নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভাল। ইহা ক্ষুধা উদ্রেক করে!

হঠাৎ ধুমকেতু

আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!

হঠাৎ ধুমকেতু › বিস্তারিত পোস্টঃ

আমার রসিক বন্ধু!

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আমার বন্ধু বাতেনের সাথে সেদিন সন্ধ্যায় জিইসি মোড়ে দেখা। জিন্স টি-শার্টে বাতেন ফিটফাট। জিমে ফোলানো ফাঁপানো বাইসেপ ট্রাইসেপ, কব্জির ব্রেসলেট এবং ঠোঁটের জ্বলন্ত বেনসন সুইচে বাতেন চৌকস। বাতেনের তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে আত্ন বিশ্বাসের ঘাটতি নাই। বাতেনের ফোলানো বুকে সাহসের কোন খামতি নাই। বাতেনের ঠোঁটের কোণে খেলা করছে সুখী মানুষের সূক্ষ্ম রসবোধ। আস্ত প্যাকেট খুলে অবহেলায় বাড়িয়ে দেয়া বাতেনের বেনসন সুইচের সুইচ টিপতে টিপতে আমি তীব্র ঈর্ষায় কাতর হলাম এবং বাতেনের দিকে তাকিয়ে বললাম –

আছিস ত মনে হয় বেশ ভালই!

এমন ভাবে বললাম যেন ভাল থাকাটা বিরাট দোষের।

আমার কথা শুনে বাতেন হোহো করে হেসে উঠল এবং হাসতেই থাকল!



আমার রাগ উঠে গেল। শালা আজকে আমাকে উপহাস করে খ্যাক খ্যাক করে হাসছে। বড় চাকরি পেয়ে ওর খুব অহংকার হয়েছে। অথচ পাঁচ বছর আগে আড্ডায় বন্ধুরা কেউ সিগারেট ধরালে বাতেন অপেক্ষায় থাকত কবে ছুঁড়ে ফেলার আগে ওকে একটান দেবে। আর আজ!

ওভাবে হাসিস না দোস্ত। আমি না হয় তোর সুখ দেখে একটু ঈর্ষাকাতর হইছি। তাই বলে তুই আমাকে নিয়ে ওভাবে হাসবি! আমি না তোর বন্ধু!

বলতে বলতে আমার গলা ধরে এল। আমার কাঁধে একটা হাত রাখল বাতেন। জিমে ফোলানো বাইসেপ ট্রাইসেপের রুক্ষ হাত নয়, বন্ধুর কোমল হাত। বলল-

তুই কিছু মনে করিস না। তোর ঈর্ষার প্রকাশটা ছিল একেবারে শিশুসুলভ। না হেসে পারলাম না।তা তোর চাকরি কেমন চলছে?

এই ছাপোষা চাকরি গড়িয়ে গড়িয়ে চলছে। তা তোর চাকরি? শুনলাম কোম্পানি নাকি তোকে ব্যক্তিগত গাড়ি দিচ্ছে?

আমি হঠাৎ বাতেনের চোখে একটা কৌতুকের ঝিলিক দেখলাম। তারপর সেই ঝিলিকের জায়গায় ফুটে উঠল বিষণ্ণতা। বাতেন বলল-

আমার চাকরি চলে গেছে!

আমি বাতেনের প্রানখোলা হাসি, ফিটফাট জামা কাপড়, আত্মবিশ্বাসী চোখ এবং হেলায় ধরানো বেনসন সুইচের সাথে ‘ চাকরি যাওয়া’ কে কিছুতেই মেলাতে পারলাম না। তারপরেও বোকার মত জিজ্ঞেস করলাম-

চাকরি গেল কেন? কোন মহিলা কলিগের সাথে??

ধুর ওসব না। কোম্পানিতে আমি ভেরি ক্লিন এন্ড আই হ্যাভ ভেরি সাকসেসফুল ক্যারিয়ার।

কিন্তু কি লাভ হল? চাকরি ত গেল! এখন সকালে উঠে কি করবি? বেকার থাকতে যেরকম করতি সেরকম মেয়েদের স্কুল কলেজের আশে পাশে ঘুর ঘুর করবি?

ধুর শালা(!) তা করব কেন?

তাইলে কি করবি?

সকালে উঠে অফিসে যাব!

অফিসে যাবি মানে? তোর না চাকরি চলে গেছে।

হ্যা চলে গেছে। চাকরি এক অফিস থেকে আরেক অফিসে ‘চলে গেছে’! অর্থাৎ আমি আগের চেয়ে বেশি বেতনের চাকরি পেয়েছি!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৭:২১

আজমান আন্দালিব বলেছেন: বন্ধু রসিকই বটে। '

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.