নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত পথ হেঁটেছি তত পথ চিনেছি

কসমিক রোহান

বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।

কসমিক রোহান › বিস্তারিত পোস্টঃ

২২-শে ফেব্রুয়ারী

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩


আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত ভাষা দিবস ৮ই ফাল্গুন,
অনন্দ উদযাপন আল্পনার বন্যা কন্ঠে আগুন।
কালো পাঞ্জাবি, ফুলেল শ্রদ্ধা মিনার বেদি জঞ্জাল,
চোখ কচলিয়ে শিশু-বৃদ্ধ, খালিপেটের সকাল।

মাড়িয়ে বর্ণমালা, নৃত্য সাজসাজ রব পুলকের গুঞ্জন,
ভারী বেইজ, ওপারের গান বাজে কর্কশ কুঞ্জন।
ভোটকা টিপ, শাড়ির আচল, চুরি-বালা টুংটাং,
একদিনের এ মহোৎসব সচেতন মানসে ভুংভাং।

নেক্সট-ডে গ্লোবাল যুগ লিনকিন পার্ক হলিউড,
সিরিয়ালচর্চা বন্ধুদেশের, মগজে দাদাবাবু ইনপুট,
সংস্কৃতি সভ্যতা ইতিহাস পাতিহাস কাক,
কে আমি অচেনা! এক রাতে বিশাল ফারাক।

ইনফেরিওরিটি জটিলতা, আত্মপরিচয়ে দুরারোগ্য,
বাংলার ফালুদা! ভাটুরে-দোসা অতিভোগ্য,
রোনালদো-মেসি, পেগ আরকে স্মার্ট সাজ,
নতুন নিঃশব্দ শপথে জাতে ওঠার কারুকাজ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু কমু না। কথা কইলেই লোকে মন্দ বলে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

কসমিক রোহান বলেছেন: বাক-স্বাধীনতা কি কেবল কাগজে-মগজেই থাকবে?
আমার স্বাধীনতা প্রকাশে আমি মন্দ হলেও ছন্দ ও স্বাচ্ছন্দ্যেই থাকবো।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২১

কসমিক রোহান বলেছেন: অফুরন্ত ধন্যবাদ প্রিয় ও শ্রদ্ধীয় রাজীব নুর ভাই।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১

ঢাবিয়ান বলেছেন: ২১ এখন ফাগুন আর ভ্যলেন্টাইন ডে র সাথে মিলেমিশে একাকার

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৫

কসমিক রোহান বলেছেন: বাতাসের প্রবাহে শুকনো পাতা উড়ে যায়, শেকড় আকরানো গাছের পাতা নয়।
নোঙর ফেলা জাহাজ নয়, জলস্রোতের অভিমুখে ভেসে যায় খড়কুটো।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অফুরন্ত ধন্যবাদ প্রিয় ও শ্রদ্ধীয় রাজীব নুর ভাই।

শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.