নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল-মন্দের মাঝে আমার বসবাস

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

সি.এম.তানভীর-উল-ইসলাম

আমি একজন চিন্তাবিদ।

সি.এম.তানভীর-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ান মুভি : ম্যারাথন (২০০৫)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

ভেবে দেখুন তো, আপনি জন্মগত ভাবে প্রতিবন্ধী। আপনার জন্ম একটি স্বাভাবিক শিশুর মত না। তখন আপনার জীবনের উপর এর কতটুকু প্রভাব পড়বে একটু অনুমান করতে পারবেন? অনুমান করে দেখবেন, জীবনে চলতি পথে আপনাকে কত বাধার সম্মুখীন হতে হবে? কখনো কি ভেবে দেখেছেন, একটি প্রতিবন্ধী শিশু সমাজে হাজারো বাধা পেরিয়ে বাবা-মার মুখে হাসি দেয় তখন আপনার কেমন অনুভূতি হবে??







হাহা... ভাববেন না, আমি মুন্নি সাহা নই যে আপনাকে হাজারো প্রশ্নে জর্জরিত করবো। আজ আমি শুধু আপনাদের সাথে একটি বেস্ট কোরিয়ান মুভির পরিচয় করিয়ে দিবো।



Marathon (2005)



[http://www.imdb.com/title/tt0448621/]



আইএমবিডি রেটিং --> ৭.৭/১০



আমার রেটিং --> ৮.৫/১০







হৃদয়স্পর্শী এই কোরিয়ান মুভি “ম্যারাথন” এ নাম ভূমিকায় অভিনয়ে আছেন “দ্যা ক্লাসিক” খ্যাত অভিনেতা Seung-woo Cho।



Cho-won নামের শিশুটি যখন জন্মগ্রহন করে তখন দুর্ভাগ্য বসত সে ছিল অটিজম(autism) রোগে আক্রান্ত। তার একমাত্র আশা-ভরসা ছিল তার মা যিনি সকল প্রতিকূলতার মাঝে Cho-won কে বড় করে তুলেন। তার মার সব সময় চাইতো Cho-won অন্য একটি স্বাভাবিক মানুষের মতই জীবন যাপন করতে পারে। Cho-won এর একটা খুব ভালো গুন ছিল সে খুব ভালো দৌড়াইতে পারে। কিন্তু তার পরিবারের খুব একটা অর্থ - সামর্থ্য ছিল না Cho-won কে সাপোর্ট করতে পারে।

এরপর থেকে গল্পের শুরু…



বেশী কিছু বললাম না, কারন আপনারা বাকিটা এই মুভি থেকেই দেখে নিতে পাড়েন। শুধু এইটুকু বলতে পারি মুভিটি আপনাদের হতাশ করবে না।



কোরিয়ানরা যে শুধু রোমান্টিক মুভি বানাতে পারে তা কিন্তু নয়, তারা থ্রিলার,হরর,অ্যাকশন মুভির পাশাপাশি জীবনস্পর্শী মুভিও খুব ভালো বানাতে পারে। ম্যারাথন দেখার পর আপনাদের ভুল ভাঙবেই।



ভালো থাকবেন। আসসালামু আলাইকুম

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

২য় জীবনানন্দ বলেছেন: মুভটি আগে দেখা ছিল না। দেখতে হবে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: জি ভাই দেখেন, আশা করি খারাপ লাগবে না।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিশাল মিস......ডাউনলোড দিলাম

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই :) দেখার পর কেমন লাগলো জানাবেন

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ভাল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.