নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সালমান শাহ ও সাকিব খান নিয়ে যারা তুলনা করতে চান তাদের বলছি

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩





সাকিব খানকে কে আমিতো পাত্তাই দিতাম না। এখন একটু দি । কেন জানেন??? কারন ওর অনেক পিক ও ফানি পিক আমি দেখতে পাই। সেম আমাদের জলিল ভাইও। এরা সকলের মাঝে জনপ্রিয় হইছে ফেসবুকের মাধমে। সালমানের সময় এত মিডিয়া ছিল না। তারপরেও ও এত জনপ্রিয়তা অর্জন করছে যা এখনকার কোন নায়কেরও নাই। ওর মারা যাবার খবরে সারাদেশে যে শূন্যতা শুরু হয়েছিলো তা অন্য কোন নায়কের বেলায় হয় নাই। এমনকির মান্নার সময় ও না। এমনকি অনেক মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। সিমপ্লি, নিচু, মধ্যবিত্ত, উচ্ছবিত্ত সকলের মাঝে ওর গ্রহণযোগ্যতা ছিল যা অন্য কারোর মাঝে পাওয়া যায় নাই। তাই সালমানের সাথে কারো তুলনা করা যাবে না, এখনকার নায়কদেরও সালমানের কাছাকাছি যাবার যোগ্যতা এখনো দেখা যায় না। রিয়াজ, ফেরদৌস কারো সেই রকম জনপ্রিয়তা নাই। সাকিবের ত নাইই।







সব কথার শেষ কথা, সালমানের সাথে কারো তুলনা চলবে না। ওর ধারের কাছে যাবার যোগ্যতা এখনকার কোন নায়কের নাই







একটা কথা না বললেই নয়, আরেফিন শুভ। আমার কাছে মনে হয় ওই পারবে নিচু, মধ্যবিত্ত, উচ্ছবিত্ত সকলের মাঝে ওর গ্রহণযোগ্যতা আনতে যদি সে আরও ভাল সিনেমা করতে পারে, কাজে সিরিয়াস হয়।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

কালীদাস বলেছেন: সালমানের ধারে কাছে আজ পর্যন্ত একজনরেও দেখলাম না। তবে ফুটানি মারাতে/নিজের ঢোল নিজে পেটাতে একেকজনের যে লেভেল- সালমান সেটার ধারেকাছে কোনদিন যায়নি।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ভাই আপনার সাথে একমত। আমরা চায় সালমানের ধারের কাছে যেতে পারে এমন কোন অভিনেতা আসুক

২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: কেউ তুলনা করেছে বলে তো শুনিনাই !! আপনাকেই এই প্রথম দেখলাম

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ভাই ফেসবুকে অনেক হয়। মুভি রিলেটেড কোন গ্রুপ এ যুক্ত থাকলে এতদিনে জানার কথা।

৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৫

শুঁটকি মাছ বলেছেন: সালমান শাহ যখন মারা গেছিল,তখন বয়স আছিল চার বছর!!!!কিচ্ছু বুঝতাম না।খালি শুনছিলাম সালমানের দুঃখে আপামার নারী জাতি ব্যাথিত।বড় হওয়ার পর সালমানের সিনেমা দেইখা বুঝি কেন নারী জাতি এত বেশী কাতর হইছিল!!!!

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: সালমান শাহ মারা যাবার খবর অনেক শকিং আছিলো। আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই। পরে অনেক পেপার পড়ে নিশ্চিত হলাম

৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

মেহেদী হাসান '' বলেছেন: ঠিক। একমত।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই :)

৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: চাখিভ খানের কোন মুভি এখোনো দেখিনি তবে সালমানের প্রায় সব মুভি দেখেছি....!

''আমরা চাই সালমানের ধারের কাছে যেতে পারে এমন কোন অভিনেতা আসুক'' সহমত।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ইনশাল্লাহ :) আমরা পাবো হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হবে। ভালো অভিনেতা যুগ যুগ ধরে আসে না।

৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সহমত ! সালমানের বিষয়ে নতুন করে বলার কিছু নেই ! হি মেইন্টেইন এ ক্লাস ! সবচেয়ে বড় কথা হচ্ছে সালমানের শূন্যতা এখনো পূরণ হয় নি ! আমি আরিফিন শুভ কে নিয়ে আশাবাদী !

২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আরেফিন শুভ ম্যাচিং করে ড্রেস পড়ে এমনকি জুতাও। আমার তো মনে হয় ওর লগে জলিলের বউ কি নাম যেন মনে পরছে না, ওরে মানাবে :)

৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনন্ত জলিলের প্রচেষ্টা নিয়ে অনেকে সাধুবাদ জানান , আমি পারিনা ! কেন পারিনা এই গান টি দেখলে সবাই বুঝতে পারবেন , তার রুচি এবং তার মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ আছে !
what is love (পুরা গান টা দেখবেন , যদি দেখেন )

২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: জলিল অভিনয় না করলে আরও অনেক দর্শক ওর মুভি দেখতো। মনটা অনেক অনেক খারাপ ছিল, মুখ দিয়ে কথাও বেরুচ্ছেনা। গানটা দেখে আমার হাসি থামেনা ভাই :) হাহাহা

৮| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১১

তাসজিদ বলেছেন: আমাদের ফিল্ম ইতিহাসের সবথেকে স্মার্ট অ্যাক্টর সালমান ও জাফর ইকবাল। দুই জনেই অপমৃত্যুর শিকার হয়।

miss them always.

আর সাকিব আর অনন্ত ????????????????? কিছু বলাই ভাল। একজন স্বঘোষিত tom cruise ও অন্যজন নাম্বার ১

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: জাফর ইকবার আমার অনেক প্রিয় অভিনেতা। সালমান ও জাফর ইকবাল, উনাদের অভিনয়, স্টাইল মানুষের হৃদয়ে স্থান করে নিসে, সাকিব, জলিল কে মানুষ একদিন ভুলে যাবে বাট উনাদের কেউ ভুলে যাবে না। এটাই উনাদের সার্থকতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.