নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমি চুপ করেই থাকি... চুপ থাকবো।

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

আমি নিতান্তই সাধারণ ঘরের ছেলে, স্বপ্ন দেখতে ভালোবাসি। অনেক বড় হবার স্বপ্নে বিভোর থাকি। কখনোও উচ্চ প্রত্যাশা আমি কখনই করিনাই। আমি যে খুব ধর্ম প্রান মানুষ তাও নয় কিন্তু ধর্মকে আগলে রাখার চেষ্টা করি যতটুকু পারি। আমি খেতে ভালোবাসি। আমি শাহরুখ খান বা সালমান খান না। আমি হ্যান্ডসাম ও না। আমি স্টাইল করে রং ডং করে পিক ও তুলতে পারিনা। পারিনা সুন্দর করে কথা বলতে হাসতে। পারিনা হাজার মেয়ের সাথে মজা করতে। আমি পারিনা কারো মনে কষ্ট দিতে তাই যত পারি কম কথা বলতে চেষ্টা করি। যে যত টুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে তত টুকু সম্মান দেয়ার চেষ্টা করি। কষ্ট পেলে চুপ থাকি। তাই বলে এইনা আমার মন বলে কিছু নাই। কাওকে ভালো লাগতে পারে ... হয়তো লাগে কিন্তু তারও তো আমাকে ভালো লাগতে হবে। একতরফা ভালো লাগার কোন মানে নাই। তাই আমি চুপ করেই থাকি... চুপ থাকবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

অবুজ সাথী বলেছেন: এত চুপ করে থাকলে স্বপ্নতো সব ডুব মারবে।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কি করবো তাহলে? আমার যে কিছুই বলার নাই। আল্লাহ আছে, আল্লাহ যা করেন তা ভালর জন্যেই করেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.