নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

সবাই স্বপ্ন দেখতে ভালবাসে, আমি ও ... কেউ স্বপ্ন দেখে ভালো থাকার, কেউ ভালোবাসার, কেউ কারো ক্ষতি করার। স্বপ্ন ছাড়া মানুষ আছে? না নেই। স্বপ্ন আছে, থাকবে যুগ যুগ ধরে, বিজ্ঞান যতই উন্নতির উচ্চ শিখরে পৌঁছুক না কেন মানুষ স্বপ্ন দেখবে



আমার স্বপ্ন তোমাকে পাওয়ার

তোমাকে ভালবাসার

জানিনা তুমি আমার হবে কিনা

জানিনা তোমায় ভালোবেসে কষ্ট পাবো কিনা

জানিনা কিচ্ছু জানি না



তোমার সাথে যখন আমার কথা হয় তখন মনে হয় আমার পৃথিবীতে সবটুকু জায়গা তুমি দখল করে আছো। তোমাকে নিয়ে পারিনা লিখতে কোন প্রেম কাব্য, পারিনা গলা ছেড়ে বলতে আমি তোমাকেই ভালবাসি, সারাজীবন ভালবেসেই যাবো



তুমি এসেছ আমার জীবনে

করেছ আমার হৃদয় চুরি

যেও না ওগো বিদেশিনী

তোমার প্রেমে হায় আমি মরি মরি



মরতে তো চাই। তোমাকে ছাড়া জীবনের মানে কি তা আমার জানা নেই। তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমি ছাড়া কে বুঝবে বল?



তুমি খেলেছ খেলেছ আমার জীবন দিয়ে

দিয়েছ ব্যাথা আমার পরাণটাই

কেড়েছ আমার জীবনের সুখ

দিয়েছ দুখ কিছুই যে করার আমার নাই



দুঃখ দিয়ে কি সুখ পাওয়া যায়? পাওয়া যায়, তোমার মত হৃদয়হীনার কাছে এর চেয়ে আরও বেশী কি প্রত্যাশাই বা কি করা যায়?? না এই জীবন আর রাখবনা। তুমি থেকো সুখে, এই কামনায় করি।



যাচ্ছি চলে তোমায় ছেড়ে

ফেলে যাচ্ছি আমার হারানো ভালবাসার মূল্য

জানি ভালবাসার মূল্য তোমার কাছে নেই

টাকাই সব তোমার কাছে

দিয়েছ হৃদয় কোন বড়লোকের ছেলের কাছে

পেয়েছ কি?? মনের শান্তি? ওইটা তোমার আছে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

নীল-দর্পণ বলেছেন: স্বপ্ন পূরন হোক। শুভকামনা

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.