নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত পথ হেঁটেছি তত পথ চিনেছি

কসমিক রোহান

বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।

কসমিক রোহান › বিস্তারিত পোস্টঃ

সাইকো প্যারাডক্স

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২১



চিন্তার খাঁদে পড়া লুনাটিক মস্তিষ্কজুড়ে ক্লান্তির প্রতিবিম্ব!
আকাশের কর্কশ শ্লোগান বৃষ্টির জন্য দৈব নির্দেশ হয়ে গেছে।
উষ্ণ কুয়াশাচ্ছন্ন মনের উদ্বেগ বৃষ্টিকে করে দেয় হতভম্ব!
মার্স রেড এর মত মিস্টেরিয়াস রঙ আবেগে লেগে আছে।

সুর্যের গায়ে বাস করার অদম্য ইচ্ছা ঝাকড়া চুল বটপীর!
হোয়াইট ডর্ফ হয়ে গেলে প্রাণের উৎস, বেঁচে থাকবে নির্জীব।
সাহারার বুকে গুল্ম, সবুজাভ পত্র পল্লবে আজ মুসাফির!
সমুদ্দুরের নীল আকাশের মত, ৫৭৬ এ লাগে আজীব!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

কসমিক রোহান বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই..

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ..।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

কসমিক রোহান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে..

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১

কসমিক রোহান বলেছেন: অগণিত ধন্যবাদ জানাই..

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪

সাইন বোর্ড বলেছেন: চমৎকার !

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

কসমিক রোহান বলেছেন: অশেষ ধন্যবাদ কাব্য পাঠের জন্য।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কঠিন শব্দের ঠাসবুনোন!!

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ।
সরল প্রাণে গরলের প্রভাবে...

৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আপনার পোষ্টটি প্রথমে দুর্বোধ্য মনে হয়েছে।
শেষের দিকে এসে দারুন মজা পেয়েছি।
অনেক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য।
ভাল থাকুন।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

কসমিক রোহান বলেছেন: কিছু কবিতা আত্ম-নিমগ্নতায় থেকেই লিখি, তাই দুর্বোধ্য হয়ে যেতে পারে।
আনন্দ পেয়েছেন জেনে খুব খুশি লাগছে।
পরবর্তী কোন এক কবিতায় আপনাকে আমন্ত্রণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.