনড পড়া শুরু করি ৩৫ বছর আগে। তার কটি কথা।

১) স্বার্থপর না হলে হেরে যাবে।

২) তুমি একটা ইঞ্জিন। বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না।

৩) পৃথিবীতে ২ রকম মানুষ। এক, যাদের নিজের মন আছে। দুই, যারা আগাছা। অর্থাৎ উকুনের মতো অন্ন্যের মাথায় বাস করে, রক্ত খেয়ে বাঁচে।

প্রশ্ন,

আওয়ামীলীগ কি ৭১ এ বন্দী রেখে আগাছা জাতি বানাবেই?

--কার ছাল আগে তোলা উচিত?
জিয়া নাকি ৫ম সংশোধনী করে জামায়াতকে রাজনীতিতে এনেছে। তাই তার পদক কবর বিরুত্তমের ছাল খুলে ফেলতে হবে। ভাল। কিন্তু জিয়ার কপাল খারাপ। তার আগেই হাসিনা- এরশাদের ষড়যন্ত্রে খুন।

এরপর ২৪ বছরে ৫ বার জামায়াতের সঙ্গে সংসদে। বলুন, জিয়া না হাসিনা, কার ছাল খুলে ফেলা উচিত?

১৫ তম সংশোধনীতে সংবিধান খুরে খুরে আজীবন ক্ষমতার বৃক্ষরোপণ। সেখানে এরশাদের ইসলাম, জিয়ার ধর্মভিত্তিক রাজনীতিকে আইনে রুপ দিল হাসিনা। বেআইন করলো, ২ জনের সামরিক শাসনামল। সামরিক জিয়া খারাপ কিন্তু সামরিক এরশাদ ভাল।

ধর্মনিরপেক্ষ সংবিধান থাকবে আবার ধর্মভিত্তিক রাজনীতিও।

হাসিনা এরশাদ এখন সংসদে।

বলুন, জিয়া না হাসিনা, কার ছাল আগে খুলে ফেলা উচিত?

লেখা ---- মিনা ফারাহ

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:

"-- ভয়ঙ্কর ৭ মার্ডার , বিশ্বজিৎ, তকির, সাগর রুনী, সোহেল রানার বিচার বাদ দিয়ে, জামায়াত নেতাদের ফাসির অগ্রাধিকার কেন? "

-জামাত নেতারা অনেক গুনের গুণী, শুধু জামাতের নেতা নন, সাথে সাথে পাকিস্তানী সৈনিক ও জল্লাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০

নকশা মাকড়সা বলেছেন: সারাদিন প্রথম আলু টাইপের পত্রিকা পড়লে ওইরকম ফ্যান্টাসি তেই ভুগবেন। কয়টা জামায়াত নেতার সাথে চলেছেন?
পাথর দিয়ে কম্পিউটার বানানো যায়, তেমন পাঁঠার মত মন্তব্যও করা যায়।
শিম্পাঞ্জির সাথে মানুষের ডিএনএ ম্যাচিং ৯৮%
ডিএনএ টেস্ট খুব শিগ্রই করে ফেলেন। আফটার অল ব্রোঞ্জ যুগের বাসিন্দা আপনারা।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:



মিনা ফারাহ এক লেখক, ডোডোও একটা পাখী, সাপও গৃপালিত পশু

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৫

নকশা মাকড়সা বলেছেন: আর , তেলাপোকাও একটা দানব, চাঁদগাজীও একটা ছ্যাঁচড়া মুক্তিযোদ্ধা
সারাদিন যে এত শিক্ষা চাই শিক্ষিত মানুষ চাই বলে ম্যাতকার করেন, আপনি নিজে কি পাস করেছেন? ভারত প্রেম আর নাস্তিকগিরি ছাড়া আর কোন দিকে প্রতিভা আছে আপনার?

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৯

মুহীদ বলেছেন: /:) /:) /:)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৯

নকশা মাকড়সা বলেছেন: /:) /:) /:)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



মউদুদীর ফাঁসীর অর্ডার হয়েছিল, গোলামে আজমেের বয়সের জন্য ফাঁসী হয়নি, জেলে মারা গেছে, নিজামীর ফাণনসী হয়েছে; প্যাটার্ন কি বলে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

নকশা মাকড়সা বলেছেন: প্যাটার্ন বলে বাকিদেরও ফাসি হবে

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
মির কাসেমকে ঝুলতেই হবে,শিগ্রই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

নকশা মাকড়সা বলেছেন: সবাইকে মরতে হবে
এত আনন্দিত হওয়ার কিছু নাই।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


"-- মিরকাসেমের ১৫ মিলিয়ন ডলার লবির তথ্য সত্য হলে, ফাসি হচ্ছে কেন? "

-কারণ, লবিস্টরা সুবিধা করতে পারেনি, বিপক্ষে আছে শেখ হাসিনা; উত্তর মিলেছে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪

নকশা মাকড়সা বলেছেন: উত্তর মিলেছে ,
উত্তরটা অন্যরকম হতে পারে। লবিং এর ব্যাপারটা পুরোটাই গুজব ছড়ানো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.