নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ান মুভি : New World (2013)

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

New World (2013) একটি অসাধরন কোরিয়ান থ্রিলার মুভি যা টানটান উত্তেজনায় ভরপুর। পুলিশ অফিসার Ja-Sung তার চীফ Kang অধীনে কোরিয়াতে বৃহত্তম অপরাধ সিন্ডিকেটের বিরুদ্ধে গোপনে আট বছর ধরে তদন্ত করেন। অপরাধ সিন্ডিকেটের সাথে জড়িত লোকজনরা তাকে সবাই একজন গ্যাং লিডার এবং সেকেন্ড ইন কমান্ড Jung Chung এর ডান হাত বলে জানতো। কিন্তু তাদের নেতা একটি রহস্যময় গাড়ী দুর্ঘটনায় মারা যান। তিনি মারা যাবার পরই উত্তরাধিকার সুত্রে তার জায়গা পাবার জন্য দুই সেকেন্ড ইন কমান্ড Jung Chung এবং Lee Joong-goo এর মধ্যে রক্তক্ষয়ী ও বুদ্ধির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়।



আমি জাস্ট শুরুটা বললাম। কাহানি কিন্তু আরও জটিল এবং টুইস্টে ভরা।



http://www.imdb.com/title/tt2625030



Imbd rating : 7.4



আমার রেটিং: ৮



টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ Click This Link



সাবটাইটেলঃ Click This Link



ডাউনলোড নিজ দায়িত্তে করবেন। গুগুলে সার্চ দিলে অনেক ডাউনলোড লিঙ্ক পাবেন।



>>>>> আসসালামু আলাইকুম <<<<<<

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

চটপট ক বলেছেন: োরিয়ান মুভি গুলা দারুন। বাট দোকানে পাওয়া যায় নাঃ( আর নেট তো আনলিমিতেড না, তাই নামাতেও পারি না।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনি যদি একবার কোরিয়ান মুভির ভক্ত হয়ে যান, তাহলে আপনাকে হলিউড বলিউড কোনটাই আর টানবে না :)

২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

যোগী বলেছেন:
নামাইতে দিলাম, ১০ মিনিট দেখব, ফাউল মুভি হইলে ঠাটায়া গালি দিয়া যাবো

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: সাবটাইটেল দিলাম সাথে। ভাই আমিতো আপনার রুচির সম্পর্কে জানিনা। সবার রুচি আলাদা। আমার অনেক ফ্রেন্ড কোরিয়ান মুভি দেখতে চাইনা থেমে থেমে সাবটাইটেল পড়ে দেখতে হয় বলে। এবং আপনি যদি কোরিয়ান মুভি কেটে কেটে (টেনে টেনে) দেখেন তাহলে কিছু বুঝবেন নাহ। কোরিয়ান মুভি কেটে কেটে (টেনে টেনে) দেখার চাইতে না দেখাই ভালো।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

আরজু পনি বলেছেন:

আমি গনহারে সিনেমা দেখতে পারি না ...সময়ও পাই না । তবে শেয়ার নিয়ে রাখলাম যদি দেখতে ইচ্ছে করে। আর ডাউনলোড করে দেখি ...

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: জি ভাই দেখতে পারেন। কোরিয়ান মুভি আমার কাছে নেশার মত।

৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: টরেন্টের ভাষা ইংরেজী তো? নয়ত পরে মুভি ডাউনলোড করে কিছুই বুঝবো না, সব ওপ্পা গাংনাম স্টাইল লাগবে। :P :P

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: সাবটাইটেল ব্যবহার করেন মেম :)

৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা দরকার......

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: দেখেনেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.