নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র তথ্য- মুনশি আলিম পর্ব-১

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪





ছবি কৃতজ্ঞতা : গুগল


* দোষ মানুষই করে, আর দোষ হয় বিভিন্ন তন্ত্রের (গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র...)

* মানুষকে পশু বললে ক্ষেপে যায়, কিন্তু সিংহ বললে খুশি হয়!

* পুরুষ সবচেয়ে বেশি রেগে যায় তাকে ‘মহিলা/ বেটি’ বলে গালি দিলে।

* দিন যেমন রাতের কাছে ঋণী তেমনি রাতও দিনের কাছে। ধনী যেমন গরিবের কাছে ঋণী তেমনি গরিবও ধনীর কাছে। তবে অপ্রিয় সত্য- গরিব এ মহান সত্য স্বীকার করলেও ধনীরা তাতে সংকোচবোধ করে!

* আবেগের জায়গায় ধনী, গরিব সকলেই সমান!

* চুমুতে চিনি নেই, কিন্তু তা চিনির চেয়েও মিষ্টি!

* মসজিদ, মন্দির কী অপূর্ব জায়গা! এখানে গরিব মানুষ বাইরে আর ধনীরা ভিতরে ভিক্ষা চায়!

* বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে আর বাকীরা সামনে। কিন্তু কবরযাত্রায় মৃতদেহ সবার আগে থাকে আর মানুষজন পিছনে!

* সমস্ত পৃথিবী সুখের দিনে আগে আর দুঃখের দিনে পিছনে।

* মৌসুমী লেখক সাময়িক স্বীকৃতিতে তুষ্ট আর গুণীরা মহাকালিক!

* মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে মানুষের জন্মদিন পালন করা হয়!

* ধর্মান্ধরা অন্য ধর্মের সমালোচনায় খুশিতে বিগলিত হয়, নিজ ধর্মের সমালোচনার গন্ধ পেলেই হিংস্র হয়ে ওঠে।

*সারাটা জীবন বোঝা বইলো দেয়ালের পেরেকটা আর মানুষ সুনাম করলো পেরেকে টাঙানো ছবিটার!

*আলোতে মানুষ নিজেকে মেলে ধরলেও অন্ধকারের প্রতিই থাকে বিশেষ দুর্বলতা!

* যে লবণের মতো তেতো জ্ঞান দেয় সেই আসল বন্ধু! মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয়!

* আজ পর্যন্ত লবণে কখনোই পোকা ধরেনি! আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা! পিঁপড়েরাও পর্যন্ত ছাড়েনি!

* সঠিক পথে মানুষ চলতেই চায় না, আর বাঁকাপথে সবাই চলতে চায়! এই কারণেই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, দুধ বিক্রেতাকেই পাড়ায় পাড়ায় যেতে হয়!

* একই গ্রন্থাগারে গীতা, কোরান, ত্রিপিঠক, বাইবেল … একসাথে থাকে। নিজেদের মধ্যে কখনোই লড়াই করে না। যারা এদের নিয়ে লড়াই করে তারা এসব গ্রন্থ কোনদিনও পড়ে না!



মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: কোন মন্তব্য নেই !!

চমৎকার শেয়ার। +।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: সৃষ্টিশীল আলিম ,





প্রতিটি তথ্যই বিচিত্র কিন্তু সত্যের বাইরে নয় তিল পরিমানও ।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: বটে!


ভালোবাসা জানবেন।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭

নতুন বলেছেন: চমতকার...++

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: চমৎকার

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭

হাতুড়ে লেখক বলেছেন: * ধর্মান্ধরা অন্য ধর্মের সমালোচনায় খুশিতে বিগলিত হয়, নিজ ধর্মের সমালোচনার গন্ধ পেলেই হিংস্র হয়ে ওঠে।

ভাল লেগেছে।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

৬| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৩

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার চমৎকার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.