নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদালাপির পাতা

সদালাপি

সদালাপি › বিস্তারিত পোস্টঃ

হল্যান্ড-স্পেন-কানাডার মসজিদে অগ্নিসংযোগ

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর ইউরোপের বিভিন্ন দেশের মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটেছে। অনেকেরই ধারনা যে, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা চালানো হচ্ছে। ইউরোপের দেশ হল্যান্ড-স্পেন ছাড়াও কানাডায় মসজিদে হামলা চালানো হয়েছে।

কানাডায় মসজিদে হামলা চালানোর পর এক প্রতিক্রিয়ায় দেশটির নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, মসজিদে হামলা একটি ঘৃণিত কাজ। তবে প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়নি।

ইরানের ইকনা বার্তা সংস্থা জানিয়েছে, প্যারিসে হামলার কয়েক ঘণ্টার পর অজ্ঞাত দুর্বৃত্তরা স্পেনের দুন বানিতো শহরের একটি মসজিদে আগুন দিয়েছে।

ওই শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা হয়ে থাকতে পারে।

তবে বানিতো শহরের মেয়র কুয়ানটানা বলেছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে অজ্ঞাত দুর্বৃত্তরা এই আগুন লাগায় নি।

এদিকে, হল্যান্ডের সাউথ বারাবানেথ প্রদেশের রুজানদাল শহরের একটি মসজিদেও দুর্বত্তরা আগুন দিয়েছে।
হল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপ জুড়ে মুসলমান ও তাদের ধর্মীয় স্থাপনার ওপর হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।

সূত্রঃ গার্ডিয়ান, ইউরোপ অনলাইন

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৫

http://www.latestbdnews.com/mosque-in-netherland-canada-spain-is-attacked/

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

গ্রিন জোন বলেছেন: এভাবে হবে। ততীয় বিশ্বযুদ্ধ খুবই নিকটবর্তী হয়তো।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

সদালাপি বলেছেন: এভাবে হবে তবে যা হবে তা হল ঐসব দেশ থেকে মুসলিমদের বিতারন অথবা তাদের অন্য ধর্মে কনভারশন।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন আর কেউ বলবেনা খ্রীষ্টান মৌলবাদী কর্তৃত মসজিদে আগুন! !!!

যে কোন কান্ডে মুসলিম নাম হলেই জঙ্গী, সন্ত্রাস মৌলবাদী তুবরি ছোটে! কিন্তু ভয়াবহ স্কুলে গণহত্যার মতো কাজ হলেও তাতে যখন খ্রীস্টান বা অন্যরা জড়িত থাকে তখন খুবই স্বাভাবিক সব! মার মানসিক সমস্যা নিয়ে তখন গবেষনা হয়! সামাজিক অস্থিরতা নিয়ে গবেষনা হয়! তাকে সোস্যাল সিকিউরিটির আওতায় সংশোধন সম্ভব কিনা ভাবা হয়!

এই এক চোখা নীতি এই বৈপরীত্যের মাসুলও গুনতে হবে বৈকি। প্রকৃতি আপনা নিয়মেই তার আবর্তন ঘটায়!

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

সদালাপি বলেছেন: আর আমাদের মুসল্মান্দের উচিৎ খ্রিস্টান ইহুদিদের বন্ধুরুপে গ্রহণ না করা কারন কুরাআন শরিফে আল্লাহ তাদের বন্ধুরুপে গ্রহন করতে নিসেধ করেছেন ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

রাজীব বলেছেন: অজ্ঞাত দুর্বৃত্তরা???!!!

সন্ত্রাসী মুসলমান হলে তারা মুসলিম জংগি আর অন্য ধর্মের হলো তখন অজ্ঞাত দুর্বৃত্ত ???

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

সদালাপি বলেছেন: ্যাঁ ভাই তারা আসলেই অজ্ঞাত ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

ইকবাল দিগন্ত বলেছেন: লেখক বলেছিলেন ইহুদি, খ্রিস্টানকে বন্ধুরুপে না নিতে।। আপনাকেই বলছি নিচের লিংকটা পড়ে দেখেন
m.somewhereinblog.net/mobile/blog/mostofa_kamal/30086752

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

নয়ন জামান বলেছেন: আর আমাদের দেশে তার ব্যবধানটা কোথায়?!এই দেশতো মুসলিম প্রধান দেশ!

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ব্লগার ফাহিম বলেছেন: চেতনাবাজরা এখন চুপ কেন? তারা কেন এখন মসজিদে আক্রমণের ছবিগুলো হাইলাকস করতেছে না? নাকি গুমড় ফাঁস হয়ে যাবে!

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

যোগী বলেছেন:
কানাডার খ্রীষ্টানরা নাকি পোড়া মসজিদ নতুন করে বানায় দিচ্ছে?

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

সদালাপি বলেছেন: েটা হোল এরকম যে কোন বাক্তি কোন হিন্দুর গরু কেউ জবাই করে তাকে চামড়ার তৈরি জুতা উপহার দেয়ার মত ।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: একটি খবর পেলাম আত্নঘাতি বোমারুকে রুখে দেয় মুসলমান নিরাপত্তারক্ষী
আবার আর একটা খবর পেলাম বৈরুতের একজন মসুলমান লোক নিজের জীবন দিয়ে অনেকের জীবন বাঁচিয়েছেন।

অথচ এর পরও দেখছি পাতানো ৯/১১ এর পর যেমন মসুলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অ্যামেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব। এখন আবার একই কাজ করা হচ্ছে। প্যারিসে হামলার পরের দিনই সিরিয়ায় হামলা চালিয়েছে ফ্রান্স এখানেও লক্ষ্য করলে দেখা যাবে তাদের হামলায় মূলত আইএস বা নুসরা জঙ্গি গোষ্ঠীদের হয়ত তেমন কোন ক্ষতি হয় নাই বা হবেও না কিন্তু নিরীহ সিরিয়ান নাগরিকদের কবরের পর কবর রচিত হতেই থাকবে।

এমনকি প্যারিসের সঁ দেনি এলাকায় চলছে বিরাট পুলিশী অভিযান যেখানে মহিলা সহ্ ২-৩ জনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে যাদের সবাই কিন্তু মসুলমান আবার সন্দেহভাজন সন্ত্রাসী। আচ্ছা ফ্রান্সের মতন উন্নত রাষ্ট্রে স্টেডিয়াম,বার আর কনসার্ট হচ্ছে এমন এলাকার কি কোন সিসি ক্যামেরা ছিল না?? সিসি ক্যামেরা দেখে কি হামলা কারীদের পরিচয় বের করা সম্ভব নয়??
তাহলে সন্দেহভাজন শব্দটি আসে কোথা থেকে?? ঠিক আছে হামলা কারীরা নাকি গাড়ীতে করে এসে হামলা চালিয়েছে। তাহলে এসব গাড়ির প্লেট নম্বর থেকে কি তাদের পরিচয় বের করা যায় না? আর এতো পথ পারি দিয়ে এসেছে কিন্তু একবারের জন্যও কি তাদের চেকপোস্টে চেক করা হয় নাই?? মসুলমান জানার পরও?? ইউরোপের দেশগুলোতে মসুলমানদের কিভাবে চেক করা হয় তার কথা আর নাই না বললাম।

শোনা যাচ্ছে হামলার মূল পরিকল্পনাকারী নাকি সিরিয়া থেকে এসে হামলা চালিয়ে আবার সিরিয়ায় চলে গেছে?? কত মজার কথা!! একজন বিদেশী সন্ত্রাসী কিভাবে ওপর একটি দেশে ঢুকে হামলা চালিয়ে আবার ওই দেশে ফেরত যায়?? কমপক্ষে তাকে দুই বার ইমিগ্রেসনের খপ্পরে পড়তে হয়েছে নিশ্চিত। আর ফ্রান্সের ইমিগ্রেসনের কথা বলতেই সেই রসগোল্লা গল্পটার কথা মনে পড়ে গেল। ঝন্টুদার জন্য দুঃখ হচ্ছে তিনি যদি এখন ফ্রান্সে যেতেন তাহলে রসগোল্লা নিয়ে তাকে নাজেহাল হতে হত না।

ফিরে আসি মূল আলোচ্য বিষয়ে, এখন দেখছি ইউরোপের বিভিন্ন দেশে মসুলমানদের ওপর হামলা শুরু হয়েছে। একদিক থেকে যেমন নিরাপত্তা কর্মীরা তাদের জীবন অতিষ্ঠ করে ফেলছে অন্যদিক থেকে বিভিন্ন উগ্রপস্থি গোষ্ঠী তাদের ওপর হামলা চালাচ্ছে তাদের জীবন ও সম্পদের ক্ষতি সাধন করছে। এমনকি প্রকাশ্যই মসজিদ বন্ধ করতে দাবী জানাচ্ছে বিভিন্ন অমুসলিম উগ্রবাদী গোষ্ঠী। সর্বশেষ আসছে নির্বাচনে অংশগ্রহণকারী রিপাবলিক প্রার্থীও মসজিদ বন্ধ করতে চাচ্ছে! অর্থাৎ সব শেয়ালের এক রা।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

শাহাদাত হোসেন বলেছেন: প্যারিসে হামলা ইহুদি খৃষ্টানদের চক্রান্ত হতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.